নিটিং ওনার্স এসোসিয়েশনের ভুয়া ভোটার বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন
Published: 25th, June 2025 GMT
বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশনের আগামী ৯ আগস্টের নির্বাচন (২০২৫-২০২৭) কে কেন্দ্র করে নিয়ম বহিভূতভাবে সদস্য বানিয়েছে বলে অভিযোগ উঠেছে।
এমন অভিযোগ এনে ভুয়া ভোটার বাতিলের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন সাধারণ মালিকদের একটি অংশ। বুধবার (২৫ জুন) দুপুরে বিসিকে এক সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশনের আসন্ন নির্বাচন (২০২৫-২০২৭) কে কেন্দ্র করে বর্তমান কমিটি (২০২৩-২০২৫) নির্বাচনে জয়লাভকরার জন্য অনেক ভুয়া সদস্য বানিয়ে তাদের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করেছে। যাদের ব্যবসা প্রতিষ্ঠানের অস্তিত্ব নেই বিধি অনুযায়ী এই প্রতিষ্ঠানের সদস্য হতে হলে অবশ্যই নিটিং মিলস্ থাকতে হবে।
ওই সকল সদস্যদের সদস্যপদ বাতিল করে প্রকৃত প্রতিষ্ঠান ও মালিকদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার জন্য আমরা শতাধিক মালিকের স্বাক্ষরসহ আপিল বোর্ডে লিখিত অভিযোগ প্রদান করি। সে বিষয়ে আপিল বোর্ড আমাদেরকে জানান, তাদের ভুয়া সদস্য বাতিল করার কোন এখতিয়ার নেই।
যেহেতু বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশন অরাজনৈতিক অলাভজনক মালিকদের সংগঠন। এখানে যাদের কোন ফ্যাক্টরী নাই বা মেশিন নাই তারা মালিকদের স্বার্থ কিভাবে রক্ষা করবে? যা প্রকৃত মালিকদের কাছে নিন্দনীয় এবং অপমানজনক ।
তারা, ৯ আগস্ট ঘোষিত নির্বাচনে ভুয়া সদস্য বাতিল করে প্রকৃত সদস্য দ্বারা নির্বাচনের পরিবেশ তৈরি করা না হলে আমরা সকল মালিকবৃন্দ এসোসিয়েশন এর সমস্ত কার্যক্রম বয়কট করার ঘোষনা দেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশন এর সদস্য হাজী কামাল উদ্দিন মালিক মেসার্স কামাল ট্রেডার্স, বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশনের সদস্য মোঃ বাদশা বুলবুল, সাবেক ভাইস প্রেসিডেন্ট মোঃ কবির হোসেন ভূঁইয়া, বর্তমান সহ-সভাপতি কামাল হোসেন, সাবেক পরিচালক মোঃ শহিদুল ইসলাম, বর্তমান সহ-সভাপতি মিজানুর রহমান, বর্তমান পরিচালক মোঃ মহসিন মৃধা, প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবু তাহের শামীম, সাবেক পরিচালক মোঃ জাহিদুল আলম, মোঃ আবদুল আউয়াল টুটুল, মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ সদস য ব র সদস য
এছাড়াও পড়ুন:
বেসরকারি ব্যাংক টেলার পদে নিয়োগ, স্নাতক পাসে আবেদন
বেসরকারি ব্যাংক এশিয়া পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটিতে ‘টেলার’ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। ২৯ সেপ্টেম্বর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের বিবরণ
পদের নাম: টেলার
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান।
ন্যূনতম স্নাতক বা পাস কোর্স যেকোনো বিষয়ে সিজিপিএ–৪–এর স্কেলে ২.৫০–এর নিচে নয় বা ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমতুল্য। এসএসসি ও এইচএসসিতে ৫–এর মধ্যে সিজিপিএ–৩ বা সমমানের থাকতে হবে।
অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়
নিবেদিত ও স্বপ্রণোদিত হতে হবে।
শক্তিশালী যোগাযোগ ও আন্তব্যক্তিক দক্ষতা থাকতে হবে।
বাংলা ও ইংরেজি উভয় ভাষায় কথা বলা ও লেখার ক্ষমতা থাকতে হবে।
কম্পিউটার চালনায় দক্ষতা ও বিশ্লেষণ দক্ষ হতে হবে।
চাকরির ধরন: ফুল টাইম।
কর্মক্ষেত্র: অফিস।
বয়সসীমা: ২১ থেকে ৩২ বছর।
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে।
বেতন: আলোচনা সাপেক্ষে।
সুযোগ-সুবিধা: বেতন ছাড়াও ব্যাংকের নীতিমালা অনুযায়ী আরও সুযোগ-সুবিধার ব্যবস্থা রয়েছে।
আবেদনপদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ১২ অক্টোবর ২০২৫।
আরও পড়ুনগণপূর্ত অধিদপ্তরে বিশাল নিয়োগ, পদ ৬৬৯২৯ সেপ্টেম্বর ২০২৫