ঢাকার আদালতের হাজতখানার বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছেন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। তাঁর মাথার পেছনের অংশে কিছুটা কেটে গেছে বলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। আজ সোমবার বেলা ১১টার দিকে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার বাথরুমে কামরুল ইসলাম পড়ে যান বলে পুলিশ জানিয়েছে।

ঘটনা সম্পর্কে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপকমিশনার (ডিসি) তারেক জুবায়ের প্রথম আলোকে বলেন, অসাবধানতাবশত কামরুল ইসলাম বাথরুমে পড়ে গিয়ে মাথার পেছনে সামান্য আঘাত পেয়েছেন। আদালতের অনুমতি নিয়ে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ঘটনার পর কামরুল ইসলামের মাথার পেছনের অংশে ব্যান্ডেজ করা হয়েছে বলে হাজতখানার কর্মকর্তারা জানিয়েছেন। তাঁরা বলেন, একটি অ্যাম্বুলেন্স ডেকে তাতে কামরুল ইসলামকে দ্রুত আবার কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।

পরে কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের চিকিৎসকেরা তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন বলে সেখানকার জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক (সিনিয়র জেল সুপার) সুরাইয়া আক্তার জানিয়েছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘বয়সের কারণে কামরুল ইসলামের শারীরিক জটিলতা আছে। ডায়াবেটিসও রয়েছে। তিনি ঢাকার আদালতের হাজতখানার বাথরুমে পড়ে গিয়ে মাথার পেছনে সামান্য আঘাত পেয়েছেন। কিন্তু তাঁর মাথা ফাটেনি। কারাগারের চিকিৎসকেরা তাঁর শরীর পরীক্ষা-নিরীক্ষা করেছেন। তিনি এখন সুস্থ আছেন।’

কামরুল ইসলামের পড়ে যাওয়া নিয়ে যা বলল পুলিশ

সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের বিরুদ্ধে করা দুর্নীতির একটি মামলার শুনানির জন্য দিন ছিল আজ। এ জন্য তাঁকে প্রিজন ভ্যানে করে সকাল নয়টার দিকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় আনা হয়।

এ সময় হাজতখানায় দায়িত্ব পালনকারী পুলিশ কর্মকর্তারা বলেছেন, কামরুল ইসলামকে যখন আনা হয়, সে সময় হাজতখানার ওই কক্ষে বেশ কয়েকজন সাধারণ কয়েদি ছিলেন। বসার জন্য তাঁকে একটি কাঠের চেয়ার দেওয়া হয়। তিনি সেখানে বসেন। পরে অন্য কয়েদিদের একে একে হাজতখানার ওই কক্ষ থেকে আদালতের এজলাসে নিয়ে যাওয়া হয়। সব কয়েদিকে নিয়ে যাওয়ার পর ওই কক্ষেই একা ছিলেন কামরুল ইসলাম। তিনি চেয়ারে বসা ছিলেন।

সকাল সাড়ে ১০টার পর কামরুল ইসলাম চেয়ারে বসে ঘুমাতে থাকেন। ১০ থেকে ২০ মিনিট তিনি চেয়ারে বসে ঘুমান। এরপর বেলা ১১টার দিকে তিনি ওই কক্ষের এক পাশে থাকা বাথরুমে যান। তখন সেখানে আর কেউ ছিলেন না। হঠাৎ করেই তিনি সেখানে পড়ে যান। একটা চিৎকার দেন। সঙ্গে সঙ্গে হাজতখানার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তারা নিচে পড়ে থাকা কামরুল ইসলামকে টেনে তোলেন। তিনি নিজেই মাথার পেছনে হাত দেন। মাথার পেছন থেকে রক্ত ঝরছিল। তাঁর পরনের শার্টে রক্ত লাগে।

ঢাকার মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামাল প্রথম আলোকে বলেন, ‘আমরা যখনই জানতে পেরেছি কামরুল ইসলাম বাথরুমে পড়ে গেছেন, সঙ্গে সঙ্গে আমরা গিয়ে তাঁকে টেনে তুলেছি। তাঁর মাথা ফাটেনি। মাথার পেছনের কিছু অংশ কেটে গিয়েছিল। সেখান থেকেই ফোঁটা ফোঁটা রক্ত ঝরে।’

কামরুল ইসলামকে বাথরুম থেকে টেনে তোলা একজন পুলিশ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘পড়ে থাকা অবস্থায় কামরুল ইসলাম আমাকে বলেন, দেখো তো আমার কোথায় কেটে গেছে? আমি তখন বলি, স্যার, মাথার পেছনে কেটে গেছে। তখন কামরুল ইসলাম বলেন, ক্যামনে যে আমি পড়ে গেলাম!’

হাজতখানার দায়িত্বশীল পাঁচজন কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে কথা বলে জানা যায়, কামরুল ইসলামের মাথা কেটে যাওয়ার পর সঙ্গে সঙ্গে বিষয়টি ঢাকার মহানগর দায়রা জজকে জানানো হয়। উপকমিশনার (ডিসি) তারেক জুবায়ের ঘটনাস্থলে আসেন। কামরুল ইসলাম তাঁর চিকিৎসক ছেলেকে ডেকে আনতে বলেন। পুলিশের কাছ থেকে খবর পেয়ে তাঁর ছেলেও আদালতে চলে আসেন। এরপর কামরুল ইসলামের মাথার পেছনের যে অংশে কেটে গেছে, সেখানে ব্যান্ডেজ লাগানো হয়।

