১০ শতাংশ শুল্ক আরোপের ফলে ওটিটির বিকাশ বাধাগ্রস্ত হবে
Published: 2nd, June 2025 GMT
২০২৫-২০২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ওটিটি বা ওভার দ্য টপ প্ল্যাটফর্ম সেবার সংজ্ঞা নির্ধারণ করার পাশাপাশি ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে। আজ সোমবার টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বাজেট পেশ করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
এ সংবাদ জানার পর বিষয়টি নিয়ে ফেসবুকে নিজেদের মত জানিয়েছেন দুই পরিচালক আশফাক নিপুন ও আদনান আল রাজীব।
অর্থ উপদেষ্টা বরাবর প্রশ্ন ছুড়ে দিয়ে আশফাক নিপুন তাঁর ফেসবুকে লিখেছেন, ‘বাংলাদেশে সরাসরি ওটিটি সাবস্ক্রাইবার কতজন, সে ব্যাপারে কোনো ধারণা, হালনাগাদ তথ্য কি আছে অর্থ উপদেষ্টা সাহেবের? দেশে ওটিটির ভোক্তাকুলের একটা বেশ বড় অংশ যে পাইরেসি করে আমাদের কনটেন্ট দেখেন, সেটা কি তাঁরা জানেন? পাইরেসির বিরুদ্ধে আমাদের সম্মিলিত ব্যর্থতার গল্প কি তাঁরা জানেন? বিশ্বে বর্ধনশীল যেকোনো শিল্পকে যেখানে কর রেয়াতের সুযোগ দেওয়া হয়, সেখানে মাত্র পাঁচ বছর হলো যাত্রা শুরু করা এই ওটিটি বলয়ের ওপর বাড়তি ১০% সম্পূরক ট্যাক্সের সরাসরি প্রভাব পড়বে নির্মাতাদের বাজেটে এবং গল্পে, প্রভাব পড়বে বৈধভাবে গ্রাহক নেওয়ার ক্ষেত্রে। পাইরেসির প্রকোপ আরও বাড়বে এবং দিন শেষে সবার ব্যবসা হবে সংকুচিত।’
সরকারের বিরুদ্ধে পাইরেসি নিয়ন্ত্রণ না করে ট্যাক্স বাড়ানোর সমালোচনা করতেও ভোলেননি আশফাক নিপুন। তিনি লিখেছেন, ‘পাইরেসির ব্যাপারে শক্ত অবস্থান নেওয়ার পরিবর্তে বরং পাইরেসিকেই উৎসাহী করবে এই বাড়তি ট্যাক্স বসানো। গোটা কাঠামোর সংস্কার না করে, বাড়তি ট্যাক্স আরোপের ফলে, মাঝেমধ্যে যা–ও আমাদের কনটেন্ট গ্লোবালি বিকাশের ক্ষেত্রে একটু সম্ভাবনার আলো দেখছিল, সে আলো হয়তো আস্তে আস্তে নিভে যাবে। দুর্ভাগ্যজনক!’
আদনান আল রাজীব সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে ‘আলী’ স্বল্পদৈর্ঘ্য সিনেমার জন্য বিশেষ স্বীকৃতি পেয়েছেন। তিনিও ওটিটি মাধ্যমে ১০ শতাংশ ট্যাক্স আরোপের প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, ‘সরকারের কাজ হলো বিনোদনশিল্পের পাশে থাকা, সহায়তা করা। কিন্তু, আমি যা দেখছি তা হলো, শিল্পকে দমিয়ে রাখা হচ্ছে; এটা সত্যিই হৃদয়বিদারক। এই কারণেই এত শিল্পী দেশ ছেড়ে বিদেশে স্থায়ী হয়ে যান।’
আরও পড়ুনযাঁরা নানা চাপে কথা বলেন না ‘আলী’ তাঁদের উৎসর্গ করছি : আদনান আল রাজীব২৫ মে ২০২৫.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সেন্ট গ্রেগরিতে কলেজে ভর্তি: আবেদন শুরু ২৯ জুলাই রাতে, বিস্তারিত তথ্য জেনে নিন
রাজধানীর অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান সেন্ট গ্রেগরি হাইস্কুল অ্যান্ড কলেজ ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কলেজটি নিজস্ব প্রক্রিয়ায় ভর্তির জন্য জিপিএসহ যোগ্যতার শর্তগুলো প্রকাশ করেছে। আগ্রহী শিক্ষার্থীরা ২৯ জুলাই দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে ১২ আগস্ট রাত ১২টার মধ্যে অনলাইনে আবেদন করতে পারবে। সেন্ট গ্রেগরি হাইস্কুল অ্যান্ড কলেজের ভর্তি–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।
আসনসংখ্যা—
বিজ্ঞান বিভাগে আসন ৩০০টি, মানবিক শাখায় আসন আছে ৮০টি এবং ব্যবসায় শিক্ষায় আসন ৮০টি। মোট ৪৬০ শূন্য আসনের বিপরীতে শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
আরও পড়ুনবিল গেটস বৃত্তি, সুযোগ তিন শতাধিক শিক্ষার্থীর২৩ জুলাই ২০২৫ভর্তি পরীক্ষার বিষয়—২০২৫ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। যারা বিজ্ঞান শাখা থেকে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তির আবেদন করবে, তাদের বিজ্ঞান শাখার প্রশ্নে এবং যারা ব্যবসায় শিক্ষা শাখা থেকে মানবিক শাখায় আবেদন করবে, তাদের ব্যবসায় শিক্ষা শাখার প্রশ্নে পরীক্ষা দিতে হবে।
ক). বিজ্ঞান বিভাগ: বাংলা, ইংরেজি, আইসিটি, পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত ও জীববিজ্ঞান বিষয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
খ). মানবিক বিভাগ: বাংলা, ইংরেজি, আইসিটি, সাধারণ বিজ্ঞান ও সাধারণ জ্ঞান বিষয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
গ). ব্যবসায় শিক্ষা বিভাগ: বাংলা, ইংরেজি, আইসিটি, হিসাববিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আরও পড়ুনকলেজে একাদশ শ্রেণিতে বিভাগ-বিষয় নির্বাচনে মনে রেখ ১০টি সতর্কতা২১ জুলাই ২০২৫আবেদনের ন্যূনতম যোগ্যতা—
বিজ্ঞান বিভাগ: বাংলা মাধ্যম ভার্সন জিপিএ-৪.৭৮, মানবিক বিভাগ জিপিএ-২.৫০ ও ব্যবসায় শিক্ষা বিভাগ জিপিএ-৩.৫০।
বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে—
বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ-৪, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মানবিক বিভাগে জিপিএ-৩ থাকতে হবে।
*আবেদন ও পরীক্ষার যাবতীয় তথ্য সেন্ট গ্রেগরি হাইস্কুল অ্যান্ড কলেজের ওয়েবসাইট থেকে বিস্তারিত জানা যাবে।
আরও পড়ুননটর ডেম–হলি ক্রস–সেন্ট যোসেফ ও সেন্ট গ্রেগরী কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির নিয়ম ০৮ জুলাই ২০২৫