সুভাষ ঘাই নির্মিত বলিউডের আলোচিত সিনেমা ‘খলনায়ক’। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন সঞ্জয় দত্ত, মাধুরী দীক্ষিত, জ্যাকি শ্রফ। ১৯৯৩ সালের ৬ আগস্ট মুক্তি পায় সিনেমাটি। তারপর কেটে গেছে প্রায় ৩২ বছর। দীর্ঘ তিন দশক পর নির্মিত হচ্ছে সিনেমাটির সিক্যুয়েল। খবর টাইমস অব ইন্ডিয়ার।

এ বিষয়ে কথা বলতে পরিচালক সুভাষ ঘাইয়ের সঙ্গে যোগাযোগ করে সংবাদমাধ্যমটি। সিক্যুয়েল নির্মাণের তথ্য নিশ্চিত করে সুভাষ ঘাই বলেন, “হ্যাঁ, চিত্রনাট্যের কাজ সম্পন্ন হয়েছে। সিনেমাটির অভিনয়শিল্পী ও টেকনিশিয়ানদের খুব দ্রুত চূড়ান্ত করা হবে।”

‘খলনায়ক’ সিনেমার পূর্বের শিল্পীরা সিক্যুয়েলে অভিনয় করবেন কি না তা নিশ্চিত করেননি সুভাষ ঘাই।

আরো পড়ুন:

সঞ্জয়ের বাড়িতে শর্ট ড্রেস পরে যাওয়ার অনুমতি নেই: আমিশা

ক্যানসারের সঙ্গে লড়াই করে জয়ী তারা

অন্য একটি প্রতিবেদনে জানানো হয়েছে, ‘খলনায়ক’ সিনেমার প্রধান চরিত্র রূপায়নকারী সঞ্জয় দত্ত, মাধুরী দীক্ষিত, জ্যাকি শ্রফের মতো তারকারা সিক্যুয়েলে অভিনয় করবেন না। তবে তাদের ক্যামিও চরিত্রে দেখা যেতে পারে। আর মূল চরিত্রগুলোর জন্য নতুন তারকাদের বেছে নেবেন নির্মাতারা।

নব্বই দশকের সুপারহিট ‘খলনায়ক’ সিনেমায় আরো অভিনয় করেন— অনুপম খের, রাখি গুলজার, রম্যা কৃষ্ণান, নীনা গুপ্তা প্রমুখ।

‘খলনায়ক’ সিনেমা মুক্তির পর সেই বছরের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র ছিল। নব্বই দশকের চতুর্থ সর্বোচ্চ আয়কারী হিন্দি চলচ্চিত্রও এটি। শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ দশটি বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন লাভ করে। সেরা নারী প্লেব্যাক শিল্পী ও সেরা নৃত্যপরিচালকের পুরস্কারও জিতে নেয় সিনেমাটি।

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র চর ত র

এছাড়াও পড়ুন:

‘ব্যবসায় বাজিমাত’ শুধু গান নয়, এটি ডিজিটাল মার্কেটিংয়ের জোরালো বার্তা

দুই বছর আগে ‘ব্যবসার পরিস্থিতি’ শিরোনামে একটি গান প্রকাশ করেন আলি হাসান। সেই গানে যে কথা ছিলো, তা ছিল সেই সময়ের বাজার পরিস্থিতির বাস্তবচিত্র। ফলে গানটি জনমনে ব্যাপক সাড়ে ফেলে। এবার ডিজিটাল মার্কেটিং পরিস্থিতি নিয়ে ‘ব্যবসায় বাজিমাত’ শিরোনামে র‍্যাপ গান নিয়ে এলো মার্কেটর।

ব্যবসায়িক অচলাবস্থা, পুরোনো হয়ে যাওয়া মার্কেটিং কৌশল-যখন এমন পরিস্থিতিতে সবকিছু থমকে দাঁড়ায়, তখন কী করবেন? এই কঠিন পরিস্থিতির সমাধান দিতে গান-গল্পে মার্কেট নির্মাণ করেছে ‘ব্যবসায় বাজিমাত’।

‘ব্যবসায় বাজিমাত’-এর পরিচালনা করেছেন মাহমুদুল হাসান, যিনি র‍্যাপস্টা দাদু নামে পরিচিত। গানটিতে কণ্ঠ দিয়েছেন তিনি। গানটির ভিজ্যুয়াল বিশ্বকে জীবন্ত করে তুলেছেন ক্রিয়েটিভ ডিরেক্টর মাহমুদুর রহমান শেখর, এর পেছনের গল্প বুনেছেন মার্কেটরের ইন-হাউস স্ক্রিপ্টরাইটার আনিক সেন। যৌথভাবে গানটির কথা লিখেছেন মাহমুদুল হাসান ও আনিক সেন।

মার্কেটরের প্রতিষ্ঠাতা ও সিইও কামরুল হাসান নাইম। একজন স্ট্র্যাটেজিক গ্রোথ হ্যাকার হিসেবে পরিচিত এবং সৃজনশীলতার মধ্য দিয়ে ব্র্যান্ডকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে তিনি একজন দক্ষ কারিগর।

কামরুল হাসান নাইম জানান, ‘ব্যবসায় বাজিমাত’ শুধু একটি মিউজিক ভিডিও নয়, এটি একটি ডিজিটাল উদ্যোক্তাদের জন্য একটি বার্তা। আপনি যদি একজন স্ট্রাগলিং বিজনেসম্যান হন, ডিজিটাল দুনিয়ায় নিজেদের প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখেন, অথবা কেবল এটুকু ভরসা খুঁজছেন যে প্রতিকূলতা পেরিয়ে সামনে এগোনো সম্ভব-তাহলে এই গানটি আপনার জন্য।

মার্কেটর একটি ফাস্ট মুভিং ডিজিটাল মার্কেটিং এজেন্সি, যা এসইও, মেটা অ্যাডস, পারফরম্যান্স মার্কেটিং, ব্র্যান্ডিং, মোশন গ্রাফিক্স থেকে শুরু করে ক্রমবর্ধমান ব্যবসার জন্য পূর্ণাঙ্গ ক্যাম্পেইন পরিচালনা করে। এরই মধ্যে ২৫০টিরও বেশি দেশি-বিদেশি ব্র্যান্ডের আস্থা অর্জন করে মার্কেটর বাংলাদেশে ব্যতিক্রমী এবং উদ্ভাবনী মার্কেটিংয়ের জন্য দ্রুত একটি পরিচিত নাম হয়ে উঠছে।

সম্পর্কিত নিবন্ধ