ডিএমপির প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপকমিশনার মাঈন উদ্দিন চৌধুরী প্রথম আলোকে জানিয়েছেন, চিকিৎসকেরা কামরুল ইসলামের রক্তচাপ ও ডায়াবেটিসের অবস্থা পরীক্ষা করে দেখেছেন। তাঁর রক্তচাপ সামান্য বেশি ছিল। আর রক্তে সুগারের পরিমাণ ১০–এর নিচে ছিল।

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ৮ নভেম্বর কামরুল ইসলাম গ্রেপ্তার হন। এর পর থেকে তাঁকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে। সম্প্রতি বেশ কয়েকবার কামরুল ইসলামকে কারাগার থেকে ঢাকার আদালতে হাজির করা হয়। তিনি লাঠি ভর দিয়ে হাঁটেন। তাঁর আইনজীবীরা ঢাকার আদালতকে একাধিকবার জানিয়েছেন, কামরুল ইসলাম শারীরিকভাবে অসুস্থ।

কামরুল ইসলামের আইনজীবী আসমা ইসলাম আজ প্রথম আলোকে বলেন, কামরুল ইসলামের পাকস্থলীতে ক্যানসার ধরা পড়েছে। গত বছরের নভেম্বর থেকে গ্রেপ্তার হওয়ার পর তিনি আরও অসুস্থ হয়ে পড়েছেন। আজ হঠাৎ করেই তিনি আদালতের বাথরুমে পড়ে গেলেন। মাথা থেকে ঝরে পড়া রক্তে তাঁর শার্টও ভিজে গিয়েছিল।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প ল শ কর মকর ত কর মকর ত র প রথম আল ক চ ক ৎসক

এছাড়াও পড়ুন:

বাগেরহাটে ৪ আসন বহালের দাবিতে হাইকোর্টে রিট 

বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখতে কেন নির্দেশ দেওয়া হবে না এবং একটি আসন কমিয়ে তিনটি আসন করার নির্বাচন কমিশনের গেজেট কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের আগামী ১০ দিনের মধ্যে এ বিষয়ে জবাব দিতে বলা হয়েছে।

আরো পড়ুন:

মানিকগঞ্জে কৃষিজমির মাটি কাটার বিষয়ে তদন্তের নির্দেশ হাইকোর্টের

ডাকসু নির্বাচন স্থগিত চেয়ে করা ছাত্রলীগ নেতার রিট বাতিল 

বাগেরহাট প্রেস ক্লাব ও অন্যান্যদের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার শেখ মুহাম্মদ জাকির হোসেন রিট পিটিশন দাখিল করেন। এছাড়া চিতলমারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাগেরহাট ১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুজিবর রহমান শামীমের পক্ষে আইনজীবী মোহাম্মদ আক্তার রসুল একই বিষয়ে পৃথক রিট পিটিশন করেন।

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও বাগেরহাট জেলা বিএনপির নেতা ব্যারিস্টার শেখ মুহাম্মদ জাকির হোসেন বলেন, “আমরা রিট পিটিশন করেছি। আদালত আমাদের কথা শুনেছেন এবং ১০ দিনের রুল জারি করেছেন। আশা করি, আদালতে ন্যায়বিচার পাব এবং বাগেরহাটের চারটি আসন বহাল থাকবে।”

গত ৩০ জুলাই নির্বাচন কমিশন বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি আসন কমিয়ে তিনটি করার প্রস্তাব দেয়। এরপর থেকে বাগেরহাটের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন আন্দোলন শুরু করে। চারটি আসন বহালের দাবিতে নির্বাচন কমিশনের শুনানিতেও অংশ নেয় তারা।

তবে ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন শুধু সীমানা পরিবর্তন করে তিনটি আসন রেখে চূড়ান্ত গেজেট প্রকাশ করে।

চূড়ান্ত গেজেট অনুযায়ী বাগেরহাট-১ (সদর-চিতলমারী-মোল্লাহাট), বাগেরহাট-২ (ফকিরহাট-রামপাল-মোংলা) ও বাগেরহাট-৩ (কচুয়া-মোরেলগঞ্জ-শরণখোলা) নির্ধারণ করা হয়। অথচ দীর্ঘদিন ধরে বাগেরহাট-১ (চিতলমারী-মোল্লাহাট-ফকিরহাট), বাগেরহাট-২ (সদর-কচুয়া), বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) এবং বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছে।

ঢাকা/শহিদুল/বকুল

সম্পর্কিত নিবন্ধ

  • ক্ষতিপূরণের বিরুদ্ধে আপিল করতে ২৫ শতাংশ অর্থ জমা দেওয়ার বিধান প্রশ্নে রুল
  • আইনজীবী সোমার মৃত্যুতে আইনজীবী সমিতির শোক সভা ও দোয়া
  • এনায়েত করিম ও গোলাম মোস্তফা পাঁচ দিন রিমান্ডে
  • যে ১০ কারণে স্বামী–স্ত্রীর মধ্যে বেশি ঝগড়া হয়
  • ভাঙ্গা থেকে দুটি ইউনিয়ন বাদ দেওয়া প্রশ্নে রুল
  • বাগেরহাটে চারটি সংসদীয় আসন রাখতে নির্দেশ কেন নয়: হাইকোর্ট
  • বাগেরহাটে ৪ আসন বহালের দাবিতে হাইকোর্টে রিট 
  • পান্থকুঞ্জ পার্ক ও হাতিরঝিল অংশে নির্মাণকাজে স্থিতাবস্থা আপাতত বহাল, চলবে না কার্যক্রম
  • চারটি আসন বহালের দাবিতে বাগেরহাটে নির্বাচন কার্যালয় ঘেরাও, উচ্চ আদালতে দুটি রিট
  • বরিশালে তরুণীকে ধর্ষণের পর হত্যা: ২ জনের মৃত্যুদণ্ড