আষাঢ়ে রাজশাহীতে বদলে গেছে বৃষ্টির ধরন, কেন
Published: 10th, July 2025 GMT
গতকাল বুধবার রাজশাহীতে সকাল থেকে বৃষ্টি হয়েছে। আষাঢ় মাসের শুরু থেকেই এখানে বৃষ্টি ঝরছে। অথচ গত বছর আষাঢ় মাসে মাত্র এক দিন বৃষ্টি হয়েছিল। তার আগের বছর ২০২৩ সালে বৃষ্টি হয়েছিল মাত্র তিন দিন। ২০২২ সালে চার দিন, ২০২১ সালে ছয় দিন, তার আগের বছর ২০২০ সালে বৃষ্টি হয়েছে পাঁচ দিন।
এবারের মতো আষাঢ়ে এমন বৃষ্টি সাম্প্রতিক বছরগুলোতে কবে হয়েছে, তা কেউ মনে করতে পারেন না। এবারের বৃষ্টির রূপ একেবারেই আলাদা। আষাঢ়ের ২৬ দিনে ২৫ মিলিমিটারের ওপর বৃষ্টি হয়েছে মাত্র দুই দিন; কিন্তু প্রতিদিনই অল্প হলেও বৃষ্টি হয়েছে।
রাজশাহী অঞ্চলে বৃষ্টি নিয়ে একটি লোককথা প্রচলিত আছে, ‘সারা বছরের খরা, এক দিনের ঝরা।’ সেই রকম বৃষ্টি এক দিন হলেই গ্রামের পুকুর-ডোবা, খাল-বিল সব ভরে যেত। আর কোথা থেকে যেন হলুদ রঙের ব্যাঙ বের হয়ে আসত। তারা ডোবার ধারে বসে গাল ফুলিয়ে ফুলিয়ে ডাকত। অনেক দিন আর সেই দৃশ্য চোখে পড়ে না।
জেলার চারঘাট উপজেলার ভয়ালক্ষ্মীপুর গ্রামের অটোরিকশাচালক হাবিবুর রহমান (৬০) বলেন, এ বছর এক দিন তিনি কয়েকটি ব্যাঙ দেখেছেন। সেদিন একটু ভারী বৃষ্টি হয়েছিল। তা ছাড়া আগের মতো বৃষ্টি হলেই ব্যাঙের ডাক আর শোনা যায় না।
বাঘা উপজেলার পাঁচপাড়া উচ্চবিদ্যালয় প্রধান শিক্ষক রফিজ উদ্দিন বলেন, এ বছর চৈত্র মাসে এক দিন ভারী বৃষ্টি হয়েছে। সেদিন কয়েকটি ব্যাঙ তিনি দেখেছেন। তা ছাড়া এই যে ভরা আষাঢ় মাস যাচ্ছে, রোজ বৃষ্টি হচ্ছে; কিন্তু পুকুর, ডোবা–নালা কিছুই ভরেনি। ব্যাঙও ডাকেনি। রাজশাহীর চারঘাটের বড়াল নদ এখনো শুকিয়ে আছে। শুধু চারঘাট স্লুইসগেটের সামনে একটু জায়গায় পানি আছে। জেলার কোনো উপজেলাতেই বড় পুকুর-ডোবা, খালে-বিলে আষাঢ়ের থইথই করা পানি নেই।
রাজশাহী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, এবার আষাঢ়ের চতুর্থ দিন রাজশাহীতে মাসের সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয়েছে। সেটি ছিল ৪৭ মিলিমিটার। এরপর আষাঢ়ের নবম দিনে বৃষ্টি হয়েছে ৪০ মিলিমিটার।
রাজশাহীতে ১৩ বছর ধরে আবহাওয়ার তথ্য লিপিবদ্ধ করেন রাজশাহী কলেজিয়েট স্কুলের সাবেক শিক্ষক, নওগাঁর শাহ কৃষিতথ্য পাঠাগার ও জাদুঘরের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর শাহ। তাঁর হিসাবমতে, এবার আষাঢ়ের প্রথম দিন থেকে শুরু করে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে; কিন্তু এক দিনও ভারী বৃষ্টি হয়নি। তিনি বলেন, আগের দিনে লাগাতার বৃষ্টি হতো। এলাকার মুরব্বিরা বলতেন, ‘শনিতে সাত আর মঙ্গলে তিন।’ অর্থাৎ শনিবার বৃষ্টি শুরু হলে সাত দিন ধরে লেগে থাকত। আর মঙ্গলবারে শুরু হলে তিন দিন ধরে লেগে থাকত। তখন বৃষ্টিতে পুকুরের মাছ ভেসে যেত। এখন বৃষ্টির সেই চেহারা বদলে গেছে। তবে এবার আষাঢ়ের চেহারা একেবারেই ভিন্ন। মাসের প্রতিদিনই কমবেশি বৃষ্টি হচ্ছে; কিন্তু কাজে লাগার মতো বৃষ্টি হয়নি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক চৌধুরী সারোয়ার জাহান বলেন, কয়েক বছর ধরে এল–নিনোর প্রভাব প্রবল ছিল। এ কারণে রাজশাহীতে বৃষ্টিপাত সে রকম হয়নি। এবার দেখা যাচ্ছে ঠিক বিপরীতমুখী অবস্থার তৈরি হয়েছে। এটার কারণ হচ্ছে লা–নিনার প্রভাব প্রবল হয়েছে। গত বছর এ সময়ে আবহাওয়া যত উষ্ণ ছিল, এবার ততটাই শীতল। এটা হচ্ছে লাগাতার বৃষ্টির কারণে। প্রতিদিনই একটু না একটু বৃষ্টি হচ্ছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: এক দ ন
