লাক্স সুপারস্টার : রেজিস্ট্রেশনের বাকি আর মাত্র ৭ দিন!
Published: 5th, June 2025 GMT
শুরু হয়েছে লাক্স সুপারস্টার। আর এই খবর ছড়িয়ে পড়তেই দেশজুড়ে কলেজ-বিশ্ববিদ্যালয়ের তরুণীদের মধ্যে তৈরি হয়েছে অন্য রকম এক্সাইটমেন্ট আর আগ্রহ। ক্যাম্পাস, ক্যানটিন, কোচিং সেন্টার কিংবা কফিশপ—যেখানেই তরুণীদের আড্ডা, সেখানেই কথার বিষয়বস্তু এখন লাক্স সুপারস্টার। সবার মুখে মুখে, ‘তুমি রেজিস্ট্রেশন করেছ তো?’ কেউ বলছে করেছে, কেউ ভাবছে করবে—সব মিলিয়ে একটা তোড়জোড় চলছে তরুণদের মধ্যে। ১২ জুন শেষ হচ্ছে লাক্স সুপারস্টারের ২০২৫ মৌসুমের রেজিস্ট্রেশন। হাতে সময় আছে আর মাত্র ৭ দিন!
এবারের সিজনটি হবে আরও আধুনিক, আরও সময়োপযোগী। অভিনয়, স্টাইলিং আর কনটেন্ট মেকিং—এই তিনটি বিষয়ে মূল্যায়ন করা হবে প্রতিযোগীদের।
অংশগ্রহণকারীদের উৎসাহ দিতে লাক্স সুপারস্টারের পুরোনো তারকাদের উপস্থিতি লক্ষ করা যাচ্ছে অনলাইন ও অফলাইনে। সোশ্যাল মিডিয়ায় ভিডিওর মাধ্যমে বিদ্যা সিনহা মিম ও মেহজাবীন চৌধুরী সবার সঙ্গে শেয়ার করছেন নিজেদের সুপারস্টার হয়ে ওঠার গল্প। কমেন্ট সেকশনেও অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন তাঁরা।
ঢাকা, সিলেট, রাজশাহীসহ দেশের বিভিন্ন বিভাগীয় শহরের বিশ্ববিদ্যালয়গুলোতে আয়োজন করা হচ্ছে ইন্টারঅ্যাকটিভ সেশন, যেখানে অংশ নিয়েছেন টয়া, নীলা, ইশরাতসহ আরও অনেক লাক্স তারকা। তাঁরা কথা বলছেন লাক্স সুপারস্টারে তাঁদের নিজেদের জার্নি নিয়ে। ঢাকার ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সেশনে নিজের অভিজ্ঞতা শেয়ার করে অভিনেত্রী মুমতাহিনা টয়া বলেন, ‘লাক্স সুপারস্টার পুরো বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ একটা প্ল্যাটফর্ম হিসেবে জায়গা করে নিয়েছে। এখান থেকেই আমাদের ইন্ডাস্ট্রির প্রধান নারী তারকারা এসেছেন। আমার জীবনের সেরা তিনটি মাস আমি কাটিয়েছি এই প্ল্যাটফর্মের সঙ্গে। গ্রুমিংয়ের সময়টা টাফ হলেও প্রসেস শেষ করে যখন বের হবেন, মনে হবে, এটি অমূল্য ছিল!’
এবারের সিজনে বিচারকের আসনে থাকছেন জয়া আহসান, মেহজাবীন চৌধুরী ও রায়হান রাফীর মতো জনপ্রিয় তিন মুখ। শুধু বিচারক নন, এবারের জার্নিজুড়ে তাঁরা মেন্টর হিসেবেও দায়িত্ব পালন করবেন। নিজেদের অভিজ্ঞতায় গড়ে তুলবেন নতুনদের আত্মবিশ্বাস ও দক্ষতা। বিচারকদের সঙ্গে নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে হাজারো রেজিস্ট্রেশন থেকে শীর্ষ ১০০ জনকে লাইভ অডিশনের জন্য বেছে নেওয়ার প্রক্রিয়া।
আরও পড়ুনকে হবেন নতুন লাক্স সুপারস্টার ২৬ মে ২০২৫লাক্স সুপারস্টার কেবল একটি প্রতিযোগিতা নয়, এটি একটি বিশ্বাসযোগ্য গ্রুমিং প্ল্যাটফর্ম। এই মঞ্চ থেকে উঠে আসা অনেক তারকাই আজ দেশের মিডিয়া ইন্ডাস্ট্রির প্রথম সারির মুখ। বাঁধন, মিম, মেহজাবীন, মম, বিন্দু, টয়া, তুশি, অর্ষা—এঁদের সবারই শুরুটা হয়েছিল লাক্স সুপারস্টারের সঙ্গে।
আপনারও যদি সুপারস্টার হওয়ার স্বপ্ন থাকে, তাহলে এখনই সুযোগ। রেজিস্ট্রেশনের সময় প্রায় শেষের দিকে। অভিনয়, স্টাইলিং, আর কনটেন্ট মেকিংয়ে প্যাশন থাকলে রেজিস্ট্রেশন করতে ভিজিট করুন www.
