অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের উদ্যোগে ‘এআই ফর ফিউচার লিডারস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে কি-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন নেটকম গ্লোবাল বাংলাদেশ লিমিটেডের কান্ট্রি হেড আবদুল্লাহ আল মামুন ও ফাহমিদুল আলম।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য মো.

জাহাঙ্গীর আলম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিফ একাডেমিক অ্যাডভাইজার এ বি এম শহিদুল ইসলাম ও রেজিস্ট্রার মো. আব্দুল কাইউম সরদার। এ ছাড়া সিএসই বিভাগের শিক্ষকমণ্ডলীসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও কো-অর্ডিনেটররা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জাহাঙ্গীর আলম তাঁর বক্তব্যে সেমিনারের গুরুত্বসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। এ বি এম শহিদুল ইসলাম কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে কাজের প্রতি শিক্ষার্থীদের অনুপ্রেরণা প্রদান করেন। প্রথম পর্বে স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন সিএসই বিভাগের চেয়ারম্যান শারমিন আকতার। তিনি ক্যারিয়ার গঠনে এআইয়ের গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরেন।

সেমিনারের দ্বিতীয় পর্বে নেটকম গ্লোবাল বাংলাদেশ লিমিটেড এবং অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এ পর্বে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জীবনের লক্ষ্য এবং এআই–বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করা হয়।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অন ষ ঠ

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