এক মাসে তিনটি শ্রেষ্ঠ গীতিকবির স্বীকৃতি পেয়েছেন মাহমুদ মানজুর। পেশায় বিনোদন সাংবাদিক হলেও দুই দশক ধরে তিনি সিনেমা, নাটক ও স্বাধীন মাধ্যমে গান রচনা করে আসছেন। নিবিড়ভাবে জড়িয়ে আছেন গীতিকবিদের নিয়ে দেশের একমাত্র সংগঠন গীতিকবি সংঘ বাংলাদেশ-এর সঙ্গে।

দুই দশকের গান-ক্যারিয়ারে আগেও স্বীকৃতি পেয়েছেন এই গীতিকবি। তবে এবারের অভিজ্ঞতা একেবারে আলাদা। কারণ, এবার তিনি মে মাসে স্বীকৃতির হ্যাটট্রিক করেছেন। অর্থাৎ এক মাসের ভেতরেই তিনি তিনটি শ্রেষ্ঠ গীতিকবির সম্মাননা পেয়েছেন আলাদা তিনটি সংগঠন থেকে।

এরমধ্যে ২৩ মে সন্ধ্যায় গীতিকবিতায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা ‘লাবণ্য অ্যাওয়ার্ড-২০২৫’ অর্জন করেছেন মাহমুদ মানজুর। রাজধানীর সেগুনবাগিচায় কচিকাঁচার মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এই স্বীকৃতি তার হাতে তুলে দেন চলচ্চিত্র প্রযোজক আলিমুল্লাহ খোকন।

এরপর ২৬ মে রাতে রাজধানীর চার তারকা হোটেল স্কাই সিটিতে জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘এক্সিলেন্স ইন সাকসেস অ্যাওয়ার্ড-২০২৫’ আসরে শ্রেষ্ঠ গীতিকারের পদক অর্জন করেছেন মাহমুদ মানজুর। তার এই স্বীকৃতি মিলেছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নির্মাণে ‘বিদিশা’ নাটকের ‘আলো আলো করছো’ গানের জন্য। গানটি গেয়েছেন রেশমি মির্জা সুর করেছেন শাহরিয়ার মার্সেল।

মে মাসের একেবারে শেষ সন্ধ্যায় (৩১ মে) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তন থেকে মাহমুদ মানজুর আরও একটি শ্রেষ্ঠ গীতিকবির স্বীকৃতি ঘরে তুলে হ্যাটট্রিক করেন। টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব) আয়োজিত ‘ট্র্যাব আইকনিক অ্যাওয়ার্ড-২০২৫’-এ তিনি এই স্বীকৃতি পেয়েছেন রূপঙ্কর বাগচীর গাওয়া এবং জয় শাহরিয়ারের সুর করা ‘কেমন আছ তুমি’ গানের জন্য।

একমাসে হ্যাটট্রিক অর্জন প্রসঙ্গে মাহমুদ মানজুর বলেন, ‘আনুষ্ঠানিক স্বীকৃতি বিষয়টি আমার কাছে বরাবরই অস্বস্তিতে ফেলে দেয়। এই অস্বস্তির কারণে জীবনের প্রথমভাগে অসংখ্য স্বীকৃতি আমি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করিনি। তবে সেই বোধ ক্রমশ কেটে যাচ্ছে। এখন স্বীকৃতি গ্রহণ করতে ভালোই লাগে। মনে হয়, এটা আমার প্রাপ্য। ফলে যেটা আমি পাই, সেটিকে সাদরে গ্রহণ করতে তো বাধা নেই। আর মূল কথা হচ্ছে স্বীকৃতি নেওয়া মানে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা নিয়ে ঘরে ফেরা। সেটাই করতে চাই।’

প্রসঙ্গত, দুই দশকেরও বেশি সময় ধরে দেশীয় ও আন্তর্জাতিক সংস্কৃতির বিকাশে কাজ করে চলেছেন সাংবাদিক ও গীতিকবি মাহমুদ মানজুর। এ পর্যন্ত তিনি দেড় শতাধিক গান লিখেছেন নাটক, সিনেমা ও স্বাধীন মাধ্যমে। পেয়েছেন কালচারাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) থেকে শ্রেষ্ঠ গীতিকবির সম্মাননা। জুরি সদস্য হিসেবে কাজ করেছেন গীতিকবি সংঘ বাংলাদেশ-এর সদস্য বাছাই প্রক্রিয়ায়।

অন্যদিকে সাংবাদিকতায়ও মাহমুদ মানজুরের অর্জন রয়েছে উল্লেখযোগ্য। সাংবাদিকতার প্রথমাংশে ২০০৭ সালে তিনি পেয়েছেন শ্রেষ্ঠ সাংস্কৃতিক প্রতিবেদক হিসেবে ‘বিসিআরএ-২০০৭’ পদক। ২০০১ সাল থেকে কাজ করেছেন যথাক্রমে সাপ্তাহিক পূর্ণিমা, দৈনিক যুগান্তর, পাক্ষিক তারকালোক, দৈনিক ভোরের কাগজ, দৈনিক আজকের কাগজ, দৈনিক মানবজমিন-এ। ২০১৫ সাল থেকে আর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট এডিটর হিসেবে দায়িত্ব পালন করছেন দেশের অন্যতম অনলাইন পোর্টাল বাংলা ট্রিবিউন-এ। এরমধ্যে মাহমুদ মানজুর দুইবার সরাসরি কাভার করেছেন ফ্রান্সে অনুষ্ঠিত বিশ্বের সবচেয়ে নামকরা চলচ্চিত্র উৎসব ‘কান ফিল্ম ফেস্টিভ্যাল-২০২৩ ও ২০২৪’। এছাড়াও বাংলাদেশের প্রথম বিনোদন সাংবাদিক হিসেবে মাহমুদ মানজুর কাভার করেছেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব ‘সান ড্যান্স ফিল্ম ফেস্টিভ্যাল-২০২৫’।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ক জ কর কর ছ ন

