লাক্স সুপারস্টার : রেজিস্ট্রেশনের বাকি আর মাত্র ৭ দিন!
Published: 5th, June 2025 GMT
শুরু হয়েছে লাক্স সুপারস্টার। আর এই খবর ছড়িয়ে পড়তেই দেশজুড়ে কলেজ-বিশ্ববিদ্যালয়ের তরুণীদের মধ্যে তৈরি হয়েছে অন্য রকম এক্সাইটমেন্ট আর আগ্রহ। ক্যাম্পাস, ক্যানটিন, কোচিং সেন্টার কিংবা কফিশপ—যেখানেই তরুণীদের আড্ডা, সেখানেই কথার বিষয়বস্তু এখন লাক্স সুপারস্টার। সবার মুখে মুখে, ‘তুমি রেজিস্ট্রেশন করেছ তো?’ কেউ বলছে করেছে, কেউ ভাবছে করবে—সব মিলিয়ে একটা তোড়জোড় চলছে তরুণদের মধ্যে। ১২ জুন শেষ হচ্ছে লাক্স সুপারস্টারের ২০২৫ মৌসুমের রেজিস্ট্রেশন। হাতে সময় আছে আর মাত্র ৭ দিন!
এবারের সিজনটি হবে আরও আধুনিক, আরও সময়োপযোগী। অভিনয়, স্টাইলিং আর কনটেন্ট মেকিং—এই তিনটি বিষয়ে মূল্যায়ন করা হবে প্রতিযোগীদের।
অংশগ্রহণকারীদের উৎসাহ দিতে লাক্স সুপারস্টারের পুরোনো তারকাদের উপস্থিতি লক্ষ করা যাচ্ছে অনলাইন ও অফলাইনে। সোশ্যাল মিডিয়ায় ভিডিওর মাধ্যমে বিদ্যা সিনহা মিম ও মেহজাবীন চৌধুরী সবার সঙ্গে শেয়ার করছেন নিজেদের সুপারস্টার হয়ে ওঠার গল্প। কমেন্ট সেকশনেও অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন তাঁরা।
ঢাকা, সিলেট, রাজশাহীসহ দেশের বিভিন্ন বিভাগীয় শহরের বিশ্ববিদ্যালয়গুলোতে আয়োজন করা হচ্ছে ইন্টারঅ্যাকটিভ সেশন, যেখানে অংশ নিয়েছেন টয়া, নীলা, ইশরাতসহ আরও অনেক লাক্স তারকা। তাঁরা কথা বলছেন লাক্স সুপারস্টারে তাঁদের নিজেদের জার্নি নিয়ে। ঢাকার ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সেশনে নিজের অভিজ্ঞতা শেয়ার করে অভিনেত্রী মুমতাহিনা টয়া বলেন, ‘লাক্স সুপারস্টার পুরো বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ একটা প্ল্যাটফর্ম হিসেবে জায়গা করে নিয়েছে। এখান থেকেই আমাদের ইন্ডাস্ট্রির প্রধান নারী তারকারা এসেছেন। আমার জীবনের সেরা তিনটি মাস আমি কাটিয়েছি এই প্ল্যাটফর্মের সঙ্গে। গ্রুমিংয়ের সময়টা টাফ হলেও প্রসেস শেষ করে যখন বের হবেন, মনে হবে, এটি অমূল্য ছিল!’
এবারের সিজনে বিচারকের আসনে থাকছেন জয়া আহসান, মেহজাবীন চৌধুরী ও রায়হান রাফীর মতো জনপ্রিয় তিন মুখ। শুধু বিচারক নন, এবারের জার্নিজুড়ে তাঁরা মেন্টর হিসেবেও দায়িত্ব পালন করবেন। নিজেদের অভিজ্ঞতায় গড়ে তুলবেন নতুনদের আত্মবিশ্বাস ও দক্ষতা। বিচারকদের সঙ্গে নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে হাজারো রেজিস্ট্রেশন থেকে শীর্ষ ১০০ জনকে লাইভ অডিশনের জন্য বেছে নেওয়ার প্রক্রিয়া।
আরও পড়ুনকে হবেন নতুন লাক্স সুপারস্টার ২৬ মে ২০২৫লাক্স সুপারস্টার কেবল একটি প্রতিযোগিতা নয়, এটি একটি বিশ্বাসযোগ্য গ্রুমিং প্ল্যাটফর্ম। এই মঞ্চ থেকে উঠে আসা অনেক তারকাই আজ দেশের মিডিয়া ইন্ডাস্ট্রির প্রথম সারির মুখ। বাঁধন, মিম, মেহজাবীন, মম, বিন্দু, টয়া, তুশি, অর্ষা—এঁদের সবারই শুরুটা হয়েছিল লাক্স সুপারস্টারের সঙ্গে।
আপনারও যদি সুপারস্টার হওয়ার স্বপ্ন থাকে, তাহলে এখনই সুযোগ। রেজিস্ট্রেশনের সময় প্রায় শেষের দিকে। অভিনয়, স্টাইলিং, আর কনটেন্ট মেকিংয়ে প্যাশন থাকলে রেজিস্ট্রেশন করতে ভিজিট করুন www.
