Samakal:
2025-05-23@16:34:36 GMT

ভালোবাসার নতুন গল্পে তটিনী

Published: 23rd, May 2025 GMT

ভালোবাসার নতুন গল্পে তটিনী

বেশ কিছু রোমান্টিক নাটকে অভিনয় করে দর্শক মনোযোগ কেড়েছেন অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। এবার আরও একটি ভালোবাসার গল্পে অভিনয় করতে দেখা গেল তাঁকে। নাটকের নাম ‘প্রিয় প্রিয়সিনী’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মাহমুদ মাহিন। এতে তটিনীর বিপরীতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান। সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ইউটিউব চ্যানেলে নাটকটি দর্শকের জন্য উন্মুক্ত করা হয়েছে।

এর আগে জোভান-তটিনী জুটি ‘রেশমী চুড়ি’, ‘বলতে চাই’, ‘সুহাসিনী’, ‘রঙ রাধিয়া’, ‘একটাই তুমি’, ‘মন পিঞ্জিরা’, ‘ভালোবাসার প্রথম কদম ফুল’, ‘সর্বস্ব বাজি’, ‘সুঁই’, ‘ভবঘুরে ভালোবাসা’, ‘আমি শুধু চেয়েছি তোমায়’, ‘কিছু কথা বাকি’, ‘চলতে চলতে’, ‘বৃষ্টিতে দেখা’, ‘ভিতরে বাহিরে’, ‘বিয়ের গণ্ডগোল’, ‘হৃদয়ের এক কোণে’, ‘এক জীবনে’, ‘হঠাৎ ভালোবাসা’সহ আরও বেশ কিছু গান নাটকে অভিনয় করে দর্শকের মনে আলাদাভাবে জায়গা করে নিয়েছেন এ জুটি। সে কারণে দর্শক প্রত্যাশা পূরণে এ জুটিকে ভালোবাসার নতুন এক গল্পের উপস্থাপনা বলে নির্মাতা জানান।

তটিনীর কথায়, দর্শকের ভালোলাগাকে প্রাধান্য দিয়ে রোমান্টিক এ নাটকে অভিনয় করা। এর আগেও বেশ কিছু ভালোবাসার গল্পে কাজ করেছি। সেসব গল্প থেকে ‘প্রিয় প্রিয়সিনী’ কিছুটা হলেও ভিন্ন ধাঁচের, যা দর্শক মনে ছাপ ফেলবে বলেও আশা প্রকাশ করেন এ অভিনেত্রী।     
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: অভ ন ত র ট ভ ন টক

এছাড়াও পড়ুন:

আব্রাহাম লিংকনের রক্তমাখা দস্তানা নিলামে সাড়ে ১৮ কোটি টাকায় বিক্রি

যুক্তরাষ্ট্রের ১৬তম প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের রক্তমাখা এক জোড়া চামড়ার দস্তানা নিলামে ১৫ লাখ ২০ হাজার ডলারে (প্রায় সাড়ে ১৮ কোটি টাকা) বিক্রি হয়েছে। গত বুধবার ওই দস্তানা যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে নিলামে তোলে ফ্রিম্যানস-হিন্ডম্যান নামের একটি নিলামকারী প্রতিষ্ঠান।

১৮৬৫ সালের ১৪ এপ্রিল রাতে ‘আওয়ার আমেরিকান কাজিন’ নামের একটি নাটক দেখতে গিয়ে হামলার শিকার হন লিংকন। তাঁর ওপর গুলি চালিয়েছিলেন জন উইলকেস বুথ নামের এক ব্যক্তি। সেই গুলিতে প্রাণ হারান প্রেসিডেন্ট লিংকন। ওই রাতে তাঁর পকেটে ছিল দস্তানা জোড়া। ওই দস্তানাসহ তাঁর ব্যবহার করা আরও ১৪৪টি জিনিস নিলামে তোলা হয় বুধবার। এর মধ্যে ১৩৬টি বিক্রি হয়েছে।

দস্তানার পর নিলামে সর্বোচ্চ দাম উঠেছে লিংকনের ব্যবহার করা একটি রুমালের। সেটি ৮ লাখ ২৬ হাজার ডলারে বিক্রি হয়েছে। রুমালটিও সেই হামলার দিন লিংকনের পকেটে ছিল। এ ছাড়া জন উইলকিস ও সন্দেহভাজন আরও দুজনের সন্ধান চেয়ে ছাপানো একটি পোস্টার ৭ লাখ ৬২ হাজার ডলারে বিক্রি হয়েছে। পোস্টারটির দাম প্রথমে ১ লাখ ২০ হাজার ডলার ধরা হয়েছিল।

নিলামে আব্রাহাম লিংকনের নিজ হাতে লেখা একটি নোটবুক ৫ লাখ ২১ হাজার ডলারে বিক্রি হয়েছে। ১৮২৪ সালের ওই নোটবুক এখন পর্যন্ত তাঁর হাতে লেখা সবচেয়ে পুরোনো নমুনা। বুধবার ১৩৬টি জিনিস বিক্রি করে ৭৯ লাখ ডলার পাওয়া গেছে। লিংকন প্রেসিডেনশিয়াল ফাউন্ডেশনের প্রায় দুই দশকের পুরোনো একটি ঋণ শোধ করতে এসব জিনিস নিলামে তোলা হয়েছে।

২০০৫ সালে প্রতিষ্ঠা করা হয় লিংকন প্রেসিডেনশিয়াল ফাউন্ডেশন। পরে ২০০৭ সালে ফাউন্ডেশনের জন্য লুইস ট্যাপার নামের এক সংগ্রাহকের কাছ থেকে ১ হাজার ৫৪০টি জিনিস কেনা হয়। সেখান থেকেই ১৪৪টি বুধবারের নিলামে তোলা হয়।

আব্রাহাম লিংকন ১৮৬১ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর হত্যার শিকার হওয়ার আগপর্যন্ত দায়িত্ব পালন করেন।

সম্পর্কিত নিবন্ধ