নারায়ণগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে মাসুদ-পন্টি প্যানেলের নিরঙ্কুশ জয়
Published: 27th, June 2025 GMT
উৎসবমুখর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল নারায়ণগঞ্জ প্রেসক্লাব (২০২৫-২০২৭) এর দ্বি-বার্ষিক নির্বাচন। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে “ঐক্য ও অগ্রযাত্রার” অঙ্গীকারে ভোটারদের মন জয় করে নিয়েছে ‘আবু সাউদ মাসুদ-আফজাল হোসেন পন্টি’ প্যানেল।
সভাপতি পদে আবু সাউদ মাসুদ এবং সাধারণ সম্পাদক পদে আফজাল হোসেন পন্টি তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বীদের বিশাল ব্যবধানে পরাজিত করে পূর্ণ প্যানেলে নিরঙ্কুশ বিজয় নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (২৭ জুন) ক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা শেষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৭৯ জন ভোটারের মধ্যে ৭৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বিভিন্ন ত্রুটির কারণে এদের মধ্যে ৭ টি ভোট বাতিল হয়েছে বলে জানায় নির্বাচন কমিশন। গণনা শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হলে বিজয়ী প্যানেলের সমর্থকদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়।
নির্বাচনের ফলাফলে মাসুদ-পন্টি প্যানেলের একচ্ছত্র আধিপত্য ফুটে ওঠে। সকল পদে ভোটের ব্যবধান ছিল চোখে পড়ার মতো।
সভাপতি পদে আবু সাউদ মাসুদ (৪৩ ভোট)। নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহবুবুর রহমান মাসুম (১৬ ভোট) এবং শাহ আলম (১০ ভোট)।
সাধারণ সম্পাদক পদে আফজাল হোসেন পিন্টু (৫২ ভোট)। নিকটতম প্রতিদ্বন্দ্বী রফিকুল ইসলাম রফিক (১৭ ভোট)।
সহ-সভাপতি পদে বিল্লাল হোসেন রবিন (৪৪ ভোট)। নিকটতম প্রতিদ্বন্দ্বী নাফিজ আশরাফ (২১ ভোট)।
যুগ্ম সম্পাদক পদে আহসান সাদিক শাওন (৫৭ ভোট)। প্রতিদ্বন্দ্বী হাসান আরিফ (১২ ভোট)।
কোষাধ্যক্ষ পদে আনিসুর রহমান জুয়েল (৫৩ ভোট)। প্রতিদ্বন্দ্বী ইউসুফ আলী এটম (১৬ ভোট)।
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে লুৎফর রহমান কাকন (৫৫ ভোট)। প্রতিদ্বন্দ্বী দীপক কান্তি ভৌমিক (১৪ ভোট)।
কার্যকরী সদস্য পদে রফিকুল ইসলাম জীবন (সর্বোচ্চ ৬৬ ভোট), আরিফ আলম দিপু (৫০ ভোট), আব্দুস সালাম (৪৫ ভোট), মাহফুজুর রহমান (৪৩ ভোট) ও প্রণব কৃষ্ণ রায় (৪২ ভোট) পেয়ে নির্বাচিত হন।
ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি আবু সাউদ মাসুদ বলেন, “এই জয় ক্লাবের সকল সদস্যের। আমরা যে ঐক্যের ডাক দিয়েছিলাম, সদস্যরা তাতে সাড়া দিয়েছেন। আমরা ক্লাবের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ।”
সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি বলেন, “ভোটাররা আমাদের উপর যে আস্থা রেখেছেন, তার মর্যাদা আমরা রাখব। সাংবাদিকদের অধিকার ও পেশাগত মানোন্নয়নে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।”
.
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ আফজ ল হ স ন প র রহম ন
এছাড়াও পড়ুন:
রূপগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে আমীর হোসেন (৫০) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক হুমায়রা তাসমিন এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আমীর হোসেন জামালপুর জেলার ইসলামপুরের মহলগিরী এলাকার শাহ জামালের ছেলে। রায় ঘোষণার সময়ে তিনি আদালতে অনুপস্থিত ছিলেন।
কোর্ট পুলিশ পরিদর্শক মো. কাইউম খান জানান, রূপগঞ্জের পশ্চিমগাঁও এলাকার মো. আবু তালেবের মেয়ে বিলকিছ বেগমের সঙ্গে আমীর হোসেনের বিয়ে হয়েছিল। কিন্তু বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক ঝগড়া-বিবাদ লেগে থাকত।
২০০৩ সালের ২৭ ফেব্রুয়ারি রাতে আমীর হোসেন বিলকিছ বেগমকে তাদের বাড়ির পাশে ডেকে নিয়ে হত্যা করে। এই ঘটনায় বিলকিছের বাবা আবু তালেব রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এই রায় দেন।