মুক্ত আকাশে উড়িয়ে দেওয়া হলো ১০টি তিলা ঘুঘু
Published: 17th, June 2025 GMT
পটুয়াখালী কলাপাড়া পৌর শহরের একটি বাড়ি থেকে উদ্ধারকৃত দেশি প্রজাতির ১০টি তিলা ঘুঘু অবমুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (১৭ জুন) বেলা ১১টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদীক তার কার্যালয়ের সামনে বসে এসব ঘুঘু মুক্ত আকাশে উড়িয়ে দেন।
এ সময় অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্য বায়জিদ মুন্সী ও মাসুদ হাসান উপস্থিত ছিলেন।
এর আগে তারা গত শুক্রবার একটি বাড়ি থেকে খাঁচায় বন্দি অবস্থায় এসব ঘুঘু উদ্ধার করা হয়। পরে ঘুঘুগুলোকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।
অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্য বায়জিদ মুন্সী বলেন, ‘‘আমরা দীর্ঘদিন ধরে বন্যপ্রাণী নিয়ে কাজ করে আসছি। এর আগেও বন্দি অনেক বন্যপ্রাণী উদ্ধারের পর অবমুক্ত করেছি। গত শুক্রবার একটি বাসা থেকে এসব ঘুঘুগুলো উদ্ধার করেছিলাম। এগুলো অনেকটা আহত ছিলো। পরে আমরা চিকিৎসা দিয়ে সুস্থ করে অবমুক্ত করলাম।’’
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদীক বলেন, ‘‘বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ এর তফসিল অনুসারী ঘুঘু ধরা, বেচাকেনা ও হস্তান্তর সম্পূর্ণ অবৈধ। যদি কেউ এ আইন অমান্য করে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’’
ঢাকা/ইমরান/টিপু
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ডিএসইর পিই রেশিও বেড়েছে ১.৯৪ শতাংশ
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৭ থেকে ৩১ জুলাই) পর্যন্ত সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে। আলোচ্য এ সময়ে ডিএসইর পিই রেশিও বেড়েছে ১.৯৪ শতাংশ।
শনিবার (২ আগস্ট) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১০.৩১ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ১০.৫১ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও বেড়েছে ০.২০ পয়েন্ট বা ১.৯৪ শতাংশ।
এর আগের সপ্তাহের (২৪ থেকে ২৮ জুলাই) শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ৯.৭১ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ১০.৩১ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও বেড়েছে ০.৬০ পয়েন্ট বা ৬.১৮ শতাংশ।
খাতভিত্তিক পিই রেশিওগুলোর মধ্যে- জ্বালানি ও বিদ্যুৎ খাতে ৬.১০ পয়েন্টে, ব্যাংক খাতে ৭.১৯ পয়েন্টে, সেবা ও আবাসন খাতে ৯.৮৯ পয়েন্ট, টেক্সটাইল খাতে ১০.৭০ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতে ১১.০৮ পয়েন্টে, প্রকৌশল খাতে ১১.৩৫ পয়েন্টে, আর্থিক খাতে ১২.৬০ পয়েন্টে, সাধারণ বিমা খাতে ১২.৭৭ পয়েন্টে, সিমেন্ট খাতে ১৪.১০ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতে ১৪.৯৪ পয়েন্টে, আইটি খাতে ১৬.৩১ পয়েন্টে, বিবিধ খাতে ১৬.৬৫ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতে ১৭.৯৬ পয়েন্ট, মিউচুয়াল ফান্ড খাতে ১৮.৪৩ পয়েন্টে, পেপার ও প্রিন্টিং খাতে ২১.৮১ পয়েন্টে, খাদ্য ও আনুসঙ্গিক খাতে ২১.৯৩ পয়েন্টে, পাট খাতে ২৬.১৯ পয়েন্টে, ট্যানারি খাতে ২৬.৭৭ পয়েন্টে, এবং সিরামিক খাতে ৫৭.৪৭ পয়েন্টে অবস্থান করছে।
ঢাকা/এনটি/ইভা