কারাগারে বই পড়ছেন পলক, চাইলেন আইনের বই
Published: 26th, May 2025 GMT
কারাগারে বই পড়ে সময় কাটছে সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলকের। আইনবিষয়ক বই তিনি পড়তে চেয়েছেন। তাঁর আইনজীবীদের কাছে পাঁচটি বই চেয়েছেন।
আজ সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের কাঠগড়ায় নিজের আইনজীবীদের এসব কথা জানান পলক। তিনি আজ আদালতে নেওয়ার সময় গণমাধ্যমকর্মীদের কোনো প্রশ্নের উত্তর দেননি।
কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক আব্দুল্লাহ আল মামুন জানান, সরকারঘোষিত নিষিদ্ধ বই ছাড়া যেকোনো ধরনের বই কারাবন্দীরা কারাগারে নিয়ে আসতে পারেন। তবে সরবরাহের আগে কারা কর্তৃপক্ষ সেসব বই পরীক্ষা-নিরীক্ষা করেন। সবকিছু যাচাইয়ের পর বইগুলো সংশ্লিষ্ট কারাবন্দীর কাছে পৌঁছে দেওয়া হয়।
প্রায় ৯ মাস কারাগারে রয়েছেন পলক। যখনই তিনি আদালতে এসেছেন গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেছেন। তবে আজ ছিল ব্যতিক্রম। আজ তিনি গণমাধ্যমকর্মীদের কোনো প্রশ্নের উত্তর দেননি।
আইনের বই কেন চেয়েছেন পলক
সকাল সাড়ে ১০টার পর পলককে আদালতের এজলাসে তোলা হয়। তাঁর সামনে দুজন আইনজীবী দাঁড়িয়েছিলেন। একজন তরিকুল ইসলাম, অন্যজন ফারজানা ইয়াসমিন। পলক ফারজানা ইয়াসমিনকে ডেকে বলেন, ‘আমাকে কারাগারে কয়েকটি বই পৌঁছে দেবে।’ তখন ফারজানা পলককে বলেন, ‘কী কী বই আপনাকে দিতে হবে।’
পলক ফৌজদারি কার্যবিধি (সিআরপিসি), দেওয়ানি কার্যবিধি (সিপিসি), দণ্ডবিধি, ডিজিটাল নিরাপত্তা আইনে উন্নয়নের দর্শন এবং জাতীয় সংসদে জুনাইদ আহ্মেদ পলক—এই পাঁচ বই চান।
পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন প্রথম আলোকে বলেন, ‘জুনাইদ আহ্মেদ পলক এখন আইনের বই পড়ছেন। তিনি পেশায় আইনজীবী। সংসদ সদস্য হওয়ার আগে তিনি উচ্চ আদালত এবং জজ কোর্টে প্র্যাকটিস করতেন। সংসদ সদস্য হওয়ার পর থেকেই তাঁর আইনচর্চা কমে যায়। কারাগারে যাওয়ার পর তিনি আবার আইনের বই পড়া শুরু করেছেন।’
২৬ ভিআইপি কারাবন্দী একই কারাগারে
ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর গত বছরের ১৪ আগস্ট গ্রেপ্তার হন পলক। এরপর থেকে তিনি কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে বন্দী রয়েছেন। কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের জেল সুপারের সঙ্গে কথা বলে জানা গেছে, কেবল হাই সিকিউরিটি কারাগারে পলকের মতো ২৬ জন ভিআইপি কারাবন্দী রয়েছেন। তাঁরা প্রত্যেকেই প্রথম শ্রেণির কারাবন্দীর মর্যাদা ভোগ করছেন। তাঁদের মধ্যে অন্যতম আনিসুল হক, সালমান এফ রহমান, শাজাহান খান, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, আমির হোসেন আমু, হাজী সেলিম।
কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক (সিনিয়র জেল সুপার) আব্দুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, ‘আমার কারাগারে জুনাইদ আহ্মেদ পলকসহ ২৬ জন ভিআইপি কারাবন্দী রয়েছেন। জেল কোড অনুযায়ী, একজন প্রথম শ্রেণির কারাবন্দী একটি বিশেষ কক্ষে থাকার সুযোগ পান। সেখানে একটি খাট আছে, একটি টেবিল ও চেয়ার আছে। আরও আছে টিভি এবং একটি জাতীয় পত্রিকা।’
কারা তত্ত্বাবধায়ক আব্দুল্লাহ আল মামুন আরও বলেন, ‘একজন প্রথম শ্রেণির কারাবন্দীর খাবারের মেনুতে থাকে মাছ কিংবা মাংস। আবার কেউ চাইলে কারাগারের ক্যানটিন থেকেও খাবার কিনে খেতে পারেন। খাবারের সুবিধার পাশাপাশি আমাদের কারাগারে একটি লাইব্রেরিও আছে। আমাদের লাইব্রেরিতে দুই হাজারের বেশি বই আছে।’
কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের তত্ত্বাবধায়ক জানান, কারাবিধি অনুযায়ী, সূর্যোদয়ের পর কারাবন্দীদের সেলগুলো খুলে দেওয়া হয়। তখন বন্দীরা যে যাঁর কাজে যুক্ত হন। ভিআইপি বন্দীদের সেলও সূর্যোদয়ের পর খোলা হয়। তখন ভিআইপি বন্দীরাও নিজেদের মধ্যে কথাবার্তা বলার সুযোগ পান।
আনিসুল বললেন, ‘মুরাদ কেমন আছেন?’
