চট্টগ্রামের হালদা নদীর ডিম থেকে উৎপাদিত রেণু বিক্রি শুরু হয়েছে। সোমবার থেকে এসব রেণু বিক্রি শুরু হয় বলে সংগ্রাহকরা জানিয়েছেন। এদিকে মঙ্গলবার প্রশাসনের বিভিন্ন দপ্তরের যৌথসভায় প্রতি কেজি রেণুর দাম দেড় লাখ টাকা নির্ধারিত হয়েছে।
 
প্রথম দফায় অন্তত সাড়ে ৩ কোটি টাকার রেণু বিক্রির আশা করছেন ডিম সংগ্রাহকরা। তারা জানিয়েছেন, এবার ডিম ছাড়ার মৌসুমে প্রাকৃতিক পরিবেশ অনুকূলে আছে। যে কারণে রুই, কাতলা, কালিবাউশ ও মৃগেল মাছই ডিম ছেড়েছে বেশি। বর্তমানে রেণু ফোটানোর অনুকূল পরিবেশ বিরাজ করছে। যদিও তারা ভিন্ন কারণে রেণু বিক্রি নিয়ে শঙ্কিত। সংগ্রাহকদের ভাষ্য, বৃষ্টি ও ঢলের পানিতে রেণু উৎপাদন কেন্দ্রে যাতায়াতের রাস্তা তলিয়ে গেছে। তাই ক্রেতারা কীভাবে আসবেন এই নিয়ে তারা চিন্তায় আছেন। 

ফটিকছড়ির কামাল সওদাগরসহ কয়েকজন ডিম সংগ্রাহক জানিয়েছেন, গত ২৯ মে বেলা ১১টার দিকে হালদা নদীতে মা-মাছ দুই দফায় নমুনা ডিম ছাড়ে। একই রাতে নদীর অংকুরিঘোনা থেকে কর্ণফুলীর মোহনায় অবস্থিত ছায়ারচর পর্যন্ত অন্তত ১৪টি জায়গায় ডিম ছাড়তে থাকে মা-মাছ। আনুমানিক সাড়ে পাঁচশত সংগ্রহকারী কয়েকশত নৌকায় নিয়ে প্রায় ১৪ হাজার কেজি ডিম সংগ্রহ করেছেন।

এসব ডিম থেকে রেণু ফোটানোর কাজ শনিবার থেকে শুরু করেন সংগ্রাহকরা। সরকারি চারটি ও বেসরকারি ১২টি হ্যাচারিসহ ৬০টি মাটির কুয়ায় রেণু উৎপাদন চলছে। প্রথম দফায় প্রায় সাড়ে ৩ কোটি টাকার রেণু বিক্রির প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

কয়েকজন রেণু উৎপাদনকারীর অভিযোগ, একটি অসাধু চক্র কৃত্রিম রেণু বিক্রির অপচেষ্টা করছে। তারা হালদা নদীর ঐতিহ্য ও সুনাম নষ্ট করছে। এ বিষয়ে সতর্ক থাকতে ক্রেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। 

ফটিকছড়ি উপজেলা মৎস্য কর্মকর্তা মো.

আজিজুল ইসলাম জানান, হালদা নদীর ফটিকছড়ি-হাটহাজারী অংশ থেকে ৮ হাজার ৩৪৯ বালতি ডিম সংগ্রহ করা হয়েছে। সংগৃহীত ডিমের পরিমাণ প্রায় ১৪ হাজার কেজি। ৪০ বালতি ডিম থেকে এক কেজি রেণু উৎপাদিত হয়। 

হালদা গবেষক অধ্যাপক ড. মঞ্জুরুল কিবরিয়া সমকালকে বলেন, হালদা থেকে সংগৃহীত ডিম থেকে সম্ভাব্য রেণু উৎপাদন ও বাজারমূল্য নির্ধারণে মঙ্গলবার যৌথ সভা হয়েছে। এতে মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, নৌ পুলিশ, জেলা-উপজেলা প্রশাসন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির কর্মকর্তারা অংশ নেন। সভায় প্রতি কেজি রেণুর দাম ১ লাখ ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। 
 

উৎস: Samakal

কীওয়ার্ড: উৎপ দ

এছাড়াও পড়ুন:

মাদ্রাসা ছাত্র হত্যার ঘটনায় দুই থানায় পৃথক মামলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নারায়ণগঞ্জে মাদরাসা ছাত্র মো. ইব্রাহিম (১৩) হত্যার ঘটনায় দুই থানায় পৃথক পৃথক মামলা হয়েছে। নিহতের বাবা-মাকে মৃত দেখিয়ে কথিত মামা বাদী হয়ে ফতুল্লা থানায় হত্যা মামলা দায়ের করেন।

এর কিছুদিন পর একই ঘটনায় নিহতের বাবা বাদী মো. হানিফ বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন। এ নিয়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

মামলা সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ে নিহত ইব্রাহিমের বাবা হানিফ মিয়া ও মা সখিনা বিবি কে মৃত দেখিয়ে তার মামা পরিচয়ে মো. সাইফুল ইসলাম নামে এক ব্যক্তি গত ২২ আগস্ট ফতুল্লা থানায় হত্যা মামলা দায়ের করেন।

এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমান, মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার ও  বেসরকারি টেলিভিশন এনটিভির জেলা প্রতিনিধি বিল্লাল হোসেন রবিন, আইনজীবী কামাল হোসেন সহ ৬১ জন নামীয় আসামি করা হয়। এছাড়া আরও অজ্ঞাত ১৫০-১৬০ জনকে আসামি করা হয়। 

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১৯ জুলাই শুক্রবার বিকাল আনুমানিক ৩ টার দিকে কোটা বিরোধী দাবি আদায়ের লক্ষ্যে ছাত্র-জনতা ঢাকা-নারায়ণগঞ্জ রোডের পাসপোর্ট অফিসের বিপরীত পাশে শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে সমবেত হলে আসামিরা আগ্নেয়াস্ত্র সহ বিভিন্ন দেশিয় অস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে এলোপাথারি গুলি করে ও ককটেল বিস্ফোরণ করে।

এ সময় আমি ও আমার ভাগিনা মোহাম্মদ ইব্রাহিম (১৩) ভয়ে একটি দোকানের আড়ালে আশ্রয় নেই। হঠাৎ আমার ভাগিনা ইব্রাহিমের মাতায় ও বুকে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরের দিন ২০ জুলাই মাগরিবের নামাজের পূর্বে মাতুআইল কবরস্থানে লাশ দাফন করা হয়। 

এ বিষয়ে জানতে চাইলে মামলার বাদী ও নিহত ইব্রাহিমের কথিত মামা সাইফুল ইসলাম বলেন, ‘নিহত ইব্রাহিম আমার বাড়ির পাশে কাজ করতো ও মাদ্রসায় পড়াশোনা করতো। তার বাবা-মায়ের সাথে তার সম্পর্ক নেই। আমি একটি সাইডের কন্ট্রাকটারি করি।

সম্প্রতি সে আমার সাথেও ওস্তাকারের সহকারী হিসেবে কাজ করেছে। সেই কাজের সুবাদে সে আমাকে মামা বলে ডাকতো। সে আমার আপন ভাগিনা না। তার হত্যার ঘটনার পর রাজনীতিক মামলা হয়েছে। যারা আন্দোলন করেছে তারা মামলার সবকিছু করেছে, আমি শুধু স্বাক্ষর দিয়েছি। আসামিদের কাউকে আমি চিনি না। 

মামলার এজাহারে ইব্রাহিমের বাবা-মাকে মৃত উল্লেখ করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ইব্রাহিমের বাবা-মায়ের সংসার অনেক আগে বিচ্ছিন্ন হয়ে গেছে। কিন্তু মামলায় কেন মৃত লেখেছে তা জানা নেই। তাছাড়া এই মামলায় স্বাক্ষর করা ছাড়া আমি আর কিছু জানিনা। মামলার কাগজে কি লিখছে তা আমি জানিনা। 

এই ঘটনার নিহত ইব্রাহিমের বাবা সোনারগাঁ থানায় আরেকটি মামলা করেছে। এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, মামলা কী আমারটা আগে হয়েছে নাকি পরে হয়েছে। আপনে ফোন রাখেন ভাই। 

এ বিষয়ে জানতে চাইলে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় সোনারগাঁ থানায়ও মামলা হয়েছে। এক ঘটনায় দুই থানায় মামলা হতে পারেনা। এ কারণে উর্ধ্বতনদের নির্দেশে মামলার কার্যক্রম স্থগিত করা হয়েছে।

এদিকে একই ঘটনায় নিহত মো. ইব্রাহিম (১৩) এর বাবা মো. হানিফ (৬৫) বাদী হয়ে গত ২৪ আগস্ট সোনারগাঁ থানায় আরেকটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় ইব্রাহিমের নিহত হওয়ার স্থান ভিন্ন দেখানো হয়েছে।

এই মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে পন্ড করার জন্য সোনারগাঁয়ের কাঁচপুর ব্রীজের পূর্ব ঢাল হতে ১৪ কিলোমিটার উত্তর-পশ্চিম দিকে অস্ত্র নিয়ে হামলা করে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মী হামলা চালিয়ে এলোপাথারি গুলি ছুড়ে ও ককটেল বিস্ফোরণ ঘটায়।

বিকেল আনুমানিক সাড়ে ৩ টার দিকে ইব্রাহিমের বাম চোখের ভেতরে দিয়ে মাথায় পেছনের অংশ দিয়ে গুলি বের হয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসাপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। 

মামলার আসামি করা হয়েছে- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আইনজীবী, রাজনীতিবিদ সহ ২৩৫ জন নামীয় আসামি এবং অজ্ঞাত আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়। 

এ বিষয়ে জানতে সোনারগাঁ থানার মামলার বাদী ও নিহত ইব্রাহিমের বাবা মো. হানিফ কে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি। 

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুর রহমান বলেন, এই মামলা আমাদের এখানে ফাইনাল হবে। এই ঘটনার প্রকৃত ঘটনাস্থল যেখানে সেই থানায় মামলা হবে।

সম্পর্কিত নিবন্ধ