আজ ২৮ মে, বিশ্ব মাসিক স্বাস্থ্যবিধি দিবস। এ উপলক্ষে প্রথম আলোর প্রধান কার্যালয়ে আয়োজিত হয় বিশেষ গোলটেবিল বৈঠক। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণির অংশীজনরা। যেখানে আলোচনার বিষয় ছিল ‘সংক্রমণমুক্ত ও নিরাপদ পিরিয়ড নারীর অধিকার’।

প্রথম আলোর সহকারী সম্পাদক ফিরোজ চৌধুরীর সঞ্চালনায় এ বৈঠকে আলোচনা করেন ‘অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের (ওজিএসবি)’ প্রেসিডেন্ট অধ্যাপক ডা.

ফারহানা দেওয়ান। তাঁর কথায় উঠে আসে মেয়েদের স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক নানা দিক। ডা. ফারহানা দেওয়ান বলেন, ‘একসময় আমরা মেয়েদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে কথা বলতে লজ্জা পেতাম। সে সময়টা আমরা পার করে এসেছি; কিন্তু এখনো অনেক দূর যাওয়া বাকি রয়েছে।’

স্যানিটারি ন্যাপকিন ব্যবহার বিষয়ে ডা. ফারহানা দেওয়ান বলেন, ‘আমি তিনটি বিষয় নিয়ে কথা বলব। প্রথমত, মাসিকের সময়ে মেয়েরা কী ধরনের স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করেন। দ্বিতীয়ত, স্যানাটারি ন্যাপকিন ব্যবহারের গুরুত্ব। তৃতীয়ত, অপরিষ্কার ন্যাপকিন ব্যবহারে মেয়েদের কী ধরনের স্বাস্থ্যঝুঁকি রয়েছে।’

চিকিৎসক জীবনের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে ডা. ফারহানা দেওয়ান বলেন, ‘আমাদের কাছে রোগী এলে আমরা স্বাভাবিকভাবেই মাসিক–সংক্রান্ত বিষয়গুলো জিজ্ঞাসা করি। কী ধরনের ন্যাপকিন তারা ব্যবহার করছেন এবং এতে কোনো সমস্যা হচ্ছে কি না, সে বিষয়েও জিজ্ঞাসা করে থাকি। এ ক্ষেত্রে অনেকেই কাপড় ব্যবহারের কথা বলে থাকেন। এটি নারীর স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে এখনো একটি বড় সমস্যা। এ ক্ষেত্রে প্রশ্ন আসে যে এ কাপড়টি তারা পুনর্বার ব্যবহার করছেন কি না, করলে কীভাবে তা পরিষ্কার করছেন। অনেক নারীই দীর্ঘক্ষণ ধরে একই ন্যাপকিন ব্যবহার করেন, যা মাসিক স্বাস্হ্য সুরক্ষায় ঝুঁকি তৈরি করছে।’

অধ্যাপক ডা. ফারহানা দেওয়ান

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স ব স থ য স রক ষ ব যবহ র কর ফ রহ ন

এছাড়াও পড়ুন:

কুষ্টিয়ায় ২২ দিন বয়সী শিশু হত্যা, মাসহ আটক ৪

কুষ্টিয়ার মিরপুরে ২২ দিন বয়সী এক শিশুকে হত্যার অভিযোগে মাসহ চারজনকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার পোড়াদহ চিথলিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিকেলে ওই এলাকার পানি নিষ্কাশন খাল থেকে শিশু জান্নাতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

অভিযুক্ত মিতা খাতুন দৌলতপুর উপজেলার খলিসাকুণ্ডি গ্রামের রাজুর স্ত্রী। আটক বাকিরা হলো– মিতার চাচাতো ভাই সেরেবুল ইসলাম, চাচা সাইদুল ইসলাম ও ভাবি চাঁদনী খাতুন। 

পুলিশ ও স্থানীয়রা জানান, রাজুর সঙ্গে ৮ মাস আগে মিতা খাতুনের বিয়ে হয়। বিয়ের কিছু দিন পরই পরিবারের লোকজন বুঝতে পারেন, মিতা অন্তঃসত্ত্বা। এ নিয়ে রাজু ও মিতার মধ্যে প্রায়ই কলহ হতো। ২২ দিন আগে কন্যাসন্তান প্রসব করেন মিতা। শিশুটির নাম রাখা হয় জান্নাতি। দুই সপ্তাহ আগে মিতা তাঁর নবজাতককে নিয়ে বাবার বাড়ি মিরপুর উপজেলার চিথলিয়া গ্রামে চলে আসেন। সেখানে শিশুটির পিতৃপরিচয় নিয়ে মিতার প্রেমিক ও চাচাতো ভাই সেরেবুলের সঙ্গে ঝামেলা শুরু হয়। পরে তারা শিশুটিকে হত্যা করে। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্যের বরাতে পুলিশ জানিয়েছে, সেরেবুলের বাবা সাইদুল ইসলাম ও ভাবি চাঁদনী খাতুন শিশুটিকে হত্যায় সহায়তা করে। গত রোববার শিশুটিকে হত্যার পর বাড়ির পাশের বরিশাল খালে ফেলে দেয় মিতা ও তার প্রেমিক সেরেবুল। এ ঘটনার পর তারা প্রচার চালাতে থাকে– খলিসাকুণ্ডি থেকে মিতার স্বামী রাজু বাচ্চাটি চুরি করে নিয়ে গেছেন।

মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম বলেন, হত্যার পর শিশুটির মা মিরপুর থানায় নিখোঁজ বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর পর পুলিশের তদন্তে শিশুটির মাকে সন্দেহ হলে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়। বৃহস্পতিবার সকালে তিনি শিশু হত্যার বিষয়টি স্বীকার করেন। এর পর হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের আটক করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী বরিশাল খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। 

সম্পর্কিত নিবন্ধ