এছাড়াও পড়ুন:

এমি অ্যাওয়ার্ডস ২০২৫: বিজয়ী হলেন যারা

মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে স্থানীয় সময় সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত হয় প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসের ৭৭তম আসর। এবারের আসরে ১৩টি পুরস্কার জিতে বাজিমাত করেছে ‘দ্য স্টুডিও’। এর মধ্যে সেরা কমেডি সিরিজের পুরস্কারও রয়েছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নেট বারগেৎজি।

এমি বিজয়ী হলেন যারা—
সেরা কমেডি সিরিজ: দ্য স্টুডিও
সেরা ড্রামা সিরিজ: দ্য পিট
সেরা লিমিটেড বা অ্যানথোলজি সিরিজ: অ্যাডোলেসেন্স

আরো পড়ুন:

সত্যিই কি ফের বাবা হয়েছেন তাহসান?

রিসোর্ট খুঁজছেন ফারিয়া, সারজিস কী পরামর্শ দিলেন?

সেরা অভিনেতা (ড্রামা সিরিজ): নোয়া হয়াইল, (দ্য পিট)
সেরা অভিনেতা (কমেডি সিরিজ): সেঠ রোগেন (দ্য স্টুডিও)
সেরা অভিনেত্রী (ড্রামা সিরিজ): ব্রিট লোয়ার (সেভারেন্স)
সেরা অভিনেত্রী (কমেডি সিরিজ): জিন স্মার্ট (হ্যাকস)

সেরা অভিনেতা (লিমিটেড/অ্যানথোলজি সিরিজ): স্টিফেন গ্রাহাম (অ্যাডোলেসেন্স) 
সেরা অভিনেত্রী (লিমিটেড সিরিজ/মুভি): ক্রিস্টিন মিলিওতি (দ্য পেঙ্গুইন)

সেরা পরিচালক (ড্রামা সিরিজ): অ্যাডাম র‍্যানডাল, (স্লো হর্সেস, হ্যালো গুডবাই)
সেরা পরিচালক (কমেডি সিরিজ): সেঠ রোগেন ও ইভান গোল্ডবার্গ (দ্য স্টুডিও, দ্য অনার)
সেরা পরিচালক (লিমিটেড সিরিজ): ফিলিপ বারান্তিনি (অ্যাডোলেসেন্স)

সেরা পার্শ্ব অভিনেত্রী (কমেডি): হান্না আইনবাইন্ডার (হ্যাকস)
সেরা পার্শ্ব অভিনেতা (কমেডি): জেফ হিলার (সামবডি সামহোয়ার)
সেরা পার্শ্ব অভিনেত্রী (ড্রামা): ক্যাথেরিন লানাসা (দ্য পিট)
সেরা পার্শ্ব অভিনেতা (ড্রামা): ট্রামেল টিলম্যান (সেভারেন্স)

সেরা পার্শ্ব অভিনেত্রী (লিমিটেড সিরিজ অথবা টিভি চলচ্চিত্র): এরিন ডোহার্টি (অ্যাডোলেসেন্স)
সেরা পার্শ্ব অভিনেতা (লিমিটেড সিরিজ অথবা টিভি চলচ্চিত্র): ওয়েন কুপার (অ্যাডোলেসেন্স)

ভ্যারাইটি টক সিরিজ: দ্য লেট শো
ভ্যারাইটি স্ক্রিপ্টেড সিরিজ: লাস্ট উইক টুনাইট উইথ জন অলিভার

 

তথ্যসূত্র: ভ্যারাইটি

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • জানুয়ারি থেকে বিশেষ বৃত্তি পাবেন জবি শিক্ষার্থীরা
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে রাশিয়া-বেলারুশ সামরিক মহড়ায় কেন অংশ নিল ভারত
  • তদন্ত করে ভুয়া নাম বাদ দিন
  • আজ টিভিতে যা দেখবেন (১৭ সেপ্টেম্বর ২০২৫)
  • পাট গবেষণা ইনস্টিটিউটে ৫৪ পদের চাকরি, করুন আবেদন
  • বাংলাদেশে সফরের সূচি জানিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ
  • আজ টিভিতে যা দেখবেন (১৬ সেপ্টেম্বর ২০২৫)
  • রাশিয়া-বেলারুশের সামরিক মহড়া চলছিল, ‘অবাক করে দিয়ে’ হাজির মার্কিন কর্মকর্তারা
  • ভোট ম্যানুয়ালি গণনার আবেদন করলেন উমামা ফাতেমা
  • এমি অ্যাওয়ার্ডস ২০২৫: বিজয়ী হলেন যারা