টেকনাফ-সেন্টমার্টিন নৌযান চলাচল বন্ধ, দ্বীপে নিত্যপণ্য সংকট
Published: 28th, May 2025 GMT
সাগর উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। এছাড়া সকাল থেকে দ্বীপে ঝড়ো হাওয়া শুরু হয়েছে। এতে দ্বীপে মাছ ধরা নৌযানগুলো টেকনাফে নিরাপদে নিয়ে এসেছে ট্রলার মালিকরা।
এ বিষয়ে টেকনাফ-সের্ন্টমাটিন রুটের সার্ভিস বোটের সভাপতি রশিদ আহমদ বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে গত তিন ধরে এ রুটে নৌযান চলাচল বন্ধ রয়েছে। এতে দ্বীপে নিত্য-প্রয়োজনীয় মালামাল সংকট দেখা দিয়েছে। এছাড়া দ্বীপে আগে থেকে লোকজন কর্মহীন হয়ে পড়ায় দুর্দিন যাচ্ছিল। তার ওপর বৈরী আবহাওয়ার কারণে দ্বীপবাসী আরও কষ্টের মধ্যে পড়েছে।’
তিনি বলেন, ‘দ্বীপে সকাল থেকে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়েছে। এতে আমরা মাছ ধরার ট্রলারগুলো টেকনাফে নিরাপদে নিয়ে এসেছি। এভাবে চলতে থাকলে দ্বীপের অবস্থা খুবই করুণ হবে।
সেন্টমার্টিনের বাসিন্দা আইয়াত উল্লাহ বলেন, সেন্টমার্টিনবাসী আগে থেকে সংকটের মধ্যে ছিল। তার ওপর বৈরী আবহাওয়ার কারণে তিনদিন ধরে বন্ধ রয়েছে নৌযান চলাচল। এতে মানুষ ঘরবন্দি হয়ে আছে। বাজারে নিত্য-প্রয়োজনীয় সব মালামাল শেষের পথে। যদি খাদ্যপণ্য ট্রলার না আসে, দ্বীপের মানুষদের না খেয়ে থাকতে হবে।’
এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে উত্তাল রয়েছে সাগর। এতে পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। লঘুচাপের প্রভাবে কক্সবাজারের বিভিন্ন উপকূলীয় এলাকায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বুধবার সকাল থেকে উপকূলের বিভিন্ন এলাকায় ঝোড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই পরিস্থিতিতে কক্সবাজারসহ দেশের চার সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
অন্যদিকে পানির উচ্চতা বৃদ্ধির কারণে টেকনাফ সীমান্তের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া নাফ নদীর তীরে জোয়ারে আঘাতে ভাঙছে বেড়ি বাঁধ। এতে সেখানে থাকা বসবাসকারীরা আতঙ্করে মধ্য রয়েছে।
শাহপরীর দ্বীপের জালিয়া পাড়ার বাসিন্দা মোহাম্মদ আলম বলেন, ‘সকাল থেকে ঝড়ো হাওয়া শুরু হয়েছে। এছাড়া নাফ নদীর পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় ঢেউয়ের আঘাতে তীরে ভেঙে যাচ্ছে বেড়ি বাঁধ। এতে সেখানে থাকা অর্ধশতাধিক মানুষ ঝুঁকির মধ্য রয়েছে।’
এ ব্যাপারে সেন্টমার্টিন ইউপি (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, ‘গত তিন ধরে টেকনাফ-সেন্টমার্টিনে নৌযান চলাচল বন্ধ রয়েছে। এতে দ্বীপের মানুষের নিত্য-প্রয়োজনী পণ্যের সংকট দেখা দিয়েছে। এছাড়া দ্বীপের মানুষের খুব খারাপ সময় যাচ্ছে। তার ওপর সকাল থেকে ঝড়ো বাতাস শুরু হয়েছে। এতে সাগরের পানির উচ্চতা বেড়েছে।’
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে টেকনাফ ও সেন্টমার্টিন থেকে সব ধরনের যাত্রীবাহী ট্রলার ও নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে আগে থেকে দ্বীপে জেলেসহ প্রায় আড়াই হাজার মানুষের জন্য সহতায় পাঠানো হয়েছে। এরপরও আমরা নিয়মিত খোঁজ রাখছি। বৈরী আবহাওয়া স্বাভাবিক হলে নৌযান চলাচল শুরু হবে। এছাড়া শাহপরীর দ্বীপে নাফের পাড়ে ভাঙনের বিষয়ে সংশ্লিষ্টদের জানানো হয়েছে।’
উৎস: Samakal
কীওয়ার্ড: স ন টম র ট ন ট কন ফ ন পথ স ন টম র ট ন
এছাড়াও পড়ুন:
অবসরে যাচ্ছেন অতিরিক্ত আইজিপি মতিউর রহমান শেখ
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি-প্রশাসন, গ্রেড-১) মো. মতিউর রহমান শেখ প্রায় ৩৪ বছরের বর্ণিল কর্মজীবন শেষে অবসরে যাচ্ছেন। বৃহস্পতিবার তাঁর শেষ কর্মদিবসে পুলিশ সদর দপ্তরের হল অব প্রাইডে তাঁকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মতিউর রহমান শেখের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। সভায় অতিরিক্ত আইজিপি, ঢাকায় পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান ও পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেন, বাংলাদেশ পুলিশে বিভিন্ন পদে দায়িত্ব পালনকালে মতিউর রহমান শেখ অত্যন্ত সুনামের সঙ্গে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। পুলিশের উন্নয়নে তিনি প্রশংসনীয় ভূমিকা রেখেছেন। আইজিপি বিদায়ী কর্মকর্তার সুস্থ ও সুন্দর জীবন কামনা করেন।
বিদায়ী অতিরিক্ত আইজিপি মতিউর রহমান শেখ তাঁর বক্তব্যে পেশাগত দায়িত্ব পালনকালে সব সহকর্মীর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান। সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তারা অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তার পেশাগত ও ব্যক্তিজীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর স্মৃতিচারণা করেন।
মো. মতিউর রহমান শেখ ১৯৯১ সালের ২০ জানুয়ারি সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। তিনি খাগড়াছড়ি, রাজবাড়ী, বগুড়া ও কক্সবাজার জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান ছিলেন। সর্বশেষ পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত আইজিপি পদে দায়িত্ব পালন করেন তিনি।
সন্ধ্যায় যোগাযোগ করা হলে পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের সহকারী মহাপরিদর্শক (এআইজি) ইনামুল হক সাগর প্রথম আলোকে বলেন, আগামী শনিবার অতিরিক্ত আইজিপির (মতিউর রহমান শেখের) চাকরির মেয়াদ ৫৯ বছর পূর্ণ হচ্ছে। ওই দিন সাপ্তাহিক ছুটি থাকায় বৃহস্পতিবার তাঁর শেষ কর্মদিবস হিসেবে তাঁকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।