সুনামগঞ্জে গত কয়েকদিন ধরে তীব্র গরমে পড়ছে। অবশেষে জেলায় বৃষ্টি নেমেছে। এতে মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
আজ বুধবার (২৮ মে) সকাল থেকে জেলায় তীব্র গরম অনুভূত হচ্ছিল। বিকেল ৩টার পর থেকে সুনামগঞ্জের আকাশে মেঘের আনাগোনা দেখা যায়। তার কিছুক্ষণের মধ্যে ঝড়ো বাসা শুরু হয়ে বৃষ্টি নামে।
সিলেট আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, আজ বুধবার (২৮ মে) সিলেট অঞ্চলের তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন ৩টায় সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা সিলেটে এ বছরের সর্বোচ্চ।
আরো পড়ুন:
বাড়ছে সিলেটের নদ-নদীর পানি, বিপৎসীমা অতিক্রম করেনি
রংপুরে বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলের ক্ষেত, শঙ্কায় চাষি
এ বছর সুনামগঞ্জে মে মাস থেকে তাপমাত্রা বাড়তে থাকে। এতে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়ে। বিকেলে বৃষ্টিপাত শুরু হলে সবাই যেন হাঁফ ছেড়ে বাঁচে।
সুনামগঞ্জ পৌর শহরের বাসিন্দা মিজান আহমেদ রাইজিংবিডি-কে বলেন, ‘‘গরমে অবস্থা খারাপ ছিল। বিকালে বৃষ্টি হওয়ায় ভালো লাগছে। দেখেন না বৃষ্টিতে ভিজে গেছি, তবুও ভালো লাগছে।’’
শহরের আরেক বাসিন্দা আমির আরাফাত বলেন, ‘‘অফিসে কাজ করা আজ অনেক কষ্ট হয়েছে। একদিকে গরম অন্য দিকে বিদ্যুতের লোডশেডিং। বৃষ্টি হওয়ায় এখন শান্তি লাগছে।’’
সিলেট আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ সজিব আহমদ চৌধুরী রাইজিংবিডি-কে বলেন, ‘‘দুপুরের পরে সুনামগঞ্জে বৃষ্টি হয়েছে। সিলেট অঞ্চলের আজকের বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৬ মিলিমিটার। সুনামগঞ্জ-সিলেটে আগামী ৭২ ঘণ্টার বৃষ্টিপাতের একটা পূর্বাভাস রয়েছে।’’
তিনি আরো জানান, আজকে দুপুর ৩টা পর্যন্ত সিলেট অঞ্চলের ছিল তাপমাত্রা ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলিসিয়াস। বিকেলে অবশ্য তাপমাত্রা কমে যায়।
ঢাকা/মনোয়ার/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর গরম স ন মগঞ জ
এছাড়াও পড়ুন:
দায়িত্ব ছাড়ছেন ট্রাম্পের ‘ঘনিষ্ঠজন’ ইলন মাস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ঘনিষ্ঠজন’ হিসেবে পরিচিত ধনকুবের ইলন মাস্ক মার্কিন প্রশাসনে তাঁর বিশেষ দায়িত্ব ছাড়ছেন। হোয়াইট হাউসের এক কর্মকর্তা স্থানীয় সময় বুধবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। ওই কর্মকর্তা জানান, ইলন মাস্ক প্রশাসন ছেড়ে যাচ্ছেন। দ্রুতই এ প্রক্রিয়া শুরু হবে।
ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় বিশ্বের শীর্ষ ধনী এবং টেসলা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক জোরালো ভূমিকা রেখেছিলেন। তিনি নির্বাচনে সবচেয়ে বড় অনুদানদাতাও ছিলেন। তাঁর সঙ্গে প্রেসিডেন্টের ঘনিষ্ঠতা সব মহলে আলোচনার কেন্দ্রে থেকেছে। রয়টার্স জানায়, গত মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করেন মাস্ক। তিনি লেখেন, ট্রাম্প প্রশাসনের ‘সরকারি দক্ষতা বিভাগে’র (ডোজ নামে পরিচিত) অংশ হিসেবে তাঁর বিশেষ সরকারি কর্মকর্তার দায়িত্ব শেষ হয়ে আসছে।
গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ট্রাম্প তাঁর নতুন প্রশাসনে ইলন মাস্ককে যুক্ত করেন। তাঁকে নবগঠিত ডোজের দায়িত্ব দেওয়া হয়। নতুন এ বিভাগের কাজ যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের ব্যয় ও কর্মিবহর কমানো।
বিবিসি জানায়, ইলন মাস্কের দায়িত্ব ছিল সাময়িক। তাই এ বিদায় কোনো অপ্রত্যাশিত ঘটনা নয়। বিশেষ সরকারি কর্মকর্তা হিসেবে তাঁর সরকারি দায়িত্বের মেয়াদ শেষ হওয়ার কথা আগামী ৩০ মে। ১৩০ দিনের মেয়াদে তিনি দায়িত্বে এসেছিলেন। তবে ট্রাম্প প্রশাসন জানিয়েছে, ফেডারেল সরকারকে পুনর্গঠন ও ব্যয়-কর্মী কমাতে ডোজের প্রচেষ্টা অব্যাহত থাকবে। মাস্ক বলেন, সময়ের সঙ্গে সঙ্গে ডোজের কার্যক্রম আরও জোরদার হবে। সরকারের মাধ্যমে এটা জীবনের অংশ হয়ে উঠবে।
দ্য নিউইয়র্ক টাইমস লিখেছে, প্রেসিডেন্ট ট্রাম্পের অভ্যন্তরীণ নীতি নিয়েও সমালোচনা করেছেন মাস্ক। এতে মূল্যস্ফীতি বাড়বে বলেও তিনি সতর্ক করেন। মধ্যপ্রাচ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা-সংক্রান্ত তথ্যকেন্দ্র স্থাপনের চুক্তি প্রতিদ্বন্দ্বী কোম্পানির হাতে চলে যাওয়া নিয়েও তিনি ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের সমালোচনা করেন।
এক সময় মাস্ককে ডোনাল্ড ট্রাম্পের ‘সবচেয়ে ঘনিষ্ঠ’ মনে করা হতো। তবে এখন তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে। ইলন মাস্ক জানান, নিজের কোম্পানিগুলোকে বেশি সময় দিতেই তিনি সরকারি দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন।