Samakal:
2025-11-03@21:36:05 GMT

ভালোবাসার নতুন গল্পে তটিনী

Published: 23rd, May 2025 GMT

ভালোবাসার নতুন গল্পে তটিনী

বেশ কিছু রোমান্টিক নাটকে অভিনয় করে দর্শক মনোযোগ কেড়েছেন অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। এবার আরও একটি ভালোবাসার গল্পে অভিনয় করতে দেখা গেল তাঁকে। নাটকের নাম ‘প্রিয় প্রিয়সিনী’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মাহমুদ মাহিন। এতে তটিনীর বিপরীতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান। সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ইউটিউব চ্যানেলে নাটকটি দর্শকের জন্য উন্মুক্ত করা হয়েছে।

এর আগে জোভান-তটিনী জুটি ‘রেশমী চুড়ি’, ‘বলতে চাই’, ‘সুহাসিনী’, ‘রঙ রাধিয়া’, ‘একটাই তুমি’, ‘মন পিঞ্জিরা’, ‘ভালোবাসার প্রথম কদম ফুল’, ‘সর্বস্ব বাজি’, ‘সুঁই’, ‘ভবঘুরে ভালোবাসা’, ‘আমি শুধু চেয়েছি তোমায়’, ‘কিছু কথা বাকি’, ‘চলতে চলতে’, ‘বৃষ্টিতে দেখা’, ‘ভিতরে বাহিরে’, ‘বিয়ের গণ্ডগোল’, ‘হৃদয়ের এক কোণে’, ‘এক জীবনে’, ‘হঠাৎ ভালোবাসা’সহ আরও বেশ কিছু গান নাটকে অভিনয় করে দর্শকের মনে আলাদাভাবে জায়গা করে নিয়েছেন এ জুটি। সে কারণে দর্শক প্রত্যাশা পূরণে এ জুটিকে ভালোবাসার নতুন এক গল্পের উপস্থাপনা বলে নির্মাতা জানান।

তটিনীর কথায়, দর্শকের ভালোলাগাকে প্রাধান্য দিয়ে রোমান্টিক এ নাটকে অভিনয় করা। এর আগেও বেশ কিছু ভালোবাসার গল্পে কাজ করেছি। সেসব গল্প থেকে ‘প্রিয় প্রিয়সিনী’ কিছুটা হলেও ভিন্ন ধাঁচের, যা দর্শক মনে ছাপ ফেলবে বলেও আশা প্রকাশ করেন এ অভিনেত্রী।     
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: অভ ন ত র ট ভ ন টক

এছাড়াও পড়ুন:

মুসলমান বলেই রোহিঙ্গারা ভয়াবহ পরিস্থিতির শিকার

রোহিঙ্গা সম্প্রদায়ের দুরবস্থা বর্তমান সময়ে অন্যতম করুণ মানবিক সংকট বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, শুধু মুসলমান হওয়ার কারণেই রোহিঙ্গারা এই ভয়াবহ পরিস্থিতির শিকার।

গতকাল সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তুরস্কের একটি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের সময় এ কথা বলেন প্রধান উপদেষ্টা। পাঁচ সদস্যের ওই প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন তুরস্ক-বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি ও তুর্কি পার্লামেন্ট সদস্য মেহমেত আকিফ ইয়িলমাজ।

সাক্ষাতে দুই পক্ষ বাণিজ্য, বিনিয়োগ ও মানবিক সহায়তার ক্ষেত্রগুলোতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করে। এ সময় মেহমেত আকিফ ইয়িলমাজ বলেন, তুরস্ক ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। দুই দেশের মধ্যে বিদ্যমান দৃঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর আলোকপাত করেন তিনি।

ইয়িলমাজ বলেন, তাঁদের প্রতিনিধিদল রোববার কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছে এবং তুর্কি বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা, বিশেষ করে তুর্কি ফিল্ড হাসপাতালের মানবিক কার্যক্রম সম্পর্কে অবহিত হয়েছে। এ সময় রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতি তুরস্কের অবিচল সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। তুর্কি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি।

অধ্যাপক ইউনূস বলেন, ‘রোহিঙ্গা সম্প্রদায়ের দুরবস্থা আমাদের সময়ের অন্যতম করুণ মানবিক সংকট। তারা শুধু মুসলমান বলেই এই ভয়াবহ পরিস্থিতির শিকার এবং তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আট বছর ধরে আশ্রয়শিবিরে থাকায় রোহিঙ্গা শিশুদের শিক্ষা ও ভবিষ্যৎ সুযোগ একেবারেই সীমিত হয়ে পড়েছে। এই অবস্থা হতাশা ও অস্থিতিশীলতার জন্ম দিতে পারে।’

সম্পর্কিত নিবন্ধ