ঈদযাত্রার শেষদিনে ট্রেনেও উপচে পড়া ভিড়
Published: 6th, June 2025 GMT
‘সড়কপথে গাড়ি নড়ে না, তীব্র যানজট। তাই ট্রেনেই টিকিট কেটেছি। তবে ট্রেনেও দাঁড়ানোর জায়গা নেই। রাজধানীর কমলাপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেন দাঁড়াতেই হুড়মুড়িয়ে উঠে পড়লেন যাত্রীরা। দরজা দিয়ে ঢুকতে না পেরে অনেকে উঠে পড়লেন ছাদে। এই অবস্থায় কোনো মতে পরিবার নিয়ে ট্রেনের মধ্যে উঠলেও নিজের আসনে যেতে আধা ঘণ্টা সময় লাগে।’ জানালা দিয়ে এসব কথা বলছিলেন তেঁতুলিয়ার মুরাদ হোসেন। তবে ট্রেনের এই অবস্থা শুধু পঞ্চগড়গামী এই ট্রেনেই নয়, উত্তরের সব ট্রেনই ছাড়ে যাত্রী বোঝায় করে।
ঈদযাত্রার শেষদিন শুক্রবার এমন চিত্র দেখা যায় কমলাপুরে। যে যেভাবে পারছেন, ট্রেনে উঠে পড়ছেন। আগাম টিকিট না পাওয়া যাত্রীরা ট্রেনের ভেতরে দাঁড়িয়ে ও ছাদে যাচ্ছেন।
সকালে রংপুর যাওয়ার জন্য স্টেশনে এসেছেন কুড়িগ্রামের সুমন মিয়া। সমকালকে তিনি বলেন, ‘বাসে গেলে বাড়িতে গিয়ে ঈদ করতে পারব কিনা জানি না। টিভিতে দেখেছি যারা বৃহস্পতিবার যাত্রা শুরু করেছেন তাদের অনেকেই এখনও পৌছায় নাই। তাই টিকিট না থাকলেও স্টেশনে আসছি। স্ট্যান্ড টিকিটও পাই নাই। রংপুর এক্সপ্রেসের কোনোমতে উঠে যাবো।
পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ছাড়ার সময় সকাল ১০টা হলেও দেড় ঘণ্টা আগেই প্ল্যাটফর্মে আসে ট্রেনটি। দু-একটি বাদে বেশিরভাগ ট্রেনই ছেড়ে যাচ্ছে নির্ধারিত সময়ে। সব ট্রেন যাত্রীতে পূর্ণ।
একতা এক্সপ্রেসের যাত্রী আশরাফুল আলম বলেন, ‘এই ট্রেন প্রতিদিন লেট করে ছাড়ে। কিন্তু এবার ভালোই মনে হচ্ছে। নির্ধারিত সময়ের আগেই প্ল্যাটফর্মে ট্রেন চলে এসেছে।’
অন্যদিকে কক্সবাজারের পথে চলাচল করা পর্যটক এক্সপ্রেস ট্রেনটি সকাল ৬টায় ছাড়ার কথা থাকলেও ৯টার মধ্যেও ট্রেনটি কমলাপুরে দেখা যায়নি। বৃহস্পতিবার রাতে কক্সবাজার থেকে ঢাকায় আসার পথে চট্টগ্রামের কালুরঘাট সেতুতে ট্রেনটি দুর্ঘটনায় পড়ে। এ কারণে ট্রেনটি ছাড়াও সময় দেওয়া হয় সকাল ১০টা ২০ মিনিটে। ট্রেনটির প্রায় আট-নয়শ’ যাত্রী ছিলেন কমলাপুরে অপেক্ষায়।
হুমায়ুন কবির নামে এক যাত্রী বলেন, আমরা ভোর পৌনে ৬টায় এসেছি। এরপর থেকে অপেক্ষায় আছি। বৃহস্পতিবার রাত ১১টায় ওই ট্রেন অ্যাক্সিডেন্ট করেছে। এখন বাজে ৯টা। আমরা প্রায় ১ হাজার মানুষ অপেক্ষায় আছি। ট্রেন কখন আসবে সেটা বলার মতো কেউ নেই।
রংপুর এক্সপ্রেস ট্রেন সকাল ৯টা ১০মিনিটে ছাড়ার থাকলেও ৯টা ৪০ মিনিট পর্যন্তও সেটি কমলাপুরেই ছিল। কাউনিয়ার যাত্রী মিনহাজুল ইসলাম বলেন, সকাল পৌনে ১০টায় বলেন, আমরা ৮টার দিকে স্টেশনে চলে এসেছি। কিন্তু ট্রেন এসেছে দেরিতে। তবে এবার অন্য বছরের মতো খুব বেশি দেরি করছে না।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ঈদয ত র কমল প র ট র নট
