ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সমর্থনে ইসরায়েলের আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছে গণতান্ত্রিক অধিকার কমিটি। আজ মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত কমিটির সাধারণ সভায় এ নিন্দা জানানো হয়। গণতান্ত্রিক অধিকার কমিটির বার্তা প্রেরক মারজিয়া প্রভা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইসরায়েলের আক্রমণ পৃথিবীজুড়ে অস্থিতিশীলতা, ঝুঁকি, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষতির সৃষ্টি করছে বলে উল্লেখ করেছে গণতান্ত্রিক অধিকার কমিটি। একই সঙ্গে কমিটির পক্ষ থেকে অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হয়েছে।

গণতান্ত্রিক অধিকার কমিটির সভায় সভাপ্রধানের বক্তব্য দেন অধ্যাপক আনু মুহাম্মদ। সভা থেকে ২৭-২৮ জুন চট্টগ্রাম বন্দরের ডবলমুরিং টার্মিনাল বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার বিরুদ্ধে বিভিন্ন সংগঠনের উদ্যোগে বন্দরমুখী ‘রোড মার্চ’ সফল করার আহ্বান জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন চিকিৎসক ও রাজনৈতিক কর্মী হারুন উর রশীদ, চিকিৎসক জয়দীপ ভট্টাচার্য, লেখক ও কবি ফেরদৌস আরা রুমী, গবেষক মাহতাব উদ্দিন আহমেদ, রাজনৈতিক কর্মী আবদুল্লাহ আল কাফী, বাকি বিল্লাহ, চলচ্চিত্রকর্মী আকরাম খান, সজীব তানভীর, রাফসান আহমেদ, সংস্কৃতিকর্মী জামশেদ আনোয়ার তপন, শ্রমিক নেতা সত্যজিৎ বিশ্বাস, ইকবাল কবীর, অ্যাক্টিভিস্ট সুজিত চৌধুরী, ছাত্রনেতা রাফিকুজ্জামান ফরিদ, দিলীপ রায়, তামজিদ হায়দার চঞ্চল প্রমুখ।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: কম ট র

এছাড়াও পড়ুন:

ফখরুলের কণ্ঠ নকল, সতর্ক করল বিএনপি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কণ্ঠ নকল করে ভুয়া ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছে দলটি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন:

অন্তর্বর্তী সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: ফখরুল

ঐক্যের মাধ্যমে অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে চাই: ফখরুল

বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু কুচক্রি মহল পুরোনো প্রেস কনফারেন্সের ছবি ও বক্তব্য এডিট করে এবং এআই প্রযুক্তি ব্যবহার করে মির্জা ফখরুলের কণ্ঠ নকল করেছে। তারপর তা গণমাধ্যমে ছড়িয়ে দিচ্ছে।

ভিডিওতে দেখানো হচ্ছে, বিএনপি মহাসচিব আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের এমপি প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করেছেন। বিএনপি বলছে, এই ভিডিও পুরোপুরি বানোয়াট ও ভিত্তিহীন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতেই এই কুচক্রি মহল ভিডিও প্রচার করছে। দেশের মানুষ, দলীয় নেতাকর্মী এবং এমপি মনোনয়ন প্রত্যাশীদের এ ধরনের এডিট করা ভিডিও দেখে বিভ্রান্ত না হওয়ার জন্য সতর্ক করেছে বিএনপি।

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

সম্পর্কিত নিবন্ধ