সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় ৯ বছরের সাজা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তিন বছরের সাজা থেকে তাঁর স্ত্রী জোবাইদা রহমানকে খালাস দিয়েছেন হাইকোর্ট। রায়ে তাঁদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দায়ের করা মামলা বাতিল করা হয়েছে। বিচারপতি মো. খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ বুধবার এ রায় দেন। 

একই মামলায় তারেক রহমান আলাদা করে আপিল করেননি। তবে জোবাইদা রহমানের আপিলের সঙ্গে তাঁরও খালাসের আবেদন করা হয়েছিল। এই রায়ের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব মামলায় খালাস পেয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। আদালতে জোবাইদা রহমানের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান, ব্যারিস্টার কায়সার কামাল, আইনজীবী জাকির হোসেন ভূঞা। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হাসান।

রায়ের পর তারেক রহমানের খালাস প্রসঙ্গে আইনজীবী এস এম শাহজাহান সাংবাদিকদের বলেন, যে সম্পত্তিগুলো তারেক রহমানের নামে দেখানো হয়েছে, একটাও জ্ঞাত আয়বহির্ভূত না, অসাধু না। একটা টাকা বা একটা সম্পত্তিও বাংলাদেশের বাইরে না। বাংলাদেশের বাইরে এই পরিবারের কোনো ঠিকানা নেই।

এম শাহজাহান আরও বলেন, ‘সেনানিবাসে মইনুল রোডের বাড়িটি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারকে দেওয়া হয়েছিল। এই মামলায় দুদক বলছে, সেটা তারেক রহমানের অর্জিত সম্পদ এবং এটা অবৈধ সম্পদ। অথচ এটা নিয়মকানুন মেনে বরাদ্দ দেওয়া হয়েছিল। আরেকটা সম্পত্তি আছে গুলশানে। সেটাও রাষ্ট্রীয়ভাবে দেওয়া। ৩৩ টাকা মূল্যমানের। অথচ মামলায় তারেক রহমানকে দোষী সাব্যস্ত করে সাজা দেওয়া হয়েছিল।’ 

১৩ মে হাইকোর্টের এই বেঞ্চ তিন বছরের সাজার বিরুদ্ধে আপিল দায়েরের জন্য জোবাইদার করা ৫৮৭ দিনের বিলম্ব মার্জনার আবেদন মঞ্জুর করেন। পরদিন তিনি হাইকোর্টে সাজার বিরুদ্ধে আপিল দায়ের করেন। একইদিন তাঁকে এ মামলায় জামিন দেন হাইকোর্ট। এরপর ২২ ও ২৬ মে জোবাইদার করা আপিলের শুনানি গ্রহণ করা হয়।

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান, জুবাইদা রহমানসহ তিনজনের বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুদক। পরে ওই মামলায় ২০২৩ সালে ২ আগস্ট ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত তারেক রহমানকে ৯ বছর ও জোবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড দেন। কিন্তু রাজনৈতিক পটপরিবর্তনের পর গত বছরের ২ অক্টোবর জোবাইদা রহমানের সাজা এক বছরের জন্য স্থগিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর ১৭ বছর পর ৬ মে শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে বাংলাদেশে ফিরেন তিনি। এর আগে স্বামী তারেক রহমানের সঙ্গে তিনি ২০০৮ সালে লন্ডনে যান। অন্যদিকে তারেক রহমান এখনও যুক্তরাজ্যে অবস্থান করছেন।
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ত র ক রহম ন ত র ক রহম ন র আইনজ ব হয় ছ ল বছর র

এছাড়াও পড়ুন:

রায়ের কপি পেলে আইন দেখে সিদ্ধান্ত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে প্রকৌশলী ইশরাক হোসেনকে শপথ পাঠ করাতে নির্বাচন কমিশন (ইসি) সাংবিধানিকভাবে সিদ্ধান্ত নিতে পারবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। অন্যদিকে রায়ের অনুলিপি হাতে না পাওয়া পর্যন্ত কোনো মন্তব্য করতে চান না প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেন, রায়ের কপি পেলে আইন দেখে সিদ্ধান্ত। 

বৃহস্পতিবার বিকেলে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

সিইসি বলেন, আপিল বিভাগের রায়ের কপি এখনও পাইনি। এটা পাওয়ার পরে কী রায় আসে, কী ধরনের সিদ্ধান্ত আসে তার আইনগত দিক পরীক্ষা-নিরীক্ষা করে আমাদের যা করণীয় তাই করব। মিডিয়ার হেডলাইন দেখে তো কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। আর রায়ের কপি হাতে না পাওয়া পর্যন্ত কোনো মন্তব্যও করতে চাই না। 

ইসির আইনজীবী আদালতে ছিল কিনা, এমন প্রশ্নের জবাবে নাসির উদ্দীন বলেন, আইনজীবীর সঙ্গে কথা হয়নি।

ইশরাক হোসেনকে শপথ পড়ানোর বিষয়টি নিয়ে আজ একাধিকবার ইসির আইন শাখার সঙ্গে বৈঠক করেন সিইসি। এছাড়া তিনি আনোয়ারুল ইসলাম সরকার, আবদুর রহমানেল মাসুদ, বেগম তহমিদা আহমদ এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহসহ অন্যান্য কমিশনারদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকেরা তাকে নানা প্রশ্ন করলেও এড়িয়ে যান সিইসি।

সম্পর্কিত নিবন্ধ

  • এ টি এম আজহারের মামলায় ‘স্বার্থের সংঘাত’ নিয়ে দেওয়া কিছু বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিত: চিফ প্রসিকিউটর কার্যালয়
  • সাবেক বন সংরক্ষক মোশাররফের বিরুদ্ধে দুদকের মামলা
  • সাবেক বন সংরক্ষকের বিরুদ্ধে মামলা করল দুদক
  • রায়ের কপি পেলে আইন দেখে সিদ্ধান্ত
  • তারেক রহমান সব মামলায় খালাস পাওয়ায় ‘সন্তুষ্ট’ ইউট্যাব
  • সাজা থেকে খালাস তারেক রহমান ও জোবাইদা, মামলা বাতিল
  • জুবাইদার সাজা বাতিল, সব মামলায় খালাস তারেক রহমান
  • দুদকের মামলায় তারেক রহমান ও জুবাইদা রহমান খালাস
  • সাজার বিরুদ্ধে জুবাইদা রহমানের আপিলের রায় আজ