খুলনায় সন্ত্রাসীদের গুলি ও ছুরিকাঘাতে ২ যুবক নিহত
Published: 26th, May 2025 GMT
খুলনার রূপসা উপজেলায় ও নগরীর সোনাডাঙ্গা এলাকায় পৃথক সন্ত্রাসী হামলায় দুই যুবক নিহত হয়েছেন। রবিবার গভীর রাতে এ দুটি ঘটনা ঘটে। নিহতরা হলেন রনি হাওলাদার ওরফে কালা রনি (রূপসা) এবং গোলাম (সোনাডাঙ্গা)।
রূপসা থানার ওসি মো. মাহফুজুর রহমান জানান, সোমবার রাত সাড়ে ১২টার দিকে মোছাব্বরপুর গ্রামে সন্ত্রাসীদের গুলিতে রনি হাওলাদার নিহত হন। তিনি ওই গ্রামের আনোয়ার হাওলাদারের ছেলে এবং পূর্বে চরমপন্থি দলের সদস্য ছিলেন। তার বিরুদ্ধে ১০ থেকে ১২টি মামলা রয়েছে বলে জানা গেছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। হত্যার কারণ উদঘাটন ও অপরাধীদের গ্রেপ্তাতারের চেষ্টা চলছে, তবে এখনো মামলা হয়নি।
অন্যদিকে, একই সময়ে নগরীর সোনাডাঙ্গা থানার ডেল্টা ভবনের পেছনের গলিতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন গোলাম (২৬)। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সোনাডাঙ্গা থানার ওসি (তদন্ত) মো.
উৎস: Samakal
কীওয়ার্ড: ন হত
এছাড়াও পড়ুন:
ডিএসইর পিই রেশিও বেড়েছে ১.৯৪ শতাংশ
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৭ থেকে ৩১ জুলাই) পর্যন্ত সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে। আলোচ্য এ সময়ে ডিএসইর পিই রেশিও বেড়েছে ১.৯৪ শতাংশ।
শনিবার (২ আগস্ট) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১০.৩১ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ১০.৫১ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও বেড়েছে ০.২০ পয়েন্ট বা ১.৯৪ শতাংশ।
এর আগের সপ্তাহের (২৪ থেকে ২৮ জুলাই) শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ৯.৭১ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ১০.৩১ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও বেড়েছে ০.৬০ পয়েন্ট বা ৬.১৮ শতাংশ।
খাতভিত্তিক পিই রেশিওগুলোর মধ্যে- জ্বালানি ও বিদ্যুৎ খাতে ৬.১০ পয়েন্টে, ব্যাংক খাতে ৭.১৯ পয়েন্টে, সেবা ও আবাসন খাতে ৯.৮৯ পয়েন্ট, টেক্সটাইল খাতে ১০.৭০ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতে ১১.০৮ পয়েন্টে, প্রকৌশল খাতে ১১.৩৫ পয়েন্টে, আর্থিক খাতে ১২.৬০ পয়েন্টে, সাধারণ বিমা খাতে ১২.৭৭ পয়েন্টে, সিমেন্ট খাতে ১৪.১০ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতে ১৪.৯৪ পয়েন্টে, আইটি খাতে ১৬.৩১ পয়েন্টে, বিবিধ খাতে ১৬.৬৫ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতে ১৭.৯৬ পয়েন্ট, মিউচুয়াল ফান্ড খাতে ১৮.৪৩ পয়েন্টে, পেপার ও প্রিন্টিং খাতে ২১.৮১ পয়েন্টে, খাদ্য ও আনুসঙ্গিক খাতে ২১.৯৩ পয়েন্টে, পাট খাতে ২৬.১৯ পয়েন্টে, ট্যানারি খাতে ২৬.৭৭ পয়েন্টে, এবং সিরামিক খাতে ৫৭.৪৭ পয়েন্টে অবস্থান করছে।
ঢাকা/এনটি/ইভা