প্রায় ৯ মাস আগে গ্রেপ্তার হওয়া আনিসুল হক ও সালমান এফ রহমানকে দুই হাত পেছনে নিয়ে হাতকড়া পরিয়ে আদালতে তোলা হয়। যখন তাঁদের আদালতে তোলা হয়, তখন দুজনই মাথা নিচু করে ছিলেন। একাধিক গণমাধ্যমকর্মী আনিসুল হকের কাছে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি কোনো কথা বলেননি।
আনিসুল ও সালমান কাঠগড়ায় তাঁদের নিজ নিজ আইনজীবীদের সঙ্গে কথা বলেন। তাঁদের বিরুদ্ধে কতগুলো ও কী কী মামলা হয়েছে, সেসব তথ্য তাঁরা জানতে চেয়েছিলেন। সালমান এফ রহমান তাঁর চশমাটি পরিবর্তন করে দেওয়ার কথা বলেন।
শুনানির একপর্যায়ে আনিসুল হক কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদকে দেখে কাছে ডাকেন। তিনি কেমন আছেন, জানতে চান। মুরাদ জানান, তিনি ভালো আছেন।
পলকও মুরাদের সঙ্গে একান্তে কিছুক্ষণ কথা বলেন। প্রায় ৩০ মিনিট শুনানি শেষ হওয়ার পর তাঁদের কাঠগড়া থেকে আবার হাজতখানায় নিয়ে যাওয়া হয়।
আজ সালমান এফ রহমানসহ চারজনকে আরও নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ছাড়া নিউমার্কেট থানায় করা ব্যবসায়ী আবদুল ওয়াদুদ হত্যা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদকে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত।
আরও পড়ুননতুন মামলায় গ্রেপ্তার আনিসুল-সালমান-পলক, ৫ দিনের রিমান্ডে শাহে আলম২ ঘণ্টা আগে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: গণম ধ যমকর ম ক র বন দ র র ক র বন দ ন প রথম ম দ পলক ছ ন পলক আইনজ ব ন র বই র আইন ভ আইপ
এছাড়াও পড়ুন:
এনবিআর বিলুপ্ত করে দুটি বিভাগ করার অধ্যাদেশের বৈধতা নিয়ে রিটের শুনানি মুলতবি
এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি পৃথক বিভাগ প্রতিষ্ঠার জন্য জারি করা অধ্যাদেশটির বৈধতা নিয়ে রিটের শুনানি এক সপ্তাহের জন্য মুলতবি করেছেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষের সময়ের আরজির পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মো. হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই সময় পর্যন্ত শুনানি মুলতবি করেন।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) বিলুপ্ত করে ‘রাজস্ব নীতি বিভাগ’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ নামের নতুন দুটি বিভাগ প্রতিষ্ঠায় গত ১২ মে অধ্যাদেশ জারি করা হয়। অধ্যাদেশের বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী জুয়েল আজাদ ১৭ মে রিটটি করেন। আজ রিটটি শুনানির জন্য আদালতের কার্যতালিকায় ৭৯ নম্বর ক্রমিকে ওঠে।
আদালতে রিটের পক্ষে আইনজীবী জুয়েল আজাদ শুনানিতে ছিলেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ওসমান চৌধুরী ও আখতার হোসেন মো. আব্দুল ওয়াহাব।
পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ওসমান চৌধুরী প্রথম আলোকে বলেন, এক সপ্তাহ সময় চাওয়া হলে আদালত তা মঞ্জুর করেছেন। আগামী সপ্তাহে রিটটি শুনানির জন্য আসবে।
‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ’ শিরোনামের ওই অধ্যাদেশে বলা হয়েছে, রাজস্ব নীতি বিভাগ কর আইন প্রয়োগ ও কর আদায় পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। রাজস্ব সংগ্রহের মূল কাজ করবে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ।
আরও পড়ুনএনবিআর বিলুপ্ত করে দুটি বিভাগ প্রতিষ্ঠার অধ্যাদেশের বৈধতা নিয়ে রিট১৭ মে ২০২৫রিটের প্রার্থনায় দেখা যায়, সংবিধানের ২৬, ৩১ ও ২৯(১) অনুচ্ছেদের আলোকে ওই অধ্যাদেশটি কেন সাংঘর্ষিক এবং আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, এ বিষয়ে রুল চাওয়া হয়েছে। রুল হলে তা বিচারাধীন অবস্থায় রাজস্ব ব্যবস্থাপনার পদ্ধতি সংস্কার বিষয়ে অংশীজনদের (দলগত) প্রস্তাব প্রকাশ করতে বিবাদীদের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে। রুল বিচারাধীন অবস্থায় ওই অধ্যাদেশের কার্যক্রমও স্থগিত চাওয়া হয়েছে রিটে। আইনসচিব ও অর্থসচিবকে রিটে বিবাদী করা হয়েছে।