মাত্রাতিরিক্ত ঘু‌মের ওষুধ খে‌য়ে গুরুতর অসুস্থ হয়ে পড়া ‌হি‌রো আলম‌কে উন্নত চি‌কিৎসার জন‌্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মে‌ডি‌কেল ক‌লেজ থে‌কে ঢাকায় নিয়েছেন তার সা‌বেক স্ত্রী রিয়া ম‌নি ও কথিত স্ত্রী মিথিলা। শুক্রবার (২৭ জুন) বিকেল ৪টায় হাসপাতা‌ল কর্তৃপ‌ক্ষের সঙ্গে কথা ব‌লে হিরো আলমকে নিয়ে প্রাইভেটকা‌রে ক‌রে ঢাকার উদ্দেশে রওনা দেন তারা।

এর আগে অসুস্থ হি‌রো আলম‌কে দেখতে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে আসেন রিয়া ম‌নি ও মি‌থিলা। তারা দুজ‌নেই হি‌রো আল‌মের পাশে ব‌সে তার মাথায় হাত বুলি‌য়ে দেন। প‌রে চি‌কিৎস‌কের সা‌থে কথা বলেন রিয়া ম‌নি। হি‌রো আল‌মের শারী‌রিক অবস্থার কথা জে‌নে তা‌কে ঢাকায় নি‌য়ে যাওয়ার প্রস্তাব দেন তিনি। হাসপাতাল‌ থে‌কে রি‌লিজ লেটার নি‌য়ে হিরো আলম‌কে হুইলচেয়া‌রে ক‌রে হাসপাতাল‌ থে‌কে নি‌চে না‌মা‌নো হয়। প‌রে রিয়া ম‌নি ও মি‌থিলা‌দের নি‌য়ে আসা প্রাইভেট ক‌রে তা‌কে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেওয়া হয়।

এদি‌কে, হিরো আলম অসুস্থ থাকায় এবং রিয়া ম‌নি ও মি‌থিলা কোনো কথা বলতে না চাওয়ায় তা‌দের বক্তব‌্য নেওয়া সম্ভব হয়‌নি। 

হি‌রো আলম যে বন্ধুর বা‌ড়িতে ঘু‌মের ওষুধ খে‌য়ে অসুস্থ হ‌য়ে‌ছেন, তি‌নি বলে‌ছেন, “গতকাল‌ ৩টায় হিরো আলম আমার বাড়িতে এসে রিয়া মনিকে নিয়ে হতাশার কথা ব‌লেন। তি‌নি যেখানে যান, সেখানে লোকজন তাকে বিরক্ত করেন, নানা প্রশ্ন করেন বলে জানান। একটু নিরিবিলি সময় কাটাতে তিনি আমার এখানে এসেছিলেন। আমার ধারণা, রিয়া মনিকে না পাওয়ার হতাশা থেকেই হিরো আলম এ সিদ্ধান্ত নিয়েছেন।”

হিরো আলম‌কে শহীদ জিয়াউর রহমান মে‌ডি‌কেল হাসপাতাল‌ থে‌কে ঢাকায় নি‌য়ে যাওয়ার বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেছেন হাসপাতা‌লটি উপ-প‌রিচালক। তিনি ব‌লেছেন, বিকেল ৪টার দিকে রিয়া ম‌নি হি‌রো আলম‌কে ঢাকায় চি‌কিৎসা করানোর কথা ব‌লে হাসপাতাল থে‌কে রি‌লিজ ক‌রে নি‌য়ে গে‌ছেন।

শুক্রবার (২৭ জুন) সকালে হিরো আলমকে তার বন্ধুর বা‌ড়ির শয়নকক্ষ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। দুপুর ১২টার দিকে নেওয়া হয় ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ঢাকা/এনাম/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আলম ক

এছাড়াও পড়ুন:

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা। 

নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।

আরো পড়ুন:

গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।  পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা/বেলাল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