বর্ষায় জলাবদ্ধতার সৃষ্টি হলে ডুবে যেত ফসলি জমি। ক্ষতি থেকে রক্ষা পেতে কৃষকরা বিভিন্ন সময়ে আন্দোলন করেছেন। এ পরিস্থিতিতে তাদের ফসল রক্ষায় পানি নিষ্কাশনের জন্য নালা নির্মাণ করে স্থানীয় প্রশাসন। তাড়াহুড়ো করে কাজটি করায় উল্টো কৃষকের ক্ষতির কারণ হয়েছে। অপরিকল্পিত নালা আর পুকুরের কারণে জলাবদ্ধতায় পাকা ধানসহ কৃষকের অন্তত দেড় হাজার বিঘা জমির ফসলের ক্ষতি হয়েছে।
কয়েকদিনের টানা বৃষ্টিতে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার দুটি ইউনিয়নের ১০টি গ্রামের ফসলি জমি পানিতে ডুবে গেছে। কিছু ফসল কৃষক রক্ষা করতে পারলেও প্রায় ৩০০ বিঘার পাকা ধান নিমজ্জিত হয়ে আছে। কষ্টের ফসল ঘরে তোলার আগে এভাবে ডুবে দুই শতাধিক কৃষকের অন্তত কোটি টাকার ক্ষতি হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
খয়েরবাড়ী ইউনিয়নের মহাদীপুর গ্রামের ক্ষতিগ্রস্ত বর্গাচাষি মো.