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ল ক স স প রস ট র
এছাড়াও পড়ুন:
অস্ট্রেলিয়ায় নারী এশিয়া কাপ: শক্তিশালী গ্রুপে বাংলাদেশ
বাংলাদেশ নারী ফুটবল দল ইতিহাসের এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে।
আগামী বছরের ১-২৩ মার্চ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে নারী এশিয়া কাপ। ১২ দলের এই টুর্নামেন্টের ড্র সিডনিতে অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে। যেখানে শক্তিশালী গ্রুপে পড়েছে বাংলাদেশ।
‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান, চীন ও উত্তর কোরিয়া। জাঁকজমকপূর্ণ ড্রতে বাংলাদেশ ছিল চার নম্বর প্লটে। সঙ্গী ছিল ইরান ও ভারত। গ্রুপিং ড্রতে টুর্নামেন্টের একমাত্র অভিষিক্ত দল বাংলাদেশ ‘বি’ গ্রুপের তৃতীয় দল নির্বাচিত হয়।
পরের রাউন্ডে ‘বি’ গ্রুপের চতুর্থ দল হয় উজবেকিস্তান। এরপর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চীন বাংলাদেশের গ্রুপের দ্বিতীয় দল হয়। সবশেষ দল হিসেবে এই গ্রুপে যুক্ত হয় উত্তর কোরিয়া। যারা ২০১০ সালে প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছিল।
ড্র অনুষ্ঠানে স্বাগতিক অস্ট্রেলিয়া ও এএফসি অংশগ্রহণকারী সকল দেশের অধিনায়ক ও কোচকে আমন্ত্রণ জানিয়েছিল। প্রথমবার নারী এশিয়া কাপে সুযোগ পাওয়া বাংলাদেশের কেউ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেনি। গতকাল অংশগ্রহণকারী দলগুলোর কোচ, খেলোয়াড়রা ট্রফি নিয়ে ফটোসেশন করে হারবার ব্রিজের সামনে। সেখানে স্বাগতিক অস্ট্রেলিয়া ছাড়া, তাইওয়ান,ভারত, চীন, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান ও ভিয়েতনামের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বাছাইপর্বে বাংলাদেশের পারফরম্যান্স ছিল দুর্বার। ফিফা র্যাঙ্কিংয়ে ১২৮ নম্বরে থাকা বাংলাদেশ পড়েছিল কঠিন ‘সি’ গ্রুপে, যেখানে প্রতিপক্ষ ছিল বাহরাইন (র্যাঙ্কিং ৯২), তুর্কমেনিস্তান এবং স্বাগতিক মিয়ানমার (র্যাঙ্কিং ৫৫)। র্যাঙ্কিংয়ের বিচারে পিছিয়ে থাকলেও মাঠের পারফরম্যান্সে বোঝার উপায় ছিল না।
প্রথম ম্যাচেই বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ঋতুপর্ণার জোড়া গোলের নৈপুণ্যে ২-১ ব্যবধানে হারায় মিয়ানমারকে। শেষ ম্যাচে তুর্কমেনিস্তানকেও ছাড়েনি মেয়েরা। ৭-০ গোলের দাপুটে জয় তুলে নেয় তারা।
এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেয় বাংলাদেশ। আগামী বছর মার্চে বসবে টুর্নামেন্টের ২১তম আসর, যেখানে খেলবে ১২টি দেশ।
ঢাকা/ইয়াসিন