অনলাইন রেফ্রিজারেটর মেলার সময় বাড়ল
Published: 27th, May 2025 GMT
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের শীর্ষস্থানীয় সব ব্র্যান্ডের রেফ্রিজারেটর একসঙ্গে দেখে পছন্দ করার সুযোগ দিতে ২১ মে শুরু হয় ‘অনলাইন রেফ্রিজারেটর মেলা ২০২৫’। আয়োজনটি নিয়ে ক্রেতাদের ব্যাপক সাড়া এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর চাহিদার কারণে মেলার সময় আরও চার দিন বাড়ানো হয়েছে। মেলা চলবে আগামী শনিবার (৩১ মে) পর্যন্ত।
‘মানসম্পন্ন রেফ্রিজারেটর, সতেজ খাবার; ঝামেলাহীন প্রতিদিন, সুস্থ থাকুক পরিবার’ স্লোগানে গত বুধবার শুরু হয়েছিল সপ্তাহব্যাপী অনলাইন রেফ্রিজারেটর মেলা। চতুর্থবারের মতো এই মেলার আয়োজন করেছে প্রথম আলো ডটকম। এবারের মেলায় ব্যাংকিং পার্টনার ইস্টার্ন ব্যাংক পিএলসি এবং পাওয়ার্ড বাই এমইপি গ্রুপ।
এবারের আয়োজনে পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে রেফ্রিজারেটর প্রস্তুতকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশ, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি, ইলেক্ট্রোমার্ট লিমিটেড (কনকা), সিঙ্গার-বেকো, র্যাংগস ইলেকট্রনিকস লিমিটেড (সনি-র্যাংগস), ট্রান্সকম ডিজিটাল, স্মার্ট ইলেকট্রনিকস লিমিটেড (সনি-স্মার্ট) এবং মিনিস্টার হাইটেক পার্ক ইলেকট্রনিকস লিমিটেড।
ক্রেতাদের ব্যাপক সাড়া এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর চাহিদার কারণে মেলার সময় আরও চার দিন বাড়ানো হয়েছে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
শুরু হচ্ছে দেশের প্রথম ইএসজি বুটক্যাম্প
চলতি বছরের জুনে দেশে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে এনভায়রনমেন্টাল, সোশ্যাল অ্যান্ড গভর্ন্যান্স (ইএসজি) বুটক্যাম্প ২০২৫। সাস্টেনেবিলিটি প্রফেশনালস, ইন্ডাস্ট্রি লিডারস ও নামিদামি ব্র্যান্ডদের এতে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন এবং স্পন্সরশিপের সুবর্ণ সুযোগ চালু হয়েছে।
ইএসজি ইনস্টিটিউট বাংলাদেশের উদ্যোগে ব্র্যাক সিডিএম, রাজেন্দ্রপুরে আগামী ২০ থেকে ২২ জুন চলবে এ বুটক্যাম্প। তিন দিনব্যাপী এ আয়োজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য ইএসজি ও সাস্টেইনেবিলিটি বিষয়ে জ্ঞান অর্জন, নেটওয়ার্কিং এবং ভবিষ্যৎ নেতৃত্ব গঠনের এক অনন্য সুযোগ হয়ে উঠবে।
এছাড়াও এখানে দেশের বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে পেশাজীবীরা দেশ ও বিদেশের এক্সপার্টদের সঙ্গে কাজ করার সুযোগ পাবেন। বিভিন্ন কেস-স্টাডি, টুলকিট, পারফর্ম্যান্স মেট্রিক্স এবং স্ট্র্যাটেজি শেখানোর মাধ্যমে ব্যবসায়িক উন্নয়নে সহায়তা করাই প্রোগ্রামটির মূল লক্ষ্য।
দেশের পাঁচটি প্রধান খাত; রেডি মেড গার্মেন্টস (আরএমজি), এফএমসিজি ও টেলিকমিউনিকেশন, ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠান, নৌ-শিল্প এবং ওষুধ শিল্পের ২০০-এর অধিক পেশাজীবী প্রোগ্রামে অংশ নেবেন।
সেখানে অংশগ্রহণকারীরা ইএসজি স্ট্র্যাটেজি, প্রয়োজনীয় টুলস এবং কেপিআই সংক্রান্ত বাস্তবভিত্তিক জ্ঞান ও দক্ষতা অর্জন করবেন, যা তাদের নিজ নিজ প্রতিষ্ঠানে টেকসই ও ইতিবাচক পরিবর্তন আনতে সহায়তা করবে।
বাংলাদেশি ইএসজি এক্সপার্ট, সরকারি উপদেষ্টা ও কর্পোরেট লিডারদের পাশাপাশি আন্তর্জাতিক ইএসজি এক্সপার্টরা বুটক্যাম্পে অংশ নেবেন। সেখানে বিভিন্ন সেক্টরের জন্য স্পেশালাইজড ওয়ার্কশপ, ইন্টার্যাকটিভ ল্যাব এবং কেস-স্টাডি আলোচনা হবে। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা আইএসও, জিআরআই, আইএফআরএস, ইএসজি নীতিমালা এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিভিন্ন ফ্রেমওয়ার্ক সম্পর্কেও জানতে পারবেন।
প্রোগ্রামে সরকারের নীতিনির্ধারক, বিনিয়োগকারী, বিভিন্ন দেশের দূতাবাস, উন্নয়ন সংস্থা এবং আন্তর্জাতিক এনজিওগুলোর প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। অংশগ্রহণকারীরা ইএসজি বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে গভীর জ্ঞান অর্জনের পাশাপাশি বৈশ্বিক টেকসই উন্নয়ন কাঠামোর মধ্যে ইএসজির গুরুত্ব ও প্রাসঙ্গিকতা সম্পর্কে পূর্ণাঙ্গ ও বাস্তবভিত্তিক ধারণা লাভ করবেন।
ইএসজি ইনস্টিটিউট বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক সাদমান সাকিব অনিক, সিএসআরএম বলেন, ‘ইএসজি বুটক্যাম্প ২০২৫ শুধুমাত্র একটি প্রশিক্ষণ কর্মসূচি নয়, এটি একটি ইতিবাচক পরিবর্তনের পূর্বাভাস। আমাদের লক্ষ্য হলো— কারিগরি সহায়তা, উন্নত ধারণা এবং নেতৃত্ব বিকাশের মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে টেকসই অর্থনীতিতে টিকে থাকা ও সামনে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করা। আমরা বিশ্বাস করি, কার্যকর পদক্ষেপ নেওয়ার এখনই সময়— তাহলেই টেকসই পরিবর্তনের সুবাতাস বইবে। সংবাদ বিজ্ঞপ্তি