জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, নির্বাচনের আগে মৌলিক সংস্কারে কোনো ছাড় থাকবে না। খুনিদের বিচারের বিষয়ে আপোষ থাকবে না। অভ্যুত্থানের ঘোষণাপত্র জুলাই মাসে দেওয়ার ক্ষেত্রে আপোষ থাকবে না। অন্তর্বর্তী সরকারকে আমরা দুর্বল হিসেবে দেখতে চাই না। তারা যদি দুর্বল হিসেবে প্রকাশ করে, তবে তা হবে অভ্যুত্থানের রক্তের সঙ্গে সবচেয়ে বড় প্রতারণা।

সোমবার সন্ধায় পঞ্চগড় চেম্বার ভবনে জাতীয় যুব শক্তি জেলা সমন্বয় সভায় এসব কথা বলেন সারজিস আলম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে জাতীয় যুব শক্তির আহ্বায়ক এড.

তারিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক নেছার উদ্দিন, যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক ওয়াশিশ আলমসহ এনসিপির জেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সারজিস আলম বলেন, প্রথম সারির ৭টি দলের মধ্যে ৬টি দল সংস্কারের একটি প্রশ্নে একমত। যদি সরকার বা ঐক্যমত কমিশনের কাছে একটি দল বড় হয়, তবে অন্তর্বর্তী সরকার গ্রহণযোগ্যতা হারাবে। আমরা প্রত্যাশা করি, অন্তর্বর্তী সরকার তার দায়বদ্ধতা ভুলে যাবে না। একটি স্বচ্ছ নির্বাচনের আগে এই বাংলাদেশে জুলাই সনদ দেখতে পাবো। জুলাই ঘোষণাপত্র পাবো। মৌলিক ও নির্বাচনকালীন সংস্কার পাবো এবং দৃশ্যমান বিচার দেখতে পাবো।

তিনি বলেন, বিগত দিনে ছাত্রলীগ ও যুবলীগকে চাঁদাবাজির জন্য ব্যবহার করেছে আওয়ামী লীগ। ক্ষমতার অপব্যবহারের জন্য ব্যবহার করেছে। মাদকের সিন্ডিকেটের জন্য ব্যবহার করেছে। নিরাপরাধ মানুষকে নির্যাতন করার জন্য ব্যবহার করেছে। অন্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের হয়রানির জন্য ব্যবহার করেছে। নতুন বাংলাদেশে কিছু সংগঠন একই কাজ করার চেষ্টা করছে। আমরা মনে করি, নতুন বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া কেউ আমাদের শত্রু নয়। আমরা তাদের প্রতিযোগী মনে করি। তবে কেউ যদি অপকর্ম করে, তার বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে। 

উৎস: Samakal

কীওয়ার্ড: সরক র

এছাড়াও পড়ুন:

বাংলাদেশের ‘দ্য ম্যাজিক্যাল মেন’-এ আলোচিত প্রযোজক

তরুণ নির্মাতা বিপ্লব সরকারের সিনেমায় যুক্ত হয়েছেন এশিয়ার আলোচিত প্রযোজক ফ্রান বর্জিয়া। সিঙ্গাপুরের এই প্রযোজক দীর্ঘ প্রায় দুই দশক সিনেমা প্রযোজনার সঙ্গে যুক্ত। এশিয়ার বেশির ভাগ তরুণ নির্মাতার সিনেমার প্রযোজক হিসেবে তিনি আলোচিত। তাঁর হাত ধরে উঠে এসেছেন অনেক তরুণ। এবার তিনি প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমা ‘দ্য ম্যাজিক্যাল মেন’-এর প্রযোজক হিসেবে যুক্ত হলেন। একই সঙ্গে দেশের এই সিনেমায় যুক্ত হয়েছেন ফ্রান্সের আরেক প্রযোজক ফ্রঁসোয়া ডি-আর্টেমেয়ার। আন্তর্জাতিক অঙ্গনে বিকল্পধারার সিনেমার প্রযোজক হিসেবে তিনিও আলোচিত।

কান, ভেনিস, লোকার্নোসহ বিশ্বের গুরুত্বপূর্ণ সব চলচ্চিত্র উৎসবেই থাকে ফ্রানের সিনেমা। গোল্ডেন গ্লোবেও ছিল তাঁর প্রযোজিত সিনেমার মনোনয়ন। সর্বশেষ গত বছর তাঁর প্রযোজিত সিনেমা স্ট্রেঞ্জার আইস ভেনিস চলচ্চিত্র উৎসবে গোল্ডেন লায়ন পুরস্কারের জন্য প্রতিযোগিতা করে। তার আগে ফ্রান আলোচনায় ছিলেন মালয়েশিয়ার টাইগার স্ট্রাইপস সিনেমা দিয়ে। কান চলচ্চিত্র উৎসবে অফিশিয়াল বিভাগে জায়গা পাওয়া এটি ছিল দেশটির প্রথম কোনো নারী নির্মাতার সিনেমা। কানের আঁ সার্তে রিগা বিভাগে অংশ নিয়ে ক্রিটিকস উইক গ্র্যান্ড পুরস্কার জিতে নেয় সিনেমাটি। এর পরিচালক ছিলেন আমান্দা নেল।

প্রযোজক ফ্রান বর্জিয়া। ছবি: আইএমডিবি

সম্পর্কিত নিবন্ধ