নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, আওয়ামী লীগের কোন লোককে বিএনপি'র নতুন সদস্য করা যাবে না। বিএনপি'র সদস্য হওয়ার সহজ কিন্তু কাদের জন্য কঠিন যারা আওয়ামী লীগ করেছে তাদের জন্য কঠিন হবে।

তারা যদি একবার সদস্য হতে পারে তাহলে তারা এসে আপনাদেরকে দেখাবে এই যে দেখেন আমি বিএনপি সদস্য হয়ে গেছি সামনের সারিতে বসতে যাবে। সুতরাং আপনারা কোন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের কাউকে বিএনপি সদস্য করবেন না। 

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অন্তর্গত সদর থানা বিএনপির আওতাধীন আলীরটেক ইউনিয়ন বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম কার্যক্রম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন। 

বৃহস্পতিবার (২৬ জুন ) বিকেল নারায়ণগঞ্জ সদর থানার আলীরটেক ইউনিয়নে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

তিনি বলেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে ২০কোটি লোককে এই দলের সদস্য করা হবে। সে ধারাবাহিকতায় কিন্তু আজকে আমরা আজকে আলীরটেকে  ইউনিয়নে এসেছি নতুন সদস্য সংগ্রহ ও নবায়নের জন্য।

যারা পুরান সদস্য ১৪ সালে যারা সদস্য হয়েছেন তাদের পুরনো সেই ফরম নিয়ে আসলে আপনাদের সজল আসলেই নবায়ন করতে পারবেন। আর যারা নতুন সদস্য হবেন তাদের ক্ষেত্রে যাচাই-বাছাই করে আলীরটেক ইউনিয়ন বিএনপির সুপার ফাইভ তারা এই সদস্য করতে পারবে।

তারা যদি কোন স্বজনপ্রীতি করে আওয়ামী লীগের দোসরকে এই বিএনপি নতুন সদস্য করায় তাহলে সেই বিষয়ে আমরা দেখব। আর সবাই মিলে নতুন সদস্য সংগ্রহ এবং নবায়ন করবেন সেটা আমরা যাচাই-বাছাই করে তারপরে নতুন সদস্যদের ফরম আপনাদের কাছে পৌঁছে দেব।

বিগত ১৭টি বছর যারা বিএনপি করেছেন আন্দোলন সংগ্রাম করতে গিয়ে মামলা হামলা নির্যাতন স্বীকার করেছেন তাদের জায়গা হবে সামনে । আর যারা নতুন সদস্য হবেন তাদের প্রতি অনুরোধ আপনারা থাকবেন একটু পিছনে বসবেন। 

তিনি আরও বলেন, আগামী ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে কিন্তু আমাদের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনের একটি ভোটও কিন্তু আমাদের জন্য অন্তত গুরুত্বপূর্ণ। সুতরাং একটি ভোটও যেন নষ্ট না হয় আমাদেরকে সেই চেষ্টাই করতে হবে।

আর বর্তমান সময়ে কিন্তু অনেক চিল ও হায়নাদের আনাগোনা শুরু হয়ে গেছে। তারা বসন্তের কোকিল হয়ে এখন বিএনপির দলীয় মনোনয়ন নেওয়ার চেষ্টা করছে। আমরা কিন্তু বিগত ১৬ টি বছর রাজপথে ছিলাম দলের জন্য কাজ করেছি তারা কিন্তু দলের কেউ না।

আর কেন্দ্রের থেকেও কিন্তু তাদেরকে কোন আশ্বাস দেওয়া হয় নাই। আর আপনারা জানেন যারা দলের তিনটি ক্যাটাগরিতে যোগ্য হবে তারাই কিন্তু দলীয় মনোনয়ন পাবে। সুতরাং আপনারা কারো কথায় কান দিবেন না। 

আলীরটেক ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড.

সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধান। 
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, মহানগর বিএনপি নেতা আক্তার হোসেন, সদর থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন চঞ্চল, গোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেন, আলীরটেক ইউনিয়ন বিএনপির সিনিয়র মাহবুব আলম জুলহাস, সহ- সভাপতি জামাল সরদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন সরকার, সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন, সদস্য আব্দুল মজিদ প্রান্তিক, আলীরটেক ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শরীফ সরদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ ন ব এনপ র স সদস য কর র সদস য সদর থ ন সদস য ক র জন য আম দ র আওয় ম আপন র

এছাড়াও পড়ুন:

রূপগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে আমীর হোসেন (৫০) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক হুমায়রা তাসমিন এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আমীর হোসেন জামালপুর জেলার ইসলামপুরের মহলগিরী এলাকার শাহ জামালের ছেলে। রায় ঘোষণার সময়ে তিনি আদালতে অনুপস্থিত ছিলেন।

কোর্ট পুলিশ পরিদর্শক মো. কাইউম খান জানান, রূপগঞ্জের পশ্চিমগাঁও এলাকার মো. আবু তালেবের মেয়ে বিলকিছ বেগমের সঙ্গে আমীর হোসেনের বিয়ে হয়েছিল। কিন্তু বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক ঝগড়া-বিবাদ লেগে থাকত।

২০০৩ সালের ২৭ ফেব্রুয়ারি রাতে আমীর হোসেন বিলকিছ বেগমকে তাদের বাড়ির পাশে ডেকে নিয়ে হত্যা করে। এই ঘটনায় বিলকিছের বাবা আবু তালেব রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এই রায় দেন।
 

সম্পর্কিত নিবন্ধ

  • ৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে রাষ্ট্র মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ
  • ইনসাফপূর্ণ সমাজ গঠনে আল কোরআনের কোন বিকল্প নাই : ড. ইকবাল
  • হাসপাতালে শয্যাসংকট, মেঝেতে চিকিৎসা নিচ্ছেন রোগীরা
  • মহানবমীতে আড়াইহাজার ও রূপগঞ্জের বিভিন্ন মন্দির পরিদর্শনে না.গঞ্জ ঐক্য পরিষদ  
  • রূপগঞ্জে চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ বাড়িওয়ালার বিরুদ্ধে
  • দুই মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে ১৯ কিলোমিটার যানজট
  • নারায়ণগঞ্জে সাদাপোশাকে আসামি ধরতে গিয়ে হামলার শিকার, র‌্যাবের ৩ সদস্য আহত
  • বিএনপির এই ভালোবাসা সনাতন সম্প্রদায় ভুলবে না : শিপন সরকার 
  • না.গঞ্জ সদরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে প্রাণিসম্পদ কর্মকর্তা
  • রূপগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন