উৎসবমুখর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল নারায়ণগঞ্জ প্রেসক্লাব (২০২৫-২০২৭) এর দ্বি-বার্ষিক নির্বাচন। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে “ঐক্য ও অগ্রযাত্রার” অঙ্গীকারে ভোটারদের মন জয় করে নিয়েছে ‘আবু সাউদ মাসুদ-আফজাল হোসেন পন্টি’ প্যানেল।

সভাপতি পদে আবু সাউদ মাসুদ এবং সাধারণ সম্পাদক পদে আফজাল হোসেন পন্টি তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বীদের বিশাল ব্যবধানে পরাজিত করে পূর্ণ প্যানেলে নিরঙ্কুশ বিজয় নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (২৭ জুন) ক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা শেষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৭৯ জন ভোটারের মধ্যে ৭৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বিভিন্ন ত্রুটির কারণে এদের মধ্যে ৭ টি ভোট বাতিল হয়েছে বলে জানায় নির্বাচন কমিশন। গণনা শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হলে বিজয়ী প্যানেলের সমর্থকদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়।

নির্বাচনের ফলাফলে মাসুদ-পন্টি প্যানেলের একচ্ছত্র আধিপত্য ফুটে ওঠে। সকল পদে ভোটের ব্যবধান ছিল চোখে পড়ার মতো।

সভাপতি পদে আবু সাউদ মাসুদ (৪৩ ভোট)। নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহবুবুর রহমান মাসুম (১৬ ভোট) এবং শাহ আলম (১০ ভোট)।

সাধারণ সম্পাদক পদে আফজাল হোসেন পিন্টু (৫২ ভোট)। নিকটতম প্রতিদ্বন্দ্বী রফিকুল ইসলাম রফিক (১৭ ভোট)।

সহ-সভাপতি পদে বিল্লাল হোসেন রবিন (৪৪ ভোট)। নিকটতম প্রতিদ্বন্দ্বী নাফিজ আশরাফ (২১ ভোট)।

যুগ্ম সম্পাদক পদে আহসান সাদিক শাওন (৫৭ ভোট)। প্রতিদ্বন্দ্বী হাসান আরিফ (১২ ভোট)।

কোষাধ্যক্ষ পদে আনিসুর রহমান জুয়েল (৫৩ ভোট)। প্রতিদ্বন্দ্বী ইউসুফ আলী এটম (১৬ ভোট)।

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে লুৎফর রহমান কাকন (৫৫ ভোট)। প্রতিদ্বন্দ্বী দীপক কান্তি ভৌমিক (১৪ ভোট)।

কার্যকরী সদস্য পদে রফিকুল ইসলাম জীবন (সর্বোচ্চ ৬৬ ভোট), আরিফ আলম দিপু (৫০ ভোট), আব্দুস সালাম (৪৫ ভোট), মাহফুজুর রহমান (৪৩ ভোট) ও প্রণব কৃষ্ণ রায় (৪২ ভোট) পেয়ে নির্বাচিত হন।

ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি আবু সাউদ মাসুদ বলেন, “এই জয় ক্লাবের সকল সদস্যের। আমরা যে ঐক্যের ডাক দিয়েছিলাম, সদস্যরা তাতে সাড়া দিয়েছেন। আমরা ক্লাবের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ।”

সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি বলেন, “ভোটাররা আমাদের উপর যে আস্থা রেখেছেন, তার মর্যাদা আমরা রাখব। সাংবাদিকদের অধিকার ও পেশাগত মানোন্নয়নে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।”

 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ আফজ ল হ স ন প র রহম ন

এছাড়াও পড়ুন:

বিএনপি নেতা ভিপি রাজিবের আশু রোগমুক্তি কামনায় দোয়া

‎ডেঙ্গু জ্বরে আক্রান্ত নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিবের আশু রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

‎শুক্রবার (১৪ নভেম্বর) বাদ এশা শহরের চানমারি আলআকসা জামে মসজিদ প্রাঙ্গণে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য রুহুল আমিনের সার্বিক তত্ত্বাবধানে এই দোয়ার আয়োজন করা হয়।

‎এসময়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিবের আশু রোগমুক্তি ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।

‎মিলাদ ও দোয়ায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান সুমন, সদস্য রুহুল আমিন,  আমিনুল ইসলাম, মাহাবুব হোসেন, মনির হোসেন, বাধন মজুমদার, সেচ্ছাসেবক নেতা মিজান, আলামিন, খোকন, জীবন, আলামিন, আলম, রমজান, সামিরসহ অনেকেই।
 

সম্পর্কিত নিবন্ধ

  • আ’লীগের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে শহরে মহানগর বিএনপির বিক্ষোভ
  • আজমেরী ওসমানের দুই সহোযোগীসহ আ’লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার
  • নারায়ণগঞ্জে গভীর রাতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, তাপে চালক জেগে ওঠায় রক্ষা
  • র‍্যাবের অভিযান টের পেয়ে সন্ত্রাসীর এলোপাতাড়ি গুলি, গৃহবধূ গুলিবিদ্ধ
  • না’গঞ্জের আলিয়ার স্কুল অব লিডারশিপ ইউকে চ্যাপ্টারের নতুন সভাপতি 
  • না’গঞ্জের আলিয়ার স্কুল অব লিডারশিপ ইউকে চ্যাপ্টারের সভাপতি 
  • নারায়ণগঞ্জ মহানগর আপ বাংলাদেশের আহ্বায়ক কমিটি গঠন
  • নারায়ণগঞ্জে পার্ক করা মিনিবাসে আগুন
  • ডেঙ্গু আক্রান্ত জাসাস নেতা রিপনের শয্যাপাশে আনিসুল ইসলাম সানি 
  • বিএনপি নেতা ভিপি রাজিবের আশু রোগমুক্তি কামনায় দোয়া