কোথাও গেলে আমরা আমাদের পরিচয় দিই। নামধাম-ঠিকানাসহ বিভিন্ন তথ্য দিই নতুন মানুষের সামনে। সামুদ্রিক ডলফিনরা তাদের পরিচয় প্রকাশের জন্য বিশেষ ধরনের শিস ব্যবহার করে বলে জানা গেছে। অনন্য ফ্রিকোয়েন্সির প্যাটার্ন ব্যবহার করে নিজেদের পরিচয় দেয় ডলফিনরা।

মানুষের মতো অনেক প্রাণী বেঁচে থাকার জন্য সামাজিক মিথস্ক্রিয়ার ওপর নির্ভর করে। নিজেদের মধ্যে তখন কার্যকর যোগাযোগব্যবস্থা গড়ে তুলতে হয়। জটিল সামাজিক প্রাণীদের প্রায়ই জটিল যোগাযোগব্যবস্থা দেখা যায়। শিম্পাঞ্জিরা যেমন একে অপরের দিকে ইঙ্গিত করে কণ্ঠস্বর ব্যবহার করে শব্দ করে। আবার স্পর্শ বা কম ফ্রিকোয়েন্সির ডাকের মাধ্যমে হাতিরা নিজেদের পরিবারের মধ্যে কথা বলে।

বটলনোজ ডলফিনেরা বেশ জটিল সামাজিক পরিবেশে বাস করে। তাদের সামুদ্রিক সমাজে প্রতিটি প্রাণীর সঙ্গে ঘনিষ্ঠতা থাকে। একেকটি ডলফিনের জীবনে কয়েকজন পরিচিত ডলফিন থাকে আবার ডলফিন সমাজে অনেক অলস ডলফিনও থাকে। নিজেদের সুস্থ সামাজিক ভারসাম্য বজায় রাখার জন্য ডলফিনের আন্তমিথস্ক্রিয়ার ওপর ব্যাপকভাবে নির্ভর করে। এ জন্য বিভিন্ন ধরনের শিস দিয়ে সম্পর্ক তৈরি করে ডলফিনরা।

বিজ্ঞানীরা বেশ অনেক আগে থেকেই ডলফিনদের শিস ব্যবহারের কথা জানেন। ডলফিনরা অন্যদের কাছে নিজেদের পরিচয় দেওয়ার জন্য সিগনেচার হুইসেল ব্যবহার করে। সাম্প্রতিক এক গবেষণায় জানা গেছে, এসব শিসে কেবল পরিচয়ের চেয়েও বেশি তথ্য থাকতে পারে। কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী একাতেরিনা ওভস্যানিকোভা বলেন, ডলফিনরা যোগাযোগের জন্য বিভিন্ন শব্দ ব্যবহার করে। শিসকে দুটি বিস্তৃত শ্রেণিতে বিভক্ত করা যায়। সিগনেচার হুইসেলের মাধ্যমে ডলফিনরা নিজেদের পরিচয় দেয়। এর বাইরে আরও বিভিন্ন ধরনের শিসের শব্দ ব্যবহার করে ডলফিন।

ডলফিনরা তাদের পরিচয় প্রকাশের তাদের সিগনেচার হুইসেল নিয়মিত ব্যবহার করে। এর বাইরে আরও শিস ব্যবহার করে। ছোট থাকার সময়েই ডলফিনরা এই সব সংকেত ব্যবহার শিখে যায়। সারা জীবন ধরে শিস দিয়ে যোগাযোগব্যবস্থা ধরে রাখে।

অন্যদের সঙ্গে যোগাযোগ করার সময় একটি ডলফিনের হুইসেলের ৩০ শতাংশ পর্যন্ত তার সিগনেচার হুইসেল দিয়ে গঠিত হয়। ২০১৭ ও ২০১৮ সালে বিজ্ঞানীরা পূর্ব অস্ট্রেলিয়ার ব্রিসবেন উপকূলে অবস্থিত মোরেটন দ্বীপের কাছে টাঙ্গালুমা আইল্যান্ড রিসোর্টে গবেষণা করেন। সেখানে ইন্দো-প্যাসিফিক বোতলনোজ ডলফিনের একটি দলের মধ্যে ব্যবহৃত শব্দ রেকর্ডিং করা হয়। বিজ্ঞানীরা বলেন, ‘আমরা একই ডলফিনের শিস অনেকভাবে সংগ্রহ করেছি। আমরা ১৫ বছর আগে একই দলের কাছ থেকে সংগৃহীত পুরোনো রেকর্ডের তথ্যও ব্যবহার করেছি।’

নিজেদের পরিচিতির শিস ছাড়াও অন্য সব শিস সংকেতের মাধ্যমে ডলফিনদের মধ্যে তথ্য প্রেরণ করার সম্ভাবনা রয়েছে। আবেগগত বা প্রাসঙ্গিক কোনো সংকেত প্রদানে এসব শিস ব্যবহার করা হচ্ছে কি না, তা জানার চেষ্টা চলছে। এক পর্যবেক্ষণে দেখা যাচ্ছে, পুরুষ ডলফিনদের শিস স্ত্রীদের তুলনায় বেশি পরিবর্তনশীল। সামাজিক ভূমিকার পার্থক্য ও মিথস্ক্রিয়ার প্রকৃতির কারণে ভিন্ন হতে পারে।

ডলফিনের যোগাযোগব্যবস্থা প্রাণীরা কীভাবে যোগাযোগ করে, সেই সম্পর্কে নতুন সব ধারণা দিচ্ছে বিজ্ঞানীদের।

সূত্র: এনডিটিভি

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ন জ দ র পর চ শ স ব যবহ র ব যবহ র কর ডলফ ন র র জন য

এছাড়াও পড়ুন:

শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।

ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্‌যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।

৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।

ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট

সম্পর্কিত নিবন্ধ