দেশের সংস্কার, সিস্টেমগুলোর পরিবর্তন কয়েক মাসে সম্ভব নয়: সারজিস আলম
Published: 23rd, June 2025 GMT
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একটি দীর্ঘ লড়াইয়ে নেমেছে বলে মন্তব্য করেছেন দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। তিনি বলেছেন, ‘আমরা বিশ্বাস করি, একটা দেশের সংস্কার, সিস্টেমগুলোর পরিবর্তন কয়েক মাসে সম্ভব নয়। দু-চার বছরেও সম্ভব নয়, এটা একটা দীর্ঘ লড়াই। কিন্তু এই নির্বাচনের পূর্বে এই লড়াইয়ের জন্য, একটা স্বচ্ছ নির্বাচনের জন্য যে মৌলিক সংস্কারগুলো প্রয়োজন, সেগুলোর বিষয়েও আমাদের বিন্দুমাত্র ছাড় থাকবে না।’
আজ সোমবার সন্ধ্যায় পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মেলনকক্ষে জাতীয় যুব শক্তি পঞ্চগড় জেলা শাখার আয়োজনে জেলা সমন্বয় সভায় সারজিস এ কথা বলেন।
সারজিস আলম বলেন, ‘এই নির্বাচনের পূর্বে আমাদের যে ভাইয়েরা জীবন দিয়ে, রক্ত দিয়ে নতুন বাংলাদেশ দিয়ে গিয়েছে; তাদের যারা হত্যা করেছে, খুন করেছে, রক্ত ঝরিয়েছে, ওই সব খুনির বিচারের প্রশ্নেও আমাদের বিন্দুমাত্র আপস থাকবে না।’
নির্বাচনের আগে জুলাই ঘোষণাপত্রের দাবি জানিয়ে এনসিপি নেতা সারজিস আলম বলেছেন, ‘দেশের প্রথম সারির বড় সাতটি দলের মধ্যে ছয়টি দল একটি গুরুত্বপূর্ণ সংস্কারের প্রশ্নে যখন একমত হয়, তখন অন্তর্বর্তীকালীন সরকার কিংবা ঐকমত্য কমিশনের কাছে যদি একটি দল বড় হয়ে যায়, তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে গ্রহণযোগ্যতা গণমানুষের কাছে, সেটি হারিয়ে ফেলবে। আমরা প্রত্যাশা করি, অন্তর্বর্তীকালীন সরকার তাদের দায়বদ্ধতা ভুলে যাবে না। আমরা প্রত্যাশা করি, একটি সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচনের পূর্বে আমরা এই বাংলাদেশে জুলাই সনদ দেখতে পাব, জুলাই ঘোষণাপত্র পাব, মৌলিক সংস্কার পাব, নির্বাচনকালীন সংস্কার পাব এবং দৃশ্যমান বিচার আমরা দেখে যেতে পারব।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে জাতীয় যুব শক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক নেছার উদ্দীন, কেন্দ্রীয় সংগঠক ওয়াসিস আলম প্রমুখ বক্তব্য দেন। এ সময় পঞ্চগড়ের বিভিন্ন স্তরের এনসিপি ও যুব শক্তির নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (৮ আগস্ট ২০২৫)
ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে আজ। সিরিজে দুই দল খেলবে তিনটি ম্যাচ।
ত্রিদেশীয় যুব ওয়ানডেবাংলাদেশ-জিম্বাবুয়ে
বেলা ১-১৫ মি., ইউটিউব/জিম্বাবুয়ে ক্রিকেট
জিম্বাবুয়ে-নিউজিল্যান্ড
বেলা ২টা, টি স্পোর্টস
ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান
রাত ১২টা, টি স্পোর্টস
বার্মিংহাম ফিনিক্স-ট্রেন্ট রকেটস
রাত ১১-৩০ মি., সনি স্পোর্টস ৫