মার্কিন মুলুকে ইতিহাস রচনা করেছেন ভারতীয় বংশোদ্ভূত জোহরান মামদানি। নিউইয়র্ক শহরের ডেমোক্রেটিক দলের প্রাইমারিতে (প্রাথমিক বাছাইয়ে) বিপুল ভোট পেয়ে মেয়র পদে প্রার্থী মনোনীত হয়েছেন। নির্বাচিত হলে ৩৩ বছর বয়সী মামদানিই হবেন নিউইয়র্কের সবচেয়ে কনিষ্ঠ ও প্রথম মুসলিম মেয়র। তাঁর জয়ের ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একাধিক পোস্টে ট্রাম্প ডেমোক্র্যাটপ্রার্থী জোহরান মামদানির চেহারা, কণ্ঠস্বর ও বুদ্ধিমত্তা নিয়ে বিদ্রূপ করেছেন এবং তাঁকে ‘শতভাগ পাগল কমিউনিস্ট’ বলে তীব্র কটাক্ষ করেছেন।

নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘জোহরান মামদানি শতভাগ পাগল কমিউনিস্ট, ডেমোক্রেটিক দলের প্রাইমারি জিতে এখন তিনি মেয়র হওয়ার পথে। এর আগেও আমরা উগ্র বামপন্থীদের দেখেছি, তবে এটা রীতিমতো হাস্যকর হয়ে উঠেছে। তিনি দেখতে ভয়ংকর, বিরক্তিকর কণ্ঠ, তাঁর বুদ্ধিসুদ্ধিও খুব একটা নেই।’

আরেক পোস্টে ট্রাম্প জোহরানকে সমর্থন দেওয়া কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যদের নিয়েও উপহাস করেন। বিশেষ করে তিনি প্রতিনিধি পরিষদের সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্তেজকে নিয়ে উপহাস করেছেন। এ ছাড়া ট্রাম্প সিনেটে সংখ্যালঘু নেতা চাক শুমারকে ‘আমাদের মহান ফিলিস্তিনি সিনেটর’ বলে উল্লেখ করেন এবং দাবি করেন, ‘কান্নাকাটি করা চাক শুমার জোহরানের পেছনে ঘুরঘুর করছেন।’

আরও পড়ুনট্রাম্পের ‘সবচেয়ে বড় দুঃস্বপ্ন’ জোহরান মামদানি৯ ঘণ্টা আগে

জোহরান মামদানি নিউইয়র্ক নগরের আসন্ন মেয়র নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী। এ কারণে সাধারণ নির্বাচনে বিষয়টি জাতীয় পর্যায়ে বেশ মনোযোগ কাড়বে। বিশেষ করে নিউইয়র্ক নগরের মতো বিশাল শহরে প্রগতিশীল রাজনীতির ভবিষ্যৎ পরীক্ষার মঞ্চ হবে এই নির্বাচন। আর ট্রাম্পের এসব কথাবার্তা ইঙ্গিত দিচ্ছে, রিপাবলিকানরা এই নির্বাচনকে ডেমোক্র্যাটদের বামঘেঁষা প্রবণতার বিরুদ্ধে প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চান।

২০২১ সাল থেকে কুইন্সের অ্যাস্টোরিয়া এলাকা থেকে অঙ্গরাজ্যের আইনসভায় (অ্যাসেম্বলি) প্রতিনিধিত্ব করছেন জোহরান। মেয়র পদে নির্বাচিত হলে তিনি শহরে বিনা ভাড়ায় বাসে চলাচল, অ্যাপার্টমেন্টের ভাড়া বৃদ্ধির ওপর নিষেধাজ্ঞা এবং সিটি করপোরেশনের নিজস্ব মুদিদোকান চালু করার ঘোষণা দিয়েছেন। আর এর অর্থায়ন হবে ব্যবসা ও ধনীদের ওপর অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের কর আরোপ থেকে আয়ের মাধ্যমে।

জোহরান ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছেন। এ কারণে তাঁকে ইসরায়েলপন্থী গোষ্ঠীগুলোর সমালোচনার মুখে পড়তে হয়েছে এবং প্রথমবারের মতো নিউইয়র্কের মেয়র নির্বাচনেও বৈদেশিক নীতি আলোচনার কেন্দ্রে চলে এসেছে।

জোহরান প্রকাশ্যে বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউইয়র্ক সফরে এলে তাঁকে গ্রেপ্তার করা হবে। কারণ, ২০২৪ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

আরও পড়ুননিউইয়র্কে ইতিহাস গড়লেন জোহরান মামদানি৪ ঘণ্টা আগে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ন উইয়র ক কর ছ ন

এছাড়াও পড়ুন:

এনজেল নূরের প্রথম অ্যালবাম ‘প্রাণ-ত’

নিজের জীবনের গল্পে সুর চড়ান এনজেল নূর। প্রথম মৌলিক গান ‘যদি আবার’ গেয়ে তারকাখ্যাতি পেয়েছেন তিনি। গানটি ঢাকার গণ্ডি পেরিয়ে কলকাতায়ও আলোচিত হয়েছে। আরেক মৌলিক গান ‘তিল’ও প্রশংসা কুড়িয়েছে। দুই গানের গল্প বলার ঢঙে জীবনকে সামনে এনেছেন তিনি।

এবার আর একক গান নয়, পুরো অ্যালবামে হাত দিয়েছেন এনজেল। প্রাণ–ত শিরোনামে প্রথম অ্যালবাম প্রকাশ করবেন তিনি। ‘কিছু কথা বাকি ছিল’সহ মোট সাতটি গান থাকবে। তবে ‘যদি আবার’ ও ‘তিল’ থাকবে না। অ্যালবামের নামকরণ নিয়ে জানতে চাইলে এই তরুণ গায়ক বলেন, ‘গানগুলো আমার একদম প্রাণে কাছের, ফলে অ্যালবামের নাম প্রাণ–ত। এতে প্রাণজুড়ানো কিছু গান থাকবে, যেখানে কষ্ট বা সুখকে না এড়িয়ে অনুভব করার কথা বলা হয়।’

এনজেল নূর

সম্পর্কিত নিবন্ধ