এছাড়াও পড়ুন:
আ.লীগ গোপনভাবে ১০টি চুক্তি করে দেশকে পরাধীন করেছিল: রেজাউল করীম
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, “ভারতের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ গোপনভাবে ১০টি চুক্তি করে দেশকে পরাধীন জাতিতে পরিণত করেছিল। আওয়ামী লীগ দেশের জন্য রাজনীতি না করে ভারতের তাবেদারি করেছে।”
তিনি বলেন, “সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন হলে দেশে আর ফ্যাসিবাদ তৈরি হবে না। জবাবদিহিমূলক সরকার কায়েম হবে। একটি সুন্দর দেশ গঠন হবে।”
বুধবার (৩০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় নড়াইল পুরাতন বাস টার্মিনাল মুক্ত মঞ্চে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রেজাউল করীম বলেন, “পিআর পদ্ধতিতে নির্বাচন হলে প্রতিটি ভোটের কার্যকর ব্যবহার নিশ্চিত হবে। সব দল-মতের প্রতিনিধিত্বের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক সরকার তৈরি হবে।”
তিনি বলেন, “আওয়ামী লীগ দিনের ভোট রাতে বাক্সে ঢুকিয়ে বিগত বছরগুলোতে ক্ষমতায় আসীন ছিল। গত বছরের ৫ আগস্ট পর্যন্ত পতিত ফ্যাসিস্টদের হাতে অনেক মায়ের কোল খালি হয়েছে। পতিত স্বৈরাচার দেশকে অস্থিতিশীল করে সুযোগ নেওয়ার পায়তারা করে যাচ্ছে। তাই রাজনৈতিক দলগুলোকে নিজ দলের ব্যাপারে সতর্ক থাকতে হবে।”
রেজাউল করীম বলেন, “রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে সমালোচনা করে বক্তব্য এবং মন্তব্যে শিষ্টাচারের প্রতি লক্ষ্য রাখতে হবে রাজনৈতিক দলগুলোর। কারণ কোনো অবস্থাতেই পতিত ফ্যাসিবাদকে এদেশে সুযোগ করে দেওয়া যাবে না।”
চরমোনাই পীর সমাবেশ শেষে নড়াইলের দুইটি আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাত পাখা প্রতীকের প্রার্থীদের নাম ঘোষণা করেন। তারা হলেন- নড়াইল-১ (কালিয়া-সদর উপজেলার আংশিক) আসনে মাওলানা আব্দুল আজিজ এবং নড়াইল-২ আসনে (লোহাগড়া-নড়াইল সদরের আংশিক) অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম।
ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলার সভাপতি মাওলানা খায়রুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- দলের নায়েবে আমির অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আওয়াল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নড়াইল জেলা আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু, সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার, ইসলামী আন্দোলন বাংলাদেশের চট্টগ্রাম মহানগরীর নেতা মাওলানা জান্নাতুল ইসলাম, নড়াইল জেলা সেক্রেটারি এসএম নাসির উদ্দিন।
ঢাকা/শরিফুল/মাসুদ