‘ঢাকায় এসো বলে আসিফ নিজেই এল লাশ হয়ে, এ শোক সইব কীভাবে’
Published: 10th, July 2025 GMT
বগুড়া শহরের বাড়িতে একাই থাকতেন আসিফ আহমেদের (২০) বাবা রফিকুল ইসলাম। কয়েক দিন আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসিফ মুঠোফোনে তাঁর বাবাকে বলেছিলেন, তাঁর প্রথম বর্ষের পরীক্ষা শেষ হবে ১৩ জুলাই; এরপর ঢাকায় বড় ভাইয়ের বাসায় যাবেন। সেখানে তাঁর বাবাকেও আসতে বলেন। তবে আসিফের সেই ইচ্ছা পূরণ হয়নি; কফিনে মোড়ানো লাশ হয়ে ফিরেছেন বাড়িতে। ছেলের এই অকালমৃত্যুতে শোকে পাগলপ্রায় অবস্থা রফিকুল ইসলামের।
আসিফ আহমেদের বাড়ি বগুড়া শহরের নারুলি দক্ষিণপাড়া এলাকায়। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উন্নয়ন অধ্যয়ন বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। গত মঙ্গলবার সকালে কক্সবাজারের হিমছড়ি সৈকতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে আসিফসহ একই বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র ভেসে যান। পরে গতকাল বুধবার সকালে কক্সবাজারে সমুদ্রসৈকতে আসিফের লাশ ভেসে ওঠে। আজ বৃহস্পতিবার সকালে বগুড়ায় আসিফের লাশ দাফনের আগে রফিকুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘ঢাকায় এসো বলে আসিফ নিজেই এল লাশ হয়ে। এ শোক সইব কীভাবে?’
আরও পড়ুনকক্সবাজার সাগরে গোসল করতে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ ২০৮ জুলাই ২০২৫রফিকুল ইসলাম গাবতলী উপজেলার বাগবাড়ি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক। দুই বছর আগে স্ত্রী মারা গেছেন। তাঁদের দুই ছেলের মধ্যে আসিফ ছোট। রফিকুল বলেন, পরিবারের সবার চোখের মণি ছিলেন আসিফ। তাঁকে (রফিকুলকে) ঢাকায় বড় ছেলের বাসায় যেতে বলে নিজেই (আসিফ) চলে গেলেন মায়ের কাছে। বাবার কাঁধে সন্তানের লাশ, এর চেয়ে কষ্টদায়ক কিছু নেই।
ছেলে হারানোর শোক কিছুতেই ভুলতে পারছেন না রফিকুল ইসলাম। বারবার তাঁর স্মৃতি মনে করছিলেন। একপর্যায়ে বলেন, ‘আমাকে না বলেই বন্ধুদের সঙ্গে কক্সবাজারে গিয়েছিল। আমাকে যেতে হয়নি। নিজেই ফিরেছে, কফিনে মোড়ানো নিথর লাশ হয়ে।’
আরও পড়ুনএক দিন পর ভেসে এল আরেক শিক্ষার্থীর লাশ, নিখোঁজ ১০৯ জুলাই ২০২৫আসিফ বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ থেকে এসএসসি এবং বগুড়া কলেজ থেকে এইচএসসি পাস করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, আসিফ ও তাঁর সহপাঠীদের প্রথম বর্ষের লিখিত পরীক্ষা গত সোমবার শেষ হয়। পরীক্ষা শেষে বিকেলে আসিফসহ পাঁচজন কক্সবাজারে বেড়াতে যান। এর মধ্যে তিনজন গত মঙ্গলবার সকালে হিমছড়ি সৈকত এলাকায় সাগরে গোসল করতে নেমে ভেসে যান। পরে তিনজনের লাশ উদ্ধার হয়। আজ সকালে দুই দফা জানাজা শেষে গাবতলী উপজেলার বাগবাড়ি এলাকায় পারিবারিক কবরস্থানে আসিফের মরদেহ দাফন করা হয়েছে।
আরও পড়ুনচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর খোঁজ মেলেনি, সাগরে তল্লাশি চলছে০৮ জুলাই ২০২৫.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বাগদানের গুঞ্জনের মাঝে হুমার রহস্যময় পোস্ট
