বিএনপির তিন সংগঠনের আয়োজনে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে জড়ো হয়েছেন দলীয় নেতা-কর্মীরা।

আজ বুধবার দুপুর ২টার দিকে এই সমাবেশ শুরু হওয়ার কথা। জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল এই সমাবেশের আয়োজক।

আয়োজকদের প্রত্যাশা, এই সমাবেশে ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ থেকে ১৫ লাখ তরুণের জমায়েত হবে।

সমাবেশ উপলক্ষে রাজধানীর নয়াপল্টনসহ আশপাশের এলাকায় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা মিছিল নিয়ে জড়ো হচ্ছেন।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের বিপরীতে সমাবেশ মঞ্চ তৈরি করা হয়েছে। মঞ্চের সামনের সড়কে কোনো যানবাহন চলছে না। আশপাশের বিভিন্ন সড়কে দেখা দিয়েছে যানজট।

সরেজমিনে দেখা যায়, সমাবেশে যোগ দিতে বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নয়াপল্টনের দিকে আসছেন নেতা-কর্মীরা। তাঁরা সবুজ, হলুদ ও লাল রঙের ক্যাপ ও টিশার্ট পরে সমাবেশে যোগ দিচ্ছেন। তাঁরা নানা দলীয় স্লোগান দিচ্ছেন।

সমাবেশে যোগ দিতে গতকাল মঙ্গলবার রাতে ঢাকায় এসেছেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ৩ নম্বর অচিন্তপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো.

অলিউল্লাহ। নয়াপল্টনে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা প্রায় ৫ শতাধিক নেতা-কর্মী গতকাল রাতে ট্রেনে ঢাকায় এসেছি। সমাবেশ থেকে আমাদের দলের বার্তা আমরা তৃণমূলে পৌঁছে দেব।’

তরুণদের কাছে টানতে মে মাসজুড়ে কর্মসূচি ঘোষণা করে বিএনপির এই তিন সংগঠন। কর্মসূচির মধ্যে রয়েছে চারটি বড় বিভাগ ও শহরে দুই দিন করে মোট আট দিন সেমিনার ও সমাবেশ। ইতিমধ্যে চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় সেমিনার ও সমাবেশ হয়েছে। সর্বশেষ আয়োজন বসছে রাজধানী ঢাকায়।

আয়োজকদের ভাষ্য, তরুণদের নিয়ে ধারাবাহিক সেমিনার ও সমাবেশ কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি একটি বৃহৎ নীতিগত প্রয়াস। এর মাধ্যমে ভবিষ্যতের রাষ্ট্রচিন্তায় তরুণদের সম্পৃক্ত করা হচ্ছে।

আজকের সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আয়োজকেরা বলছেন, তিনি দেশের তরুণ প্রজন্মের সামনে দলের রাষ্ট্রচিন্তা, রাজনৈতিক রূপরেখা ও ভবিষ্যৎ কৌশল তুলে ধরবেন।

এ ছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদসহ দলটির শীর্ষ নেতারা সমাবেশে উপস্থিত থাকবেন।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব এনপ র কর ম র

এছাড়াও পড়ুন:

জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ১১ নং ওয়ার্ড বিএনপির প্রস্তুতি সভা 

আগামী ৩০শে মে বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি ও মহান মুক্তিযুদ্ধের বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ১১ নং ওয়ার্ড বিএনি'র  উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মনির হোসেন সরদার। 

বুধবার (২৮ মে) সন্ধ্যায় শহরের আইটি স্কুল মোড়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএনপির পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় নেতৃবৃন্দ আগামী ৩০ মে শহীদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে নানা কর্মসূচির ঘোষণা দেন। কর্মসূচির মধ্যে রয়েছে দোয়া মাহফিল, আলোচনা সভা, দরিদ্রদের মাঝে খাবার বিতরণ। 

সভায় বক্তারা শহীদ জিয়াউর রহমানের দেশের প্রতি অবদানের কথা স্মরণ করেন এবং তাঁর আদর্শকে বুকে ধারণ করে আগামী দিনের আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান।

১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এস এম দিপুর সঞ্চালনায় প্রস্তুতি সভায় এসময়ে আরও উপস্থিত ছিলেন, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি ইছান উদ্দিন মাহমুদ ইচ্ছা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম মহাসচিব আঃ জব্বার, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম আপন, বিশিষ্ট সমাজসেবক ডা. রফিকুল ইসলাম, বদরুল আলম, ১১নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি সারোয়ার মুজাহিদ মুকুল, ফতুল্লা ইউনিয়ন ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি রুহুল আমিন টিপু, ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সাইফুল আলম ডালিম, বিএনপি নেতা তোফাজ্জল হোসেন, ১১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক সোহেল মোল্লা, সোহেল, মাসুদ রেজা, মিজানুর রহমান মিজু, সুমন, রিপন, পলাশ, মানিক, রতন , নয়নসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সম্পর্কিত নিবন্ধ

  • আমাদের শান্তিরক্ষীরা চ্যালেঞ্জ মোকাবিলায় সর্বদা প্রস্তুত: সেনাপ্রধান
  • কমলাপুরসহ দেশের ৪৫ রেলস্টেশনে আনসার মোতায়েন
  • আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদ্‌যাপিত
  • ১৪ দিন বন্ধ থাকবে  নোবিপ্রবি 
  • জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ১১ নং ওয়ার্ড বিএনপির প্রস্তুতি সভা 
  • ছুটিতে খোলা থাকবে চবির আবাসিক হল
  • ‘মেনস্ট্রুয়াল হাইজিন ডে’ উপলক্ষে সচেতনতামূলক নানা আয়োজন
  • নিরাপদ ঈদুল আজহা উদ্‌যাপনে পুলিশ সদস্যদের কাজ করার নির্দেশ আইজিপির
  • ২১ দিনের ছুটিতে যাচ্ছে কুবি