বেশ কিছু রোমান্টিক নাটকে অভিনয় করে দর্শক মনোযোগ কেড়েছেন অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। এবার আরও একটি ভালোবাসার গল্পে অভিনয় করতে দেখা গেল তাঁকে। নাটকের নাম ‘প্রিয় প্রিয়সিনী’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মাহমুদ মাহিন। এতে তটিনীর বিপরীতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান। সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ইউটিউব চ্যানেলে নাটকটি দর্শকের জন্য উন্মুক্ত করা হয়েছে।
এর আগে জোভান-তটিনী জুটি ‘রেশমী চুড়ি’, ‘বলতে চাই’, ‘সুহাসিনী’, ‘রঙ রাধিয়া’, ‘একটাই তুমি’, ‘মন পিঞ্জিরা’, ‘ভালোবাসার প্রথম কদম ফুল’, ‘সর্বস্ব বাজি’, ‘সুঁই’, ‘ভবঘুরে ভালোবাসা’, ‘আমি শুধু চেয়েছি তোমায়’, ‘কিছু কথা বাকি’, ‘চলতে চলতে’, ‘বৃষ্টিতে দেখা’, ‘ভিতরে বাহিরে’, ‘বিয়ের গণ্ডগোল’, ‘হৃদয়ের এক কোণে’, ‘এক জীবনে’, ‘হঠাৎ ভালোবাসা’সহ আরও বেশ কিছু গান নাটকে অভিনয় করে দর্শকের মনে আলাদাভাবে জায়গা করে নিয়েছেন এ জুটি। সে কারণে দর্শক প্রত্যাশা পূরণে এ জুটিকে ভালোবাসার নতুন এক গল্পের উপস্থাপনা বলে নির্মাতা জানান।
তটিনীর কথায়, দর্শকের ভালোলাগাকে প্রাধান্য দিয়ে রোমান্টিক এ নাটকে অভিনয় করা। এর আগেও বেশ কিছু ভালোবাসার গল্পে কাজ করেছি। সেসব গল্প থেকে ‘প্রিয় প্রিয়সিনী’ কিছুটা হলেও ভিন্ন ধাঁচের, যা দর্শক মনে ছাপ ফেলবে বলেও আশা প্রকাশ করেন এ অভিনেত্রী।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বিয়ের পর অভিনয় ছেড়ে দেব: তানিয়া বৃষ্টি
ফের বিয়ের কথা ভাবছেন ছোট ও বড় পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। বিয়ের পর অভিনয় জগতকে বিদায় জানাতে চান বলেও জানিয়েছেন তিনি। টিভি নাটকের শুটিং সেটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব তথ্য জানান তিনি।
তানিয়া বৃষ্টি বলেন, “আমি মনে করি সংসার আর ক্যারিয়ার—দুটো একসঙ্গে সামলানো খুব কঠিন। তাই যখনই বিয়ে করব, অভিনয় ছেড়ে সংসারেই মনোযোগ দিতে চাই। পরিবার আর জীবনসঙ্গীকেই তখন সবচেয়ে বেশি সময় দেব।”
আগামী পাঁচ বছর অভিনয়ে পুরোপুরি সক্রিয় থাকতে চান তানিয়া বৃষ্টি। এরপর বিয়ে করে সংসার আর ভবিষ্যৎ নিয়ে ভাবতে চান। তবে দেশে নয়, বিদেশে সেটল হতে চান এই নায়িকা। তার ভাষায়—“ইচ্ছা আছে দেশের বাইরে সেটেল হওয়ার।”
আরো পড়ুন:
জায়েদ খানের অতিথি মোনালিসা
বধূবেশে অভিষেক কন্যা
তবে বিয়ের নির্দিষ্ট কোনো সময় বা পাত্র এখনো নির্ধারিত হয়নি। এ তথ্য জানিয়ে তানিয়া বৃষ্টি বলেন, “ভালো একজন মানুষ পেলে আর নিজেকে মানসিকভাবে প্রস্তুত মনে করলে তবেই সিদ্ধান্ত নেব।”
২০১৭ সালে অস্ট্রেলিয়া প্রবাসী সাব্বির চৌধুরীকে বিয়ে করেছিলেন তানিয়া বৃষ্টি। তবে সেই সংসার দীর্ঘস্থায়ী হয়নি। মাত্র এক বছরেই বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে অভিনেতা আরশ খানের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন উঠলেও তানিয়া তা উড়িয়ে দিয়ে বলেন, “এসব নিছক গুজব।”
অভিনয়ে নিজের অবস্থান প্রসঙ্গে বলতে গেলে, ‘প্রেম প্রেম খেলা খেলা’, ‘সীমানা’, ‘বেইলি রোড’সহ একাধিক নাটকে তানিয়ার অভিনয় প্রশংসিত হয়েছে। পাশাপাশি বিজ্ঞাপনজগতেও রয়েছে তার সরব উপস্থিতি।
ঢাকা/রাহাত/শান্ত