ফের বৃষ্টিতে আতঙ্কে নোয়াখালীর মানুষ
Published: 10th, July 2025 GMT
গতকাল বুধবার (৯ জুলাই) রাত থেকে বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল ১১টা পর্যন্ত বৃষ্টি না হওয়ায় নোয়াখালী জেলাবাসীর মনে কিছুটা স্বস্তি এসেছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দুপুর ১২টায় আবারো এ জেলা শুরু হয়েছে বৃষ্টি। এতে নতুন করে পানিবন্দী মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত জেলায় উল্লেখযোগ্য কোনো বৃষ্টিপাত না হওয়ায় মানুষজন স্বাভাবিক জীবনে ফেরার আশায় ছিলেন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফের বৃষ্টি শুরু হলে আশ্রয়কেন্দ্রে অবস্থান নেওয়া ও পানিবন্দী মানুষদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়।
জানা গেছে, নোয়াখালী সদর, সেনবাগ, বেগমগঞ্জ, কবিরহাট, কোম্পানীগঞ্জ ও সুবর্ণচরের বিভিন্ন অঞ্চলের নিচু এলাকায় বৃষ্টির পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিশেষ করে জেলা শহর মাইজদীর জেলা প্রশাসকের কার্যালয়, মৎস্য অফিস, জেল খানা সড়ক, পাঁচ রাস্তার মোড়, পৌর বাজার, পুলিশ সুপার অফিস, গণপূর্ত বিভাগ, জেলা এলজিইডি, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, জেলা জনসাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, জেলা সড়ক ও জনপদ বিভাগসহ বিভিন্ন এলাকার রাস্তাগুলো তলিয়ে গেছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা এখনো অনেক এলাকায় কার্যকর না হওয়ায় ঘরবাড়ি ও সড়কে পানি জমে আছে। ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে কর্মজীবী মানুষ এবং যানবাহনের চালকদের।
আরো পড়ুন:
বৃষ্টি কত দিন থাকবে, জানাল আবহাওয়া অফিস
দীঘিনালায় নিম্নাঞ্চল প্লাবিত, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
জেলা শহরের বাসিন্দা মোস্তাক আহমেদ বলেন, “সকাল বেলা কিছুটা আশার আলো দেখেছিলাম। কিন্তু আবার বৃষ্টি শুরু হলো। পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠতে পারে। কেননা বৃষ্টি অব্যাহত থাকলে জলাবদ্ধতা থেকে স্থায়ী বন্যা পরিস্থিতি হওয়ার সম্ভাবনা রয়েছে।”
দিদারুল আলম নামে আরেকজন বলেন, “বৃষ্টি এলেই আমাদের শঙ্কা বেড়ে যায়। কয়েকদিন আমরা টানা বৃষ্টিতে নিমজ্জিত। এতে করে মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। জেলার একটি পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থাপনা দরকার। আমাদের এক রাস্তার শহর কিন্তু রাস্তা থেকে ড্রেন উচু। কোথাও কোথাও অপরিকল্পিত ড্রেন, যার কোনো আউট লাইন নেই। উল্টো ড্রেন দিয়ে সড়কে পানি প্রবেশ করছে।”
কাদির হানিফ ইউনিয়নের বাসিন্দা ইকবাল বলেন, “আমাদের বাড়িতে পানি ঢুকে গেছে। বসতঘরসহ রান্নাঘরে পানি আজ তিনদিন। রান্না৷ করাটাও কষ্টকর হয়ে গেছে।”
সুবর্ণচর উপজেলার আবদুল বারি বলেন, “শস্য ভাণ্ডার খ্যাত সুবর্ণচরে তীব্র জলাবদ্ধতা দেখা দিয়েছে। মৌসুমী ফসলের বীজ অনেক কৃষক রোপণ করেছে। কিন্তু টানা বৃষ্টি হওয়ায় কৃষকরা লোকসানে পড়বে।”
জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ বলেন, “জেলা প্রশাসন দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত রয়েছে। ইতোমধ্যে স্বেচ্ছাসেবক দল ও মেডিকেল টিম গঠন করা হয়েছে। পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, সুপ্ত খাবার ও নগদ টাকা প্রস্তুত রয়েছে। পানিবন্দী মানুষসহ আশ্রয়কেন্দ্রে যারা আশ্রয় নিয়েছে, তাদের মাঝে এসব বিতরণ করা হবে। সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনকেও সজাগ থাকতে বলা হয়েছে।”
ঢাকা/মেহেদী
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর প ন বন দ আতঙ ক
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুই পুলিশ।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর এক পারিবারিক বিরোধের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। খবর বিবিসির।
আরো পড়ুন:
শেরপুরে পুলিশের উপর হামলা: থানায় মামলা, গ্রেপ্তার ৪
ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা, ভাঙচুর-আগুন
পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান, অভিযুক্ত বন্দুকধারী পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছে।
গুলির ঘটনার পর ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপের স্প্রিং গ্রোভ এলাকার একটি স্কুল জেলা সাময়িকভাবে ‘শেল্টার ইন প্লেস’ ঘোষণা করে। তবে পরে জানানো হয়, স্কুল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের জন্য বর্তমানে কোনো সক্রিয় হুমকি নেই। এ ঘটনা ঘটে ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) পূর্বে অবস্থিত ইয়র্ক কাউন্টির এক গ্রামীণ এলাকায়।
তারা বলছে, আগের দিন শুরু হওয়া একটি তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। তবে তদন্ত চলমান থাকায় বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।
পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো বিকেলে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “আমরা তিনজন মহামূল্যবান প্রাণ হারালাম, যারা এই দেশকে সেবা দিয়েছেন। এই ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজ হিসেবে আমাদের আরো ভালো করতে হবে।”
নিহত তিন কর্মকর্তার সম্মানে গভর্নর শাপিরো রাজ্যের সব সরকারি ভবন ও স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন।
ঢাকা/ইভা