চার নায়িকার কেউই রাজি হননি, বাঁধন কেন ‘খুফিয়া’ করেছিলেন
Published: 26th, May 2025 GMT
বাংলাদেশি অভিনয়শিল্পী জয়া আহসান, মিম, মেহজাবীন ও সালহা খানম নাদিয়াদের কাছেও প্রস্তাব এসেছিল বলিউডের ‘খুফিয়া’ ছবিতে অভিনয়ের। কিন্তু তাঁরা কেউই বিশাল ভরদ্বাজের ছবিটিতে অভিনয় করেননি। সর্বশেষে প্রস্তাব এসেছিল আজমেরী হক বাঁধনের কাছে। তিনি গল্প পড়ে রাজি হন। ভারতীয় পরিচালক বিশাল ভরদ্বাজ খুশি হওয়ার পাশাপাশি কিছুটা অবাকও হন। কারণ, যেখানে দেশের এত অভিনয়শিল্পী না করেছেন, সেখানে বাঁধনের বিষয়টি তাঁকে বেশ অবাকই করে। ছবিটি মুক্তির পর অভিনয় দিয়ে বাঁধন কুড়িয়েছেন প্রশংসা।
২০২৩ সালে মুক্তি পায় ‘খুফিয়া’। ছবিটি মুক্তির পর বাঁধন প্রথম আলোকে বলেছিলেন, ‘মুক্তির পর যা প্রতিক্রিয়া পেয়েছি, খুবই ভালো। সবাই আমার আর টাবুর রসায়ন পছন্দ করেছে। বলছে, পর্দায় আমাদের দেখতে খুব ভালো লেগেছে; আমাদের দৃশ্য যখন এসেছে, তখন চোখ সরাতে পারেনি।’
২০২৩ সালে মুক্তি পাওয়া ‘খুফিয়া’ ছবিতে অভিনয়ের প্রসঙ্গে আজ সোমবার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন আজমেরী হক বাঁধন। তাতে পরিচালক বিশাল ভরদ্বাজের সঙ্গে কী কথোপকথন হয়েছিল তা তুলে ধরেছেন। ‘খুফিয়া’ ছবিতে বলিউডের অভিনেত্রী টাবুর সঙ্গে ঢালিউডের বাঁধনের চুম্বন দৃশ্য ছিল। সেই চুম্বনদৃশ্য সাড়া ফেলেছিল দর্শকমহলে। হঠাৎ যেন এত দিন পর আবার স্মৃতিতে ডুব দিলেন বাঁধন।
আরও পড়ুনযখন মনে হয় কথা বলা দরকার, কথা বলি: বাঁধন২৯ অক্টোবর ২০২৪আজমেরী হক বাঁধন।.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
জুবাইদার সাজা বাতিল, সব মামলায় খালাস তারেক রহমান
সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা দুর্নীতির মামলার সাজা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানকে খালাস দিয়েছেন হাইকোর্ট।
সাজার বিরুদ্ধে জুবাইদা রহমানের দায়ের করা আপিলের শুনানি শেষে বুধবার (২৮ মে) বিচারপতি মো. খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন।
এ রায়ের মাধ্যমে তারেক রহমান সব মামলায় খালাস পেলেন বলে জানিয়েছেন তার আইনজীবীরা।
আরো পড়ুন:
খুলনায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন
আনিস-সালমান রিমান্ডে, নতুন মামলায় গ্রেপ্তার ৯
গত ২৬ মে জুবাইদা রহমানের সাজার বিরুদ্ধে আপিল শুনানি শেষ হয়। শুনানি শেষে আদালত রায়ের জন্য ২৮ মে দিন ধার্য করেন।
আদালতে জুবাইদা রহমানের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান, ব্যারিস্টার কায়সার কামাল ও অ্যাডভোকেট জাকির হোসেন ভূঞা।
গত ১৪ মে জুবাইদা রহমানকে জামিন দিয়ে সাজার বিরুদ্ধে আপিল শুনানির জন্য আবেদন গ্রহণ করেন আদালত। ১৩ মে তাকে ৫৮৭ দিনের বিলম্ব মার্জনা করেন হাইকোর্ট।
ঘোষিত আয়ের বাইরে ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিক হওয়া এবং সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় এ মামলা করে দুদক।
মামলায় তারেক রহমান, জুবাইদা রহমান ও তার মা অর্থাৎ তারেক রহমানের শাশুড়ি ইকবাল মান্দ বানুকে আসামি করা হয়।
২০০৮ সালে তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।
২০২৩ সালের গত ১৩ এপ্রিল তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।
২০২৩ সালের ২ আগস্ট তারেক রহমানকে ৯ বছর ও জুবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত।
ঢাকা/এম/রাসেল