অনেক দিন ধরে গুঞ্জন উড়ছে, অভিনয় প্রশিক্ষক রচিত সিংয়ের সঙ্গে প্রেম করছেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। যদিও তারা এ সম্পর্কের কথা কখনো স্বীকার করেননি। কয়েক দিন আগে জানা যায়, দীর্ঘ দিনের কথিত প্রেমিক রচিতের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন হুমা কুরেশি।
বিভিন্ন সংবাদমাধ্যমের বরাত দিয়ে দ্য ফ্রি প্রেস জার্নাল জানিয়েছে, এক বছরের বেশি সময় লিভ-ইন সম্পর্কে থাকার পর বাগদান সম্পন্ন করেছেন তারা। যদিও এই খবরের কোনো প্রতিক্রিয়া জানাননি হুমা।
আরো পড়ুন:
আমার স্বামীর উপরে কু-নজর পড়েছে: অঙ্কিতা
‘উদয়ের সঙ্গে ব্রেকআপের পর অনেক কষ্ট পেয়েছিলাম’
বুধবার (১৭ সেপ্টেম্বর) ইনস্টাগ্রামে একটি রহস্যময় বার্তা শেয়ার করেছেন এই অভিনেত্রী। হুমা তার ইনস্টাগ্রাম স্টোরিতে রামেন বাউলের ছবি শেয়ার করে লেখেন, “প্রত্যেকেরই শান্ত হওয়া প্রয়োজন… আর শান্তভাবে কাজ করা উচিত।” পাশাপাশি জানান, তিনি বর্তমানে দক্ষিণ কোরিয়ায় অবস্থান করছেন।
এর আগে হুমা-রচিতের ঘনিষ্ঠজন হিন্দুস্তান টাইমসকে বলেন, “হুমা তার দীর্ঘ দিনের প্রেমিক, অভিনয় প্রশিক্ষক রচিত সিংয়ের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন।”
হুমা ও রচিতের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়, তাদের ঘনিষ্ঠ বন্ধু, গায়িকা আকাসা সিংয়ের শেয়ার করা একটি ছবিকে কেন্দ্র করে। এ ছবির ক্যাপশনে আকাসা লেখেন, “এক টুকরো এই স্বর্গের জন্য তোমাদের অভিনন্দন। দারুণ একটি রাত কেটেছে।”
এ ঘটনার কিছুদিন পর, হুমা ও রচিতকে একসঙ্গে দেখা যায় সোনাক্ষী সিনহা ও জহির ইকবালের বিয়েতে, দুজনেই সেদিন পরেছিলেন গোলাপী রঙের পোশাক। তাদের রসায়ন ছিল চোখে পড়ার মতো এবং ভক্তরা দ্রুত অনলাইনে খোঁজখবর নেওয়া শুরু করেন এই রহস্যময় ব্যক্তিটিকে (রচিত) নিয়ে।
সম্প্রতি, রচিতের ঘনিষ্ঠ একজনের জন্মদিন উদযাপনের সময় আবারো তাদের একসঙ্গে দেখা যায়, যা তাদের বাগদান নিয়ে জল্পনা আরো বাড়িয়ে তোলে। তবে বাগদান নিয়ে নানা চর্চা চললেও সরাসরি একটি কথাও বলেননি হুমা কিংবা রচিত।
রচিত সিংহ একজন নামকরা অভিনয় প্রশিক্ষক। রচিত সিং ওয়ার্কশপ নামে তার নিজস্ব প্রতিষ্ঠান রয়েছে। এই ওয়ার্কশপের মাধ্যমে ১০০টিরও বেশি কর্মশালা পরিচালনা করেছেন রচিত। তার কর্মশালায় অংশ নিয়েছেন—গুলশন দেবাইয়া, ইমাদ শাহ, কুণাল কাপুর, পূজা হেগডে, হর্ষবর্ধন রানে, অমৃতা সুবাস, সহানা গোস্বামী, অহনা কুমারা, রণবীর সিং, বরুণ ধাওয়ান, ভিকি কৌশল, অনুশকা শর্মা, অনীত পড্ডা, শানায়া কাপুরের মতো অভিনয়শিল্পীরা।
এর আগে পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার মুদাসসার আজিজের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। দীর্ঘ ৩ বছর সম্পর্কে ছিলেন তারা। ২০২২ সালের শেষের দিকে জানা যায়, ভেঙে গেছে এই সম্পর্ক।
ঢাকা/শান্ত