মহুয়ার বিয়ের খবর প্রকাশ্যে এসেছে সম্প্রতি। পাত্র ৬৫ বছর বয়সী পিনাকী মিশ্রও রাজনীতিবিদ। ওডিশার বিজু জনতা দলের নেতা। পুরী থেকে লোকসভার কয়েকবারের সাবেক এই সংসদ সদস্য সফল আইনজীবীও। ঘনিষ্ঠদের নিয়ে একান্ত আয়োজনে তাঁরা বিয়েটা সারলেন জার্মানির বার্লিনে।

বিয়েতে মহুয়া মৈত্র সেজেছিলেন দুধে আলতা রঙের বেনারসি শাড়িতে। সেই রং তাঁর রুচি–ব্যক্তিত্বের আভা ছড়িয়েছে। সঙ্গে ছিল পুরোনো বাঙালি নকশার চোকার ধরনের সোনার হার, মেলানো কানের দুল ও টিকলি। হালকা মেকআপ আর মাথায় সাদা ফুলের মালায় মিনিমাল লুকের এই কনে ফ্যাশনপ্রেমীদের কাছে আলোচনার প্রসঙ্গ তুলে দিয়েছেন।

বিয়েটা ঠিক কত তারিখে হয়েছে, সেটা জানা না গেলেও বিশেষ দিনে কাদের শাড়ি বেছে নিয়েছিলেন মহুয়া, তা অবশ‍্য জানা গেছে। বেনারসিটা ফ্যাশন হাউস ‘র ম্যাংগো’র। বলিউড অভিনেত্রীদের প্রিয় একটি ব্র্যান্ড। এ বছরও অদিতি রাও হায়দারি, হুমা কুরেশিরা তাঁদের পোশাকে কান মাতিয়ে এসেছেন। কাজল, বিদ্যা বালান, দীপিকা পাড়ুকোন থেকে শুরু করে হালের অনন্যা পান্ডে—আস্থা রাখেন এই ব্র্যান্ডে। মহুয়ার বিয়ের খবর প্রকাশ্যে আসার পর শুক্রবার ‘র ম্যাংগো’ তাদের ইনস্টাগ্রামে তিনটি ছবি পোস্ট করে। মুহূর্তেই ছড়িয়ে পড়ে ছবিগুলো।

মহুয়া মৈত্রর স্বামী ৬৫ বছর বয়সী পিনাকী মিশ্রও রাজনীতিবিদ.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