নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গুরুতর অবস্থায় দুই দিন ধরে শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে আছে।

গত মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জের একটি এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটি সিদ্ধিরগঞ্জের একটি স্কুলে প্লে শ্রেণিতে পড়ে। এ ঘটনায় অভিযুক্ত তানভীর আহম্মেদকে (২১) গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। তিনি একই এলাকার জুলফিকার আলী জমাদ্দারের ছেলে এবং একটি প্রতিষ্ঠানে বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম প্রথম আলোকে বলেন, ধর্ষণের ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি কারাগারে।

মামলার সংক্ষিপ্ত এজাহারে বাদী উল্লেখ করেন, অভিযুক্ত তানভীরের ভাতিজির সঙ্গে তাঁর শিশুকন্যা প্রায়ই তাঁদের বাড়িতে গিয়ে খেলা করত। ২৩ জুন রাত ৯টার দিকে খেলা করার সময় অভিযুক্ত তানভীর চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে কৌশলে তাঁর মেয়েকে কক্ষে নিয়ে ধর্ষণ করেন। একপর্যায়ে শিশুটি চিৎকার শুরু করলে অভিযুক্ত তাকে ছেড়ে দেন। এদিকে দীর্ঘক্ষণ সন্তানের খোঁজ না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে প্রতিবেশীর বাসায় তাকে দেখতে পান। এরপর মেয়েকে বাসায় নিয়ে আসেন। ওই দিন রাতেই মেয়ের শরীরে প্রচণ্ড জ্বর ওঠে। পরে প্রাথমিক চিকিৎসা নিলেও সকাল থেকে প্রস্রাবের সঙ্গে রক্ত বের হতে শুরু করে। চিকিৎসকের কাছে নিলে মেয়ে জানায়, তার খেলার সঙ্গীর চাচা তাকে ব্যথা দিয়েছে। পরে গুরুতর অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। সেখানে এখন চিকিৎসকদের পর্যবেক্ষণে আছে।

শুক্রবার সকালে শিশুটির মামা প্রথম আলোকে বলেন, তাঁর ভাগনির মুখে গামছা পেঁচিয়ে ধর্ষণ করা হয়েছে। গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। তার শরীরের অবস্থা ভালো নেই বলে চিকিৎসকেরা পর্যবেক্ষণে রেখেছেন। তিনি অভিযুক্ত ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মামলার তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম প্রথম আলোকে জানান, প্রাথমিকভাবে শিশুটি ধর্ষণের শিকার হয়েছে বলে প্রতীয়মান হয়েছে। শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স দ ধ রগঞ জ র অবস থ

এছাড়াও পড়ুন:

বিএনপি নেতা ভিপি রাজিবের আশু রোগমুক্তি কামনায় দোয়া

‎ডেঙ্গু জ্বরে আক্রান্ত নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিবের আশু রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

‎শুক্রবার (১৪ নভেম্বর) বাদ এশা শহরের চানমারি আলআকসা জামে মসজিদ প্রাঙ্গণে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য রুহুল আমিনের সার্বিক তত্ত্বাবধানে এই দোয়ার আয়োজন করা হয়।

‎এসময়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিবের আশু রোগমুক্তি ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।

‎মিলাদ ও দোয়ায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান সুমন, সদস্য রুহুল আমিন,  আমিনুল ইসলাম, মাহাবুব হোসেন, মনির হোসেন, বাধন মজুমদার, সেচ্ছাসেবক নেতা মিজান, আলামিন, খোকন, জীবন, আলামিন, আলম, রমজান, সামিরসহ অনেকেই।
 

সম্পর্কিত নিবন্ধ

  • আ’লীগের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে শহরে মহানগর বিএনপির বিক্ষোভ
  • আজমেরী ওসমানের দুই সহোযোগীসহ আ’লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার
  • নারায়ণগঞ্জে গভীর রাতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, তাপে চালক জেগে ওঠায় রক্ষা
  • র‍্যাবের অভিযান টের পেয়ে সন্ত্রাসীর এলোপাতাড়ি গুলি, গৃহবধূ গুলিবিদ্ধ
  • না’গঞ্জের আলিয়ার স্কুল অব লিডারশিপ ইউকে চ্যাপ্টারের নতুন সভাপতি 
  • না’গঞ্জের আলিয়ার স্কুল অব লিডারশিপ ইউকে চ্যাপ্টারের সভাপতি 
  • নারায়ণগঞ্জ মহানগর আপ বাংলাদেশের আহ্বায়ক কমিটি গঠন
  • নারায়ণগঞ্জে পার্ক করা মিনিবাসে আগুন
  • ডেঙ্গু আক্রান্ত জাসাস নেতা রিপনের শয্যাপাশে আনিসুল ইসলাম সানি 
  • বিএনপি নেতা ভিপি রাজিবের আশু রোগমুক্তি কামনায় দোয়া