যশোরের অভয়নগর উপজেলা থেকে নাদিয়া ইসলাম নামে চার বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার বিকেলে উপজেলার সিদ্দিপাশা গ্রামের আমতলা বাজারের পাশে একটি ডোবা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

নাদিয়া ইসলাম উপজেলার সিদ্দিপাশা গ্রামের রাজিব আহমেদের মেয়ে। পুলিশের ধারণা, তাকে হত্যা করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে নাদিয়া নিখোঁজ হয়। গ্রামের বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। আজ বিকেলে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে আমতলা বাজারের পাশে একটি ডোবার মধ্যে তার লাশ পড়ে ছিল। এলাকাবাসী লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। এরপর বিকেল পাঁচটার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

নেত্রকোণায় জামায়াতে যোগ দিলেন বিএনপির অর্ধশত কর্মী-সমর্থক 

নেত্রকোণা সদর উপজেলার আমতলা ইউনিয়ন বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী ও সমর্থক বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। 

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়নের বিশ্বনাথপুর বাজারে আয়োজিত পথসভায় জেলা ছাত্রদলের সাবেক সদস্য ও সাবেক পৌর বিএনপি নেতা সাইদুর রহমানের নেতৃত্বে তারা জামায়াতে ইসলামীতে যোগ দেন। এসময় তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন নেত্রকোণা-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা এনামুল হক। সাইদুর রহমান বিশ্বনাথপুর গ্রামের বাসিন্দা। 

আরো পড়ুন:

যেকোনো মূল্যে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: তারেক 

বিএনপি উড়ে এসে জুড়ে বসেনি: মির্জা ফখরুল 

সাইদুর রহমান বলেন, “ছাত্র রাজনীতি থেকে বিএনপির সঙ্গে যুক্ত থাকলেও, মোটা অঙের টাকা দিতে না পারায় দলে মূল্যায়ন পাইনি। এখন ত্যাগীদের বাদ দিয়ে স্বজনপ্রীতির মাধ্যমে হাইব্রিডদের দলে জায়গা দেওয়া হচ্ছে। তাদের অপকর্মের কারণে দলের জনপ্রিয়তা ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তাই ইনসাফভিত্তিক দল জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছি। আমার সঙ্গে আরো ৫০ জন কর্মী-সমর্থক যোগ দিয়েছেন। এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

এ বিষয়ে জানতে জেলা বিএনপির সভাপতি ডা. আনোয়ারুল হকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। 

জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী মোবাইলে জানান, তিনি কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে আছেন এবং নেতাকর্মীদের এই যোগদানের বিষয়টি তার জানা নেই।

আমতলা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মাহফুজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- দলটির সাবেক জেলা আমির ও ময়মনসিংহ অঞ্চলের টিম সদস্য মাওলানা এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমানসহ জেলা ও উপজেলা জামায়াতের শীর্ষ নেতারা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য প্রার্থী মাওলানা এনামুল হক বলেন, “বিগত ১৬ বছর আমরা অত্যাচার-নির্যাতনের শিকার হয়েছি। আমাদের ওপর চাঁদাবাজি, লুট, গুম, খুনসহ এমন কোনো নির্যাতন বাকি রাখেনি স্বৈরাচার সরকার। গত বছরের ৫ আগস্টের পর কি চাঁদাবাজি বন্ধ হয়েছে? যারা এখন ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে তাদের বলি, নিজেদের সংশোধন করুন।”

তিনি আরো বলেন, “বিভিন্ন দল ও মতের মানুষ আজ জামায়াতের আদর্শে অনুপ্রাণিত হয়ে যোগদান করছে। আমতলায় বিএনপির ৫০ জন নেতাকর্মীর এই যোগদান তারই প্রমাণ।”

ঢাকা/ইবাদ/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • নেত্রকোণায় জামায়াতে যোগ দিলেন বিএনপির অর্ধশত কর্মী-সমর্থক