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ল ক স স প রস ট র
এছাড়াও পড়ুন:
মাইক্রোসফটের ফ্রি অনলাইন কোর্স : ডেটা সায়েন্স–এআইসহ নানা বিষয়ে শেখার সুযোগ
ঘরে বসেই দক্ষতা বাড়াতে শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ নিয়ে এসেছে মাইক্রোসফট। এই অনলাইন কোর্সগুলো edX প্ল্যাটফর্মে উন্মুক্ত করা হয়েছে। বিশ্বের যেকোনো প্রান্তের শিক্ষার্থী বা পেশাজীবীরা কোর্সগুলোতে অংশ নিতে পারবেন।
২০২৫ সালের এই প্রোগ্রামে ৬০টির বেশি অনলাইন কোর্স রয়েছে, যা বিভিন্ন বিষয়ে দক্ষতা বৃদ্ধির সুযোগ দেবে। দ্রুত পরিবর্তনশীল চাকরির বাজারে নিজেকে আরও প্রতিযোগিতামূলক করে তুলতে সাহায্য করবে এসব কোর্স। একই সঙ্গে শিক্ষার্থীরা Microsoft AI Skills Fest-এ অংশ নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) সম্পর্কিত বিশেষায়িত কোর্সও করতে পারবেন।
মাইক্রোসফটের লক্ষ্য হলো আজকের চাকরির বাজারে চাহিদাসম্পন্ন প্রয়োজনীয় প্রযুক্তিগত দক্ষতা গড়ে তুলতে সহায়তা করা। এই কোর্সগুলো শিক্ষার্থীরা নিজের সুবিধামতো সময়ে শিখতে পারবেন। এখানে থাকছে ক্লাউড কম্পিউটিং, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং সাইবার সিকিউরিটিসহ নানা বিষয়ে হাতে–কলমে শেখার সুযোগ।
বিশেষজ্ঞদের কাছ থেকে শেখার সুযোগ
মাইক্রোসফটের অভিজ্ঞ বিশেষজ্ঞরা এই কোর্সগুলো তৈরি ও পরিচালনা করেন। ফলে অংশগ্রহণকারীরা বাস্তব জীবনের জ্ঞান এবং দক্ষতা অর্জন করতে পারবেন। যাঁরা প্রযুক্তির জগতে নতুন, তাঁরা বিগিনার লেভেলের কোর্স দিয়ে শুরু করতে পারবেন। আর যাঁরা অভিজ্ঞ, তাঁদের জন্য রয়েছে ইন্টারমিডিয়েট লেভেলের কোর্স। এ ছাড়া অংশগ্রহণকারীরা নিজেদের নতুন অ্যাপ্লিকেশন, ডিজিটাল সেবা এবং উদ্ভাবনী সমাধান ডিজাইন করার দক্ষতা অর্জন করতে পারবেন।
কোর্স কাঠামো ও সার্টিফিকেট
মাইক্রোসফটের এই অনলাইন কোর্সগুলো ফ্রি অডিট ট্র্যাকের মাধ্যমে সম্পূর্ণ বিনা খরচে করা যাবে। তবে যাঁরা শিখে একটি অফিশিয়াল ভেরিফায়েড সার্টিফিকেট পেতে চান, তাঁরা নামমাত্র ফি দিয়ে সার্টিফিকেট নিতে পারবেন, যা চাকরি বা ক্যারিয়ারে বাড়তি গুরুত্ব দেবে।
এটি একটি MOOC (Massive Open Online Course) উদ্যোগ, যা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ফ্রি অনলাইন কোর্স ২০২৫-এর মতো বিশ্বব্যাপী শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত।
মাইক্রোসফটের কোর্স এখন করা যায় ঘরে বসেই