সাজির হোসেন, সফিকুল, মো. বাচ্চু মিয়া, বেলাল হোসেন ও আলমের ভাষ্য, এসব জমি সারাবছর জলাবদ্ধ থাকলেও বোরো মৌসুমে কোনোমতে ধানের আবাদ করেন। কিন্তু ফসল কাটার আগে পাঁচ-ছয় দিনের বৃষ্টিতে তাদের প্রায় ১৫ বিঘা জমির পাকা ধান ডুবে আছে। পানির নিচের ধান কাটতে বিঘায় খরচ ৯-১০ হাজার টাকা।
আবওহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গত ১৬ মে থেকে শুক্রবার পর্যন্ত আট দিনে জেলায় ২৮৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে ফসলের ক্ষেত ডুবে যায়। অথচ জলাবদ্ধতা নিরসনে কয়েক বছর আগে সাড়ে ৫৫ লাখ টাকা ব্যয়ে ২০৬ মিটার নালা নির্মাণ করা হয়েছিল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নালাটি আবাদি জমির চেয়ে উঁচু হওয়ায় সামান্য পানি নিষ্কাশন হয়। অপরিকল্পিত নালার কারণে এ অবস্থা হয়েছে।
জলাবদ্ধতা নিরসনে ২০২০ সালে প্রথম পর্যায়ে ৪৪ লাখ টাকায় দৌলতপুর ইউনিয়নের বারাইপাড়া এলাকায় ১৬৩ মিটার নালা নির্মাণ করা হয়। জাইকার অর্থায়নে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের কারিগরি সহযোগিতায় উপজেলা পরিষদ কাজটি করে। দ্বিতীয় পর্যায়ে ১১ লাখ ৪৫ হাজার টাকায় ৪৩ মিটার সম্প্রসারণ করা হয়। সব মিলিয়ে ২০৬ মিটার খননে ব্যয় হয় ৫৫ লাখ ৪৫ হাজার টাকা।
সরেজমিন দেখা যায়, দৌলতপুরের আড়াপাড়া, ঘোনাপাড়া, গড়পিংলাই, বারাইপাড়া, গণিপুর, পলিপাড়া এবং খয়েরবাড়ির লক্ষ্মীপুর, মহেশপুর, মহদিপুরে পাকা ধান পানিতে ডুবে আছে। পানির নিচ থেকে অনেকে ধান কেটে বাড়ি নিয়ে যাচ্ছেন। কিছু ধান পচে গেছে। চারাও গজিয়েছে।
অপরিকল্পিত পুকুরের কারণেও জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহানুর রহমান। তিনি বলেন, জলাবদ্ধতার মূল কারণ অপরিকল্পিত পুকুর খনন। এতে পানি নিষ্কাশনের সমস্যা হচ্ছে। এর আগে কৃষি বিভাগের সুপারিশে একটি নালা নির্মাণ করে প্রশাসন। তাতে পর্যাপ্ত পানি নিষ্কাশন হচ্ছে না। 
কৃষকের ভাষ্য, চলতি মৌসুমে তাদের প্রতি বিঘায় উৎপাদন খরচ হয়েছে প্রায় ১২ হাজার টাকা। সে হিসাবে ৩০০ বিঘা জমিতে খরচ হয়েছে প্রায় ৩৬ লাখ টাকা। ধান ডুবে না গেলে ২৫ মণ করে সাড়ে ৭ হাজার মণ ধান পেতেন, যার সরকার নির্ধারিত মূল্য ১ কোটি ৮ লাখ টাকা। জলাবদ্ধ ১৫শ বিঘার মধ্যে ১২শ বিঘার ধান কাটতে পারলেও ৩০০ বিঘার ফসল নিমজ্জিত হয়ে আছে। এতে তাদের ক্ষতি হবে কোটি টাকার বেশি।
ভুক্তভোগীদের ভাষ্য, প্রায় ২০ বছর ধরে এসব জমিতে তারা ঠিকমতো চাষাবাদ করতে পারেন না। কিছু জায়গায় পানি কম থাকলে আমন মৌসুমে চারা রোপণ করলেও তা নষ্ট হয়ে যায়। বোরো মৌসুমে কিছু ধান ঘরে তুলতে পারলেও বেশির ভাগ নিমজ্জিত হয়ে নষ্ট হয়। 
বারাইপাড়া গ্রামের মকছেদ আলী, রহমান ও মইদুল জানান, জমি থাকলেও সারাবছর ফসল ফলানো যায় না। কষ্ট করে আবাদ করলেও পাকা ধান ঘরে তোলার সময় বৃষ্টিতে চার দিন ধরে ডুবে আছে। কোমরপানিতে নেমেও কাটা যাচ্ছে না। 
ভুক্তভোগী কৃষকের অভিযোগ, পানি নিষ্কাশনের পথে প্রতিবন্ধকতা তৈরি করে অপরিকল্পিত পুকুর খনন করা হয়েছে। পাশাপাশি অপরিকল্পিত খালের কারণে জলাবদ্ধতায় তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিষয়টি নিয়ে বিভিন্ন সময়ে আন্দোলন করে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালে নালা নির্মাণ করলেও সেটি উঁচু হওয়ায় তেমন পানি নিষ্কাশন হয় না।
তেল-গ্যাস-খনিজসম্পদ বিদ্যুৎবন্দর জাতীয় রক্ষা কমিটির ফুলবাড়ী শাখার আহ্বায়ক এবং কয়লা খনি আন্দোলনের নেতা সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল বলেন, পরিকল্পনামতো নালা না করায় সরকারি টাকার বিনাশ হয়েছে, কাজের কাজ কিছুই হয়নি। বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে দ্রুত নালা নির্মাণ করতে হবে।
খালের সঙ্গে বড় পাইপ বসিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা যেতে পারে বলে মত উপজেলার সহকারী প্রকৌশলী (এলজিইডি) সফিকুল ইসলামের। তিনি বলেন, ইউএনওর সঙ্গে পরামর্শ করে বিকল্প ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে। ইউএনও ইসাহাক আলী বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে তারা সিদ্ধান্ত নেবে। 

উৎস: Samakal

কীওয়ার্ড: ধ নক ষ ত ন র ম ণ কর র ফসল উপজ ল ফসল র

এছাড়াও পড়ুন:

‘বর্তমান পরিস্থিতিতে ড. ইউনূসের পদত্যাগের সুযোগ নেই’

