হেডিংলি টেস্টে ভারত হারল কেন? কারণ নিশ্চয়ই একটি নয়। লোয়ার অর্ডার ব্যর্থ হলো, যশপ্রীত বুমরা ছাড়া বাকি বোলারদের পারফরম্যান্সও ভালো নয়। এমনকি ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে বুমরাও উইকেট পাননি। এর বাইরে বাজে ফিল্ডিংও শুবমান গিলদের ডুবিয়েছে। এ নিয়ে ক্ষোভ ঝেড়েছেন ভারতের কিংবদন্তি সুনীল গাভাস্কার। ভারতের ফিল্ডিং টেস্ট মানের নয় বলে মনে করেন গাভাস্কার।

হেডিংলি টেস্টের উইকেট ছিল ব্যাটিং–সহায়ক। সেখানে প্রথম ইনিংসে ৪৭১ রান করা ভারত দ্বিতীয় ইনিংসে করে ৩৬৪ রান। ইংল্যান্ড তো শেষ দিনেই ৩৫০–এর বেশি রান তুলে ম্যাচ জিতেছে। এমন উইকেটে ভারতের ফিল্ডাররা ক্যাচ ছেড়েছেন ৭টি। ব্যাট হাতে সেঞ্চুরি করা যশস্বী জয়সোয়াল ইংল্যান্ডের দুই ইনিংসে একাই ক্যাচ ছেড়েছেন চারটি!

দ্বিতীয় ইনিংসে ১৪৯ রান করা বেন ডাকেট ‘জীবন’ পেয়েছেন। এর আগে প্রথম ইনিংসে ৯৯ রান করা হ্যারি ব্রুককেও জীবন দিয়েছে ভারত। আউটফিল্ডেও সেরাটা দিতে পারেননি গিলরা। গুরুত্বপূর্ণ সময়ে কাল করুন নায়ারের হাতের মধ্যে থেকে বল ফসকে হয়ে গেছে চার। সে কারণেই ভারতের ফিল্ডিংয়ের সমালোচনা করেছেন গাভাস্কার।

ভারতের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার সুনীল গাভাস্কার।.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আওয়ামী লীগের চ্যাপ্টার এই দেশে ক্লোজড: সারজিস আলম

ছবি: প্রথম আলো

সম্পর্কিত নিবন্ধ