সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা আদালত অবমাননার মামলায় প্রস্তুতি নিতে অ্যামিকাস কিউরি সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এ ওয়াই মশিউজ্জামানকে এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ২ জুলাই।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ বুধবার এ আদেশ দেন। ট্রাইব্যুনালের দুই সদস্য হলেন মো.

শফিউল আলম মাহমুদ ও মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

শেখ হাসিনা ও গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুল ওরফে মো. শাকিল আলমের বিরুদ্ধে হওয়া আদালত অবমাননার মামলায় ট্রাইব্যুনালকে সহায়তা করতে ১৯ জুন অ্যামিকাস কিউরি (আদালতের আইনি সহায়তাকারী) হিসেবে এ ওয়াই মশিউজ্জামানকে নিয়োগ দেওয়া হয়।

বুধবার এই মামলার শুনানিতে উপস্থিত হন এ ওয়াই মশিউজ্জামান। শুনানিতে তিনি বলেন, এটি তাঁর কাছে নতুন বিষয়। গতকাল মঙ্গলবার তিনি এই মামলার নথিপত্র পেয়েছেন। তাঁর প্রস্তুতির জন্য দুই সপ্তাহ সময় প্রয়োজন। ট্রাইব্যুনাল এক সপ্তাহ সময় মঞ্জুর করেন।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

রাজধানীতে ঝটিকা মিছিল, আওয়ামী লীগের ২৪৪ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীতে ঝটিকা মিছিল করার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৪৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় তাদের কাছ থেকে ১৪টি ককটেল ও ৭টি ব্যানার উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম এসব তথ্য জানান।

আরো পড়ুন:

হিলিতে ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু

নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, জলকামান দিয়ে সরাল পুলিশ

তিনি বলেন, ‘‘তারা ঝটিকা মিছিলের মাধ্যমে আইনশৃঙ্খলা বিনষ্ট করে জনমনে আতঙ্ক সৃষ্টির পায়তারা করছে- এমন তথ্যের ভিত্তিতে ২৪৪ জনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ ৫০ জনকে, সিটিটিসি ২৭ জনকে, তেজগাঁও বিভাগ ১০০ জনকে, রমনা বিভাগ ৫৫ জনকে, গুলশান বিভাগ ৫ জনকে, মিরপুর বিভাগ ৪ জনকে এবং উত্তরা বিভাগ ৩ জনকে গ্রেপ্তার করে।”

নজরুল ইসলাম আরো বলেন, ‘‘ঝটিকা মিছিলে অংশগ্রহণকারীদের অর্থ যোগানদাতা, আশ্রয়দাতা ও লোক সরবরাহকারীদের বিষয়ে তথ্য সংগ্রহের কাজ চলছে।”

এদিন দুপুরে গুলিস্তান, ফার্মগেট, কারওয়ান বাজার, আগারগাঁও ও পান্থপথ এলাকায় ঝটিকা মিছিল বের করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

ঢাকা/মাকসুদ/রাজীব

সম্পর্কিত নিবন্ধ