দেশের বর্তমান পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের সুযোগ নেই বলে মনে করছে খেলাফতে মজলিশ। দলটি বলছে, প্রধান উপদেষ্টা পদত্যাগ করলে দেশের পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করবে। পতিত ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠবে। 

শনিবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে খেলাফত মজলিসের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের দলটির আট দফা প্রস্তাবনায় এ কথা বলেন।

তাদের অন্যান্য প্রস্তাবনাগুলো হলো: ফ্যাসিবাদবিরোধী সব দল ও স্টেকহোল্ডারদের মধ্যে সৃষ্ট মতানৈক্য দূর করতে অবিলম্বে সর্বদলীয় জাতীয় কনভেনশন আহ্বান করা; সংস্কারের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা অর্থাৎ প্রয়োজনীয় মৌলিক সংস্কারের রূপরেখা ও তা চূড়ান্তের মেয়াদ নির্ধারণ করা; অবিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা; পতিত ফ্যাসিবাদীদের বিচার দ্রুত সম্পন্নের জন্য সংশ্লিষ্ট বিভাগকে গতিশীল করা; অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ন হয় এমন পদক্ষেপ ও কার্যক্রমের বিষয়ে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের সতর্ক থাকা; রাজনৈতিক দলসমূহের সঙ্গে নিয়মিত আলোচনা অব্যাহত রাখা; এবং নির্ধারিত সংস্কার, পতিত ফ্যাসিবাদীদের বিচার ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতায় নতুন-পুরনো সব রাজনৈতিক দল, প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে অঙ্গীকারবদ্ধ হওয়া।

সংবাদ সম্মেলনে আবদুল কাদের বলেন, সকল রাজনৈতিক দল, সামরিক বাহিনীসহ ফ্যাসিবাদবিরোধী সকল শক্তি অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করে আসছে। সরকার সংস্কার, ফ্যাসিবাদীদের বিচার ও নির্বাচনকে সামনে রেখে কাজ করে যাচ্ছিল। রাজনৈতিক দলসমূহও সরকারকে অকুণ্ঠ সমর্থন দিয়ে যাচ্ছিল। কিন্তু সম্প্রতি রাজনৈতিক দলসমূহের মধ্যে মতবিরোধ, মতভেদ প্রকাশ্য রূপ নেয়। ইতোমধ্যে সরকার ও সেনাবাহিনীর মধ্যে মতপার্থক্যের খবর প্রকাশ পায়, যা কোনোভাবেই কাম্য নয়। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করতে চাচ্ছেন বলে খবর ছড়িয়েছে। এ পরিস্থিতিতে দেশবাসী শঙ্কিত হয়ে পড়েছে। অবিলম্বে সব ধরনের শঙ্কা দূর করা জরুরি। 

আলাপ–আলোচনার মাধ্যমে দেশের চলমান রাজনৈতিক উত্তেজনা প্রশমন করা সম্ভব উল্লেখ করে তিনি বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি উত্তরণে বিভিন্ন দল ও পক্ষের মধ্যে পারস্পরিক মতপার্থক্য-বিভেদ দূর করতে সংলাপ শুরু করা প্রয়োজন। এ জন্য বিভিন্ন রাজনৈতিক দল, ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। একইসঙ্গে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শেষ করে একটি জাতীয় নির্বাচনের দিকে অগ্রসর হতে হবে। এ বছরের ডিসেম্বরের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে একটি সুষ্ঠু জাতীয় নির্বাচন সম্ভব। সংস্কার, নির্বাচন, ফ্যাসিবাদের বিচার- যুগপৎভাবে করতে হবে।

সংবাদ সম্মেলনে দলের আমীর মাওলানা আবদুল বাছিত আজাদ, কেন্দ্রীয় নেতা আহমদ আলী কাসেমী, অধ্যাপক আবদুল জলিল, জাহাঙ্গীর হোসাইন, প্রকৌশলী আবদুল হাফিজ খসরুসহ প্রমুখ কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত নিবন্ধ