কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক এক নারীকে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ওই নারী ২৫ বছর আগে পাচারের শিকার হয়ে ভারতে গিয়েছিলেন বলে পরিবারের বরাত দিয়ে জানিয়েছে বিজিবি।

আজ শনিবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার চিলমারী ইউনিয়নের উদয়নগর সীমান্ত এলাকায় কোম্পানি কমান্ডার পর্যায়ে একটি পতাকা বৈঠকের মাধ্যমে ওই নারীকে হেফাজতে নেয় বিজিবি। ওই নারী খুলনার রূপসা থানার বাসিন্দা। আজ শনিবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল শুক্রবার বিকেল পাঁচটার দিকে উদয়নগর সীমান্তের ৮৪/৪-এস সীমান্ত পিলারের কাছ দিয়ে ওই নারী ভারতীয় দালালের মাধ্যমে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন। এ সময় বিএসএফ সদস্যরা তাঁকে আটক করেন। এই খবর পেয়ে বিজিবি ওই নারীর ছবি সংগ্রহ করে খুলনার স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মাধ্যমে তার পরিবারের কাছে পাঠায়। ছবি দেখে পরিবারের সদস্যরা নারীকে শনাক্ত করেন। তাঁরা জানান, ২৫ বছর আগে দালালের মাধ্যমে ভারতে পাচার হয়েছিলেন ওই নারী। এরপর তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

বিজিবির পাঠানো বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরিচয় নিশ্চিত হওয়ার পর শনিবার সকাল সাড়ে ৯টা থেকে পৌনে ১০টা পর্যন্ত উদয়নগর সীমান্তের ৮৪/৬-এস সীমান্ত পিলারসংলগ্ন স্থানে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে নারীকে বিজিবি গ্রহণ করে। পরে পাচারের শিকার হিসেবে আইনানুগ ব্যবস্থার জন্য তাঁকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ওই ন র

এছাড়াও পড়ুন:

সুন্দরবনের ভারতীয় অংশের বিএসএফের হাতে আটক ১৯ বাংলাদেশি মৎস্যজীবী

অবৈধভাবে ভারতীয় জলসীমায় প্রবেশের অভিযোগে ১৯ জন বাংলাদেশি মৎস্যজীবীকে গ্রেপ্তার করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

বিএসএফ সূত্রে জানানো হয়েছে, সুন্দরবনের ভারতীয় অংশের উত্তাল নদীতে দীর্ঘক্ষণ ধাওয়া করে তাদের আটক করা হয়।  ধৃত মৎসজীবীরা বাংলাদেশের বরিশাল বিভাগের ভোলা জেলার পুরালিয়া গ্রামের বাসিন্দা। মাছ ধরার ট্রলার ও জালসহ তাদেরকে আটক করা হয়। 

আরো পড়ুন:

কলকাতায় সম্মিলিত সেনা সম্মেলন উদ্বোধন নরেন্দ্র মোদির

অবৈধ অভিবাসীদের প্রতি নরম হওয়ার দিন শেষ: ট্রাম্প

বিএসএফ জানায়, রবিবার সীমান্তের সুন্দরবন অংশে রুটিন টহল দেয়ার সময় গোসাবা রেঞ্জের বাঘমারি জঙ্গল এলাকায় বাংলাদেশি অবৈধ ট্রলারের উপস্থিতি নজরে আসে বিএসএফ জওয়ানদের। বিএসএফ জওয়ানদের পেট্রোল বোট ট্রলারটির কাছে যাওয়ার চেষ্টা করতেই ট্রলারটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। দ্রুততার সঙ্গে ট্রলারের পিছু ধাওয়া করা হয়। দীর্ঘক্ষণ ধাওয়া করে পরবর্তীতে পাকড়াও করা হয় বাংলাদেশি ট্রলারটিকে। অবৈধ অনুপ্রবেশ এর অভিযোগে আটক করা হয় এতে থাকা ১৯ জন বাংলাদেশি মৎস্যজীবীকে। বাজেয়াপ্ত করা হয় ট্রলারটি।

বিএসএফ আরো জানায়, আটকের পর দীর্ঘ জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা অবৈধ অনুপ্রবেশের অভিযোগের বিপরীতে কোনো যুক্তিসঙ্গত কারণ দেখাতে পারেনি। ফলে জিজ্ঞাসাবাদের পরে তাদের স্থানীয় সুন্দরবন কোস্টাল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আজ সোমবার তাদের আলিপুর আদালতে তোলা হবে।

ঢাকা/সুচরিতা/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ

  • সাতক্ষীরা সীমান্তে ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ
  • সাতক্ষীরা সীমান্তে ১৫ বাংলাদেশিকে হস্তান্তর
  • সুন্দরবনের ভারতীয় অংশের বিএসএফের হাতে আটক ১৯ বাংলাদেশি মৎস্যজীবী