কারাগারে বসেই ডাকাতির পরিকল্পনা করেন তারা: পুলিশ
Published: 4th, June 2025 GMT
কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে বের হওয়ার ৩ ঘণ্টার মধ্যেই ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছেন ৪০ মামলার আসামি খাইরুল হাসান ও তাঁর দুই সহযোগী। গতকাল মঙ্গলবার রাতে পুলিশের একটি দল নগরীর টমছম ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে পুলিশ একটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করেছে।
আজ বুধবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান পুলিশ সুপার নাজির আহমেদ খান। তিনি জানান, ঈদ উপলক্ষে পুলিশের বিশেষ টহল জোরদার করা হয়। মঙ্গলবার রাতে নগরীর টমছম ব্রিজ এলাকায় যানবাহন তল্লাশিকালে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে যাত্রীবেশী অস্ত্রধারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করার চেষ্টা চালায়। এ সময় ইপিজেড ফাঁড়ির এসআই খাজু মিয়ার নেতৃত্বে পুলিশ ওই অটোরিকশায় থাকা পাঁচজনের মধ্যে অস্ত্রসহ খাইরুল হাসান ও তাঁর দুই সহযোগীকে আটক করে। এ সময় দু’জন পালিয়ে যেতে সক্ষম হয়।
গ্রেপ্তার খাইরুল হাসান নগরীর শ্রীবল্লভপুর এলাকার খোকন মিয়ার ছেলে। তাঁর দুই সহযোগী হলেন– কুমিল্লা কোতোয়ালি থানার জগন্নাথপুর ইউনিয়নের বহুরূপা গ্রামের জসিম উদ্দিনের ছেলে রাকিবুল হাসান রিয়াদ ও চাঁদপুরের মতলব থানার নয়াকান্দি গ্রামের রফিকুল ইসলাম মোল্লার ছেলে সোহাগ মোল্লা।
পুলিশ সুপার নাজির আহমেদ খান বলেন, জেলখানা ও জেলখানার বাইরে চক্রটির শক্তিশালী গ্যাং রয়েছে। খায়রুল হাসান জেলখানায় থেকেই ডাকাতির পরিকল্পনা করেন। ঘটনার দিন বিকেলে তারা কারাগার থেকে জামিনে বের হন। খাইরুল হাসানের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, অস্ত্র, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে ৪০টি, রিয়াদের বিরুদ্ধে ১৬টি ও সোহাগ মোল্লার বিরুদ্ধে ১৪টি মামলা রয়েছে। বুধবার তাদের বিরুদ্ধে সদর দক্ষিণ থানায় অস্ত্র ও ডাকাতি প্রস্তুতির আরও দুটি মামলা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হাসান, ডিআইও-১ মামুনুর রশিদ, ডিবির ওসি মো.
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।
ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।
৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।
ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট