সিদ্ধিরগঞ্জে ৪০ দিন ব্যাপী কোরআন তিলাওয়াতের আয়োজন
Published: 3rd, June 2025 GMT
মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে ঢাকা বিশ^বিদ্যালয়ের গবেষক ও সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সাবেক সহ-সভাপতি এবং সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী সামসুল আলমের উদ্যোগে ৪০ দিন ব্যাপী খতমে কোরআন তিলওয়াতের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (৩ জুন) দুপুর থেকে সিদ্ধিরগঞ্জের দারুল কলাম মাদ্রাসায় এ কোরআন তিলাওয়াত শুরু হয়। যা ৪০ দিন ব্যাপী চলবে।
এ মহতি উদ্যোগ সম্পর্কে প্রকৌশলী সামসুল আলম বলেন, বাংলাদেশের মানচিত্রের উপর বহুদলীয় গনতান্ত্রিক রাজনীতির জনক ছিলেন জিয়াউর রহমান। বাল্যকালে বাবার মুখে যখন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশ প্রেমের গল্প শোনতাম তখন থেকেই শহীদ জিয়ার আদর্শে অনুপ্রানিত হই এবং বিএনপির রাজনীতির যুক্ত হয়ে জনসেবায় নিজেকে উৎসর্গ করার প্রতিজ্ঞাবদ্ধ হই।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশটাকে নিজের সংসারের মত গড়েছিলেন। দেশের প্রত্যেক নাগরিককে তিনি পরিবারের সদস্যদের মতই ভালবাসতেন। এ দেশকে শিল্প-বাণিজ্য, অর্থনীতি, শিক্ষা ও সভ্যতায় সমৃদ্ধর অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার স্বপ্ন দেখতেন এবং সেই পরিকল্পনায় তিনি কাজ করতেন। যার কারণে তাকে হত্যার মাধ্যমে বাংলাদেশের সামগ্রিক অগ্রগতি বন্ধ করে দেশকে নেতৃত্ব শুন্য করে রাষ্ট্রটাকে স্বৈরাচারের কারাগারে রূপান্তর করা হয়।
এসময় তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের সংগঠক নির্ভীক, নির্মোহ ও দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রূহের মাগফেরাত কামনায় ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং রাষ্ট্রনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় ৪০ দিন ব্যাপী পবিত্র কোরআন খতমের আয়োজন করেছি।
আমি দেশবাসীর কাছে বিনীত অনুরোধ করব, সকল মুসলিম ভাই-বোনেরা প্রতিদিন তাহাজ্জুদ নামাজ পড়ে খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করবেন। হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধ ও অন্যান্য ধর্মের ভাই-বোনেরা নিজেদের মত করে প্রার্থনা করবেন।
কারণ তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা এবং তার বক্তৃতায় কৃষক, শ্রমিক, দিনমজুর থেকে শুরু করে সামগ্রিক ভাবে ১৮ কোটি বাঙালীর মনের কথাগুলো প্রতিধ্বনিত হয়। তার রাজনৈতিক দর্শন, প্রজ্ঞা, চিন্তা, চেতনায়, মনে-প্রানে ও অস্থিমজ্জায় নেলসন মেন্ডেলা, মাহাথির মোহাম্মদ এবং মার্টিন লুথার এর মত বিশ^সেরা রাষ্ট্রনায়কদের প্রতিবিম্ব দেখতে পাই।
এসময় তিনি আরো বলেন, বর্তমান বাংলাদেশের একমাত্র কান্ডারী তারেক রহমান যার বলিষ্ঠ নেতৃত্বে স্বৈরাচারের কারাগার থেকে বাঙালি জাতি মুক্তি পেয়েছে এবং তার নেতৃত্বেই এদেশে প্রকৃত গনতন্ত্র ও জনগনের অধিকার প্রতিষ্ঠিত হবে। যাদের রক্তের স্রোতের বিনিময়ে স্বাধীনতার পুন:জন্ম হয়েছে ২৪এর গনঅভ্যুত্থানের সেসকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করি।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ব এনপ ন র য়ণগঞ জ জ য় উর রহম ন ৪০ দ ন ব য প স দ ধ রগঞ জ ত র ক রহম ন র ষ ট রপত রহম ন র ক রআন
এছাড়াও পড়ুন:
উপদেষ্টা আসিফের সমর্থকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া
কুমিল্লার মুরাদনগর স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সমর্থকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় আসিফ মাহমুদের পক্ষের ১০ থেকে ১৫ জন সমর্থক আহত হয়েছেন। তাদের মধ্যে একজন ইউপি সদস্য রয়েছেন।
বুধবার (৩০ জুলাই) বিকেলে উপজেলা সদরের আল্লাহ চত্বরে ঘটনাটি ঘটে।
এলাকাবাসী জানান, বুধবার বিকেলে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সদরের আল্লাহ চত্বরে উপদেষ্টা আসিফ মাহমুদের সমর্থকরা বিক্ষোভ মিছিল নিয়ে জড়ো হন। সমাবেশ লক্ষ্য করে পার্শ্ববর্তী জেলা পরিষদের মার্কেট থেকে কয়েকটি ইট, পাটকেল নিক্ষেপ করা হয়। এরপর দুই পক্ষের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় উপদেষ্টা আসিফ মাহমুদের ১০ থেকে ১৫ জন সমর্থক আহত হন, তাদের মধ্যে একজন ইউপি সদস্যও রয়েছেন।
আরো পড়ুন:
কুষ্টিয়া প্রেস ক্লাবে বিএনপির অভিযোগ বক্স, যা পাওয়া গেল
সরকারের একটি অংশ অপকৌশলের আশ্রয় নিচ্ছে: তারেক রহমান
মিছিল নিয়ে আসা নাগরিক সমাজের আহ্বায়ক মিনাজুল হক বলেন, “উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপির লোকজন আমাদের ওপর হামলা চালিয়েছে। মিছিল নিয়ে আসার পর শত শত ইটপাটকেল ছুড়ে আমাদের ধাওয়া দিতে থাকে। আমাদের অনেক সমর্থক আহত হন।”
হামলার অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি নেতাকর্মীরা। বিএনপির মুরাদনগর উপজেলার আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন বলেন, “তারা হামলা করার পর আমাদের ছেলেরা প্রতিরোধ করেছে।”
কুমিল্লার মুরাদনগর থানার তদন্ত কর্মকর্তা আমিন কাদের খান জানান, আজ মুরাদনগর সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ চলছিল। এ সময় পাশে অবস্থান করা কিছু লোক বিনা উসকানিতে তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এরপরে দুইপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করে।
ঢাকা/রুবেল/মাসুদ