দারুল ইশ্ক হোসাইনিয়া খানকা শরীফের পানি বিতরণ
Published: 27th, June 2025 GMT
আহলে বায়াতে রাসুল (সাঃ) ও শোহাদায়ে কারবালার স্মরণে দারুল ইশ্ক হোসাইনিয়া খানকা শরীফের উদ্যোগে ও মীম শরৎ গ্রুপ এর ব্যবস্থাপনায় তৃষ্ণার্ত পথচারীদের মাঝে দশ দিন ব্যাপি কার্যক্রমের প্রথম দিন বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৭ জুন) সকালে নারায়ণগঞ্জ শহরের উকিলপাড়াস্থ ফুল কুটিরের সামনের সড়কে পথচারিদের মাঝে বিনামূল্যে বিশ্বদ্ধ খাবার পানি বিতরণ করা হয়।
দারুল ইশ্ক হোসাইনিয়া খানকা শরীফের খাদেমগণ ও মীম শরৎ গ্রুপ এর কর্মকর্তার জানান, আহলে বায়াতে রাসুল (সাঃ) ও বেহেস্তি যুবকদের সরদার ইমাম হুসাইন (আঃ), উনার পরিবার, পরিজনসহ ৭২ জন সঙ্গী করবালার ময়দানে পানির তৃষ্ণায় শহীদ হয়েছে।
উনাদের এই মহান আত্মত্যাগ স্মরণে আমরা প্রতি বছরের ন্যায় এবারও বিশিষ্ট ব্যবসায়ী ও মীম শরৎ গ্রুপ এর চেয়ারম্যান এবং খানকা শরীফের প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ সোহাগ সাহেবের সার্বিক তত্ত্বাবধানে এ আয়োজন করা হয়ে থাকে।
খানকা শরীফের খাদেমগণ, নারায়ণগঞ্জবাসীসহ সকল ধর্মপ্রান মুসলমানদের নিকট খানকা শরীফের প্রতিষ্ঠাতা পরিচালকের জন্য দোয়া কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, প্রবীন সাংবাদিক আবুল হোসেন, খানকা শরীফের খাদেম লতিফ সিদ্দিক রতন, তপু সারোয়ার, রকিবুল হাসান, বকুল সিকদার, কামাল হোসেন, এলভিন ভূইয়া.
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ হ স ইন
এছাড়াও পড়ুন:
রূপগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে আমীর হোসেন (৫০) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক হুমায়রা তাসমিন এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আমীর হোসেন জামালপুর জেলার ইসলামপুরের মহলগিরী এলাকার শাহ জামালের ছেলে। রায় ঘোষণার সময়ে তিনি আদালতে অনুপস্থিত ছিলেন।
কোর্ট পুলিশ পরিদর্শক মো. কাইউম খান জানান, রূপগঞ্জের পশ্চিমগাঁও এলাকার মো. আবু তালেবের মেয়ে বিলকিছ বেগমের সঙ্গে আমীর হোসেনের বিয়ে হয়েছিল। কিন্তু বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক ঝগড়া-বিবাদ লেগে থাকত।
২০০৩ সালের ২৭ ফেব্রুয়ারি রাতে আমীর হোসেন বিলকিছ বেগমকে তাদের বাড়ির পাশে ডেকে নিয়ে হত্যা করে। এই ঘটনায় বিলকিছের বাবা আবু তালেব রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এই রায় দেন।