আম্পায়ারের সিদ্ধান্ত ‘অগ্রহণযোগ্য’, কেন খেপলেন প্রীতি জিনতা
Published: 25th, May 2025 GMT
আবার খেপলেন প্রীতি জিনতা। কয়েক দিন আগে রাজস্থানের ব্যাটসম্যান বৈভব সূর্যবংশীর সঙ্গে ভুয়া আলিঙ্গনের ছবি প্রকাশে রেগেছিলেন এই বলিউড অভিনেত্রী ও পাঞ্জাব কিংসের মালিক। এবার প্রীতি খেপেছেন তৃতীয় আম্পায়ারের ওপর। গতকাল পাঞ্জাব বনাম দিল্লির ম্যাচে একটি সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ তিনি।
আসল ঘটনা কীঘটনাটি ঘটে পাঞ্জাব ইনিংসের ১৫তম ওভারের শেষ বলে। মোহিত শর্মার করা বলটিতে শশাঙ্ক সিং লং অনের দিকে উড়িয়ে মারেন। সেখানে ফিল্ডিং করছিলেন করুন নায়ার। বাউন্ডারির একেবারে কাছে এক পায়ে দাঁড়িয়ে বলটি ধরে সীমানার মধ্যে ফেলেন নায়ার। তবে এমনটা করার পরই সঙ্গে সঙ্গে ছক্কার ইশারা করেন। মানে তাঁর পা বাউন্ডারি দড়িতে লেগেছে। অন্তত নায়ার সেটিই বলেছেন।
প্রতি ম্যাচেই গ্যালারিতে দেখা যায় প্রীতিকে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
অন্তর্বর্তী সরকার না চাইলে ‘মব সন্ত্রাসের’ ঘটনাগুলো ঘটতে পারত না: বাম গণতান্ত্রিক জোট
গণ-অভ্যুত্থানের পর দেশে যে ‘মব’ সন্ত্রাসের শুরু হয়েছিল, সেটা এখনো চলছে এবং নগ্ন রূপ নিয়েছে বলে অভিযোগ করেছেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা। অন্তর্বর্তী সরকার না চাইলে এমন ঘটনাগুলো ঘটতে পারত না বলেও মন্তব্য করেছেন তাঁরা। জোটের নেতারা বলেছেন, মব নিয়ে অন্তর্বর্তী সরকারের ভাব এমন যে খারাপ কিছু তো করছে না।
আজ সোমবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বাম গণতান্ত্রিক জোটের নেতারা এ কথা বলেন। মব সন্ত্রাস ও মাজার-খানকায় হামলা বন্ধসহ সুষ্ঠু-গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করে যথাসময়ে নির্বাচনের দাবিতে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছিল।
সমাবেশে সভাপতির বক্তব্যে বাম জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন বলেন, ‘গণ-অভ্যুত্থানের পর যে মব শুরু হয়েছিল, সেই মব এখনো দূর হয়নি। বরং নগ্ন রূপ নিয়েছে।...তাহলে ইউনূস সাহেব (প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস) তখন কী করলেন?’
সরকার না চাইলে এ ধরনের ঘটনা ঘটতে পারে না মন্তব্য করে রুহিন হোসেন বলেন, মব নিয়ে সরকারের উপদেষ্টারা আকারে-ইঙ্গিতে যা বলেন, তাতে ভাবটা এ রকম যে খারাপ কিছু করছে না। অন্তর্বর্তী সরকার এসব ঘটনার দায় এড়াতে পারবে না।
দ্রুত নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে সিপিবির সাধারণ সম্পাদক বলেন, সংস্কারের নামে শ্রমিক–কৃষক–মেহনতি মানুষের স্বার্থ রক্ষা করছেন না, কিন্তু সংবিধানের চার মূলনীতি পরিবর্তন করতে চান। অবিলম্বে নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করেন।
‘মব’ সন্ত্রাস ও মাজার-খানকায় হামলা বন্ধসহ সুষ্ঠু-গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করে যথাসময়ে নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল করেন বাম গণতান্ত্রিক জোটের নেতা–কর্মীরা। আজ সোমবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের সামনে