সাগর উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। এছাড়া সকাল থেকে দ্বীপে ঝড়ো হাওয়া শুরু হয়েছে। এতে দ্বীপে মাছ ধরা নৌযানগুলো টেকনাফে নিরাপদে নিয়ে এসেছে ট্রলার মালিকরা। 

এ বিষয়ে টেকনাফ-সের্ন্টমাটিন রুটের সার্ভিস বোটের সভাপতি রশিদ আহমদ বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে গত তিন ধরে এ রুটে নৌযান চলাচল বন্ধ রয়েছে। এতে দ্বীপে নিত্য-প্রয়োজনীয় মালামাল সংকট দেখা দিয়েছে। এছাড়া দ্বীপে আগে থেকে লোকজন কর্মহীন হয়ে পড়ায় দুর্দিন যাচ্ছিল। তার ওপর বৈরী আবহাওয়ার কারণে দ্বীপবাসী আরও কষ্টের মধ্যে পড়েছে।’

তিনি বলেন, ‘দ্বীপে সকাল থেকে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়েছে। এতে আমরা মাছ ধরার ট্রলারগুলো টেকনাফে নিরাপদে নিয়ে এসেছি। এভাবে চলতে থাকলে দ্বীপের অবস্থা খুবই করুণ হবে। 

সেন্টমার্টিনের বাসিন্দা আইয়াত উল্লাহ বলেন, সেন্টমার্টিনবাসী আগে থেকে সংকটের মধ্যে ছিল। তার ওপর বৈরী আবহাওয়ার কারণে তিনদিন ধরে বন্ধ রয়েছে নৌযান চলাচল। এতে মানুষ ঘরবন্দি হয়ে আছে। বাজারে নিত্য-প্রয়োজনীয় সব মালামাল শেষের পথে। যদি খাদ্যপণ্য ট্রলার না আসে, দ্বীপের মানুষদের না খেয়ে থাকতে হবে।’ 

এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে উত্তাল রয়েছে সাগর। এতে পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। লঘুচাপের প্রভাবে কক্সবাজারের বিভিন্ন উপকূলীয় এলাকায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বুধবার সকাল থেকে উপকূলের বিভিন্ন এলাকায় ঝোড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই পরিস্থিতিতে কক্সবাজারসহ দেশের চার সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। 

অন্যদিকে পানির উচ্চতা বৃদ্ধির কারণে টেকনাফ সীমান্তের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া নাফ নদীর তীরে জোয়ারে আঘাতে ভাঙছে বেড়ি বাঁধ। এতে সেখানে থাকা বসবাসকারীরা আতঙ্করে মধ্য রয়েছে।

শাহপরীর দ্বীপের জালিয়া পাড়ার বাসিন্দা মোহাম্মদ আলম বলেন, ‘সকাল থেকে ঝড়ো হাওয়া শুরু হয়েছে। এছাড়া নাফ নদীর পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় ঢেউয়ের আঘাতে তীরে ভেঙে যাচ্ছে বেড়ি বাঁধ। এতে সেখানে থাকা অর্ধশতাধিক মানুষ ঝুঁকির মধ্য রয়েছে।’   

এ ব্যাপারে সেন্টমার্টিন ইউপি (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, ‘গত তিন ধরে টেকনাফ-সেন্টমার্টিনে নৌযান চলাচল বন্ধ রয়েছে। এতে দ্বীপের মানুষের নিত্য-প্রয়োজনী পণ্যের সংকট দেখা দিয়েছে। এছাড়া দ্বীপের মানুষের খুব খারাপ সময় যাচ্ছে। তার ওপর সকাল থেকে ঝড়ো বাতাস শুরু হয়েছে। এতে সাগরের পানির উচ্চতা বেড়েছে।’  

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে টেকনাফ ও সেন্টমার্টিন থেকে সব ধরনের যাত্রীবাহী ট্রলার ও নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে আগে থেকে দ্বীপে জেলেসহ প্রায় আড়াই হাজার মানুষের জন্য সহতায় পাঠানো হয়েছে। এরপরও আমরা নিয়মিত খোঁজ রাখছি। বৈরী আবহাওয়া স্বাভাবিক হলে নৌযান চলাচল শুরু হবে। এছাড়া শাহপরীর দ্বীপে নাফের পাড়ে ভাঙনের বিষয়ে সংশ্লিষ্টদের জানানো হয়েছে।’
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: স ন টম র ট ন ট কন ফ ন পথ স ন টম র ট ন

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুই পুলিশ। 

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর এক পারিবারিক বিরোধের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। খবর বিবিসির। 

আরো পড়ুন:

শেরপুরে পুলিশের উপর হামলা: থানায় মামলা, গ্রেপ্তার ৪

ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা, ভাঙচুর-আগুন

পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান,  অভিযুক্ত বন্দুকধারী পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছে।

গুলির ঘটনার পর ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপের স্প্রিং গ্রোভ এলাকার একটি স্কুল জেলা সাময়িকভাবে ‘শেল্টার ইন প্লেস’ ঘোষণা করে। তবে পরে জানানো হয়, স্কুল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের জন্য বর্তমানে কোনো সক্রিয় হুমকি নেই। এ ঘটনা ঘটে ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) পূর্বে অবস্থিত ইয়র্ক কাউন্টির এক গ্রামীণ এলাকায়। 

তারা বলছে, আগের দিন শুরু হওয়া একটি তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। তবে তদন্ত চলমান থাকায় বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।

পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো বিকেলে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “আমরা তিনজন মহামূল্যবান প্রাণ হারালাম, যারা এই দেশকে সেবা দিয়েছেন। এই ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজ হিসেবে আমাদের আরো ভালো করতে হবে।”

নিহত তিন কর্মকর্তার সম্মানে গভর্নর শাপিরো রাজ্যের সব সরকারি ভবন ও স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন।

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