এছাড়াও পড়ুন:
জকসুসহ তিন দফা দাবি মেনে নিল প্রশাসন, ৩২ ঘণ্টা পর অনশন ভাঙলেন শিক্ষার্থীরা
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও সম্পূরক বৃত্তিসহ আন্দোলনরত শিক্ষার্থীদের তিন দফা দাবি মেনে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর পরিপ্রেক্ষিতে প্রশাসনের আশ্বাসে ৩২ ঘণ্টা পর অনশন ভেঙে কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
বুধবার রাত দশটার দিকে প্রশাসনের পক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রক্টর মুহাম্মদ তাজাম্মুল হক দাবি মেনে নেওয়ার ঘোষণা দিলে আন্দোলন প্রত্যাহার করে নেন শিক্ষার্থীরা। এ সময় অনশনরত শিক্ষার্থীদের ফলের রস খাইয়ে অনশন ভাঙানো হয়। শিক্ষার্থীদের অনশন ভঙ্গ করান করান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মুহাম্মদ তাজাম্মুল হক ও সিন্ডিকেট সদস্য বিলাল হোসাইন।
এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক শেখ গিয়াসউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৭ নভেম্বর জকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই মোতাবেক নির্বাচনের রূপরেখাও ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী জানুয়ারি থেকে আবাসন ভাতা পাবেন শিক্ষার্থীরা। সেই সঙ্গে বৃত্তির জন্য উপযুক্ত শিক্ষার্থীদের নভেম্বরের মধ্যে যাচাই-বাছাই করার কাজ শেষ করা হবে।
অনশনকারী শিক্ষার্থীদের উদ্দেশে প্রক্টর মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, শিক্ষার্থীদের দাবি অনুযায়ী ২৭ নভেম্বরের আগেই কেন্দ্রীয় পাঠাগারে শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র স্থাপন করা হবে। ক্যাফেটেরিয়ার খাবারের মানোন্নয়নে প্রশাসন কাজ করবে।
আরও পড়ুনতিন দাবিতে ২৪ ঘণ্টা ধরে ৪ শিক্ষার্থীর অনশন, দুজন অসুস্থ১২ ঘণ্টা আগেএ সময় অনশনে বসা উদ্ভিদ বিজ্ঞানের বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এ কে এম রাকিব বলেন, আমাদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। জকসুর রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। আবাসন ভাতার জন্য প্রতিশ্রুত সময়ও দিয়েছে প্রশাসন। কেন্দ্রীয় পাঠাগারে শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র স্থাপনের ঘোষণা দেওয়া হয়েছে। এ কারণে আমরা অনশন ভেঙে আন্দোলন প্রত্যাহার করেছি।
সতর্ক করে দিয়ে এ কে এম রাকিব আরও বলেন, যদি প্রশাসন ঘোষিত সময়ের মধ্যে আমাদের দাবিগুলো পূরণ করতে ব্যর্থ হয়, তাহলে সমস্ত দায় মাথায় নিয়ে সম্পূর্ণ প্রশাসনকে পদত্যাগ করতে হবে।
এর আগে তিন দফা দাবি আদায়ে গত মঙ্গলবার বেলা দুইটায় বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ রফিক ভবনের নিচে অনশন শুরু করেন চারজন শিক্ষার্থী। সোমবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) পক্ষ থেকে অনশন কর্মসূচি শুরুর কথা জানানো হয়। অনশনে বসা চার শিক্ষার্থীর মধ্যে তিনজন বাগছাসের নেতা।
আরও পড়ুনজকসু নির্বাচনের রূপরেখা ঘোষণা, ভোট ২৭ নভেম্বর২ ঘণ্টা আগে