নারায়ণগঞ্জ পরিদর্শন করলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব
Published: 20th, June 2025 GMT
নারায়ণগঞ্জ জেলা পরিদর্শন করলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান। পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন এপিডি অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. এরফানুল হক।
শুক্রবার (২০ জুন) সকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করা হয় এবং সার্কিট হাউজে তাদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
পরে তিনি সার্কিট হাউজ মিলনায়তনে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা শাখার কর্মকর্তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময়সভায় অংশ নেন। সভায় জেলা প্রশাসনের উন্নয়ন কর্মকাণ্ড, সেবার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
এ ছাড়াও গ্রীন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির আওতায় শহরের সৌন্দর্য বৃদ্ধির জন্য আরও বিভিন্ন জাতের ফুল ও বৃক্ষরোপণের কার্যক্রম চলমান রয়েছে বলে জানানো হয়।
পরিদর্শনের এক পর্যায়ে সিনিয়র সচিব নারায়ণগঞ্জ জেলার ঐতিহাসিক ও সাংস্কৃতিক নিদর্শন হাজীগঞ্জ দুর্গ পরিদর্শনে যান। সেখানে তিনি পরিবেশ সংরক্ষণ এবং সৌন্দর্য বর্ধনের অংশ হিসেবে একটি নারিকেল গাছের চারা রোপণ করেন।
পরে শহরের অন্যতম প্রধান সড়ক নারায়ণগঞ্জ-চাষাড়া লিংক রোডের সড়কদ্বীপে তিনি গোলাপী ট্রাম্পেট গাছের চারা রোপণ করেন।
দিনব্যাপী কর্মসূচির বিভিন্ন অংশে সিনিয়র সচিব জেলার সার্বিক অগ্রগতি, পরিবেশ সংরক্ষণ ও নাগরিকসেবার মান বৃদ্ধিতে জেলা প্রশাসনের প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে উৎসাহিত করেন।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ জ ল
এছাড়াও পড়ুন:
বিএনপি নেতা ভিপি রাজিবের আশু রোগমুক্তি কামনায় দোয়া
ডেঙ্গু জ্বরে আক্রান্ত নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিবের আশু রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) বাদ এশা শহরের চানমারি আলআকসা জামে মসজিদ প্রাঙ্গণে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য রুহুল আমিনের সার্বিক তত্ত্বাবধানে এই দোয়ার আয়োজন করা হয়।
এসময়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিবের আশু রোগমুক্তি ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।
মিলাদ ও দোয়ায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান সুমন, সদস্য রুহুল আমিন, আমিনুল ইসলাম, মাহাবুব হোসেন, মনির হোসেন, বাধন মজুমদার, সেচ্ছাসেবক নেতা মিজান, আলামিন, খোকন, জীবন, আলামিন, আলম, রমজান, সামিরসহ অনেকেই।