বিএনপির সদস্য নবায়নে টিপুর হুঁশিয়ারি “স্বজনপ্রীতি চলবে না”
Published: 27th, June 2025 GMT
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু দলের নেতাকর্মীদের আহবান জানিয়ে বলেছেন, "আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত কোনো ব্যক্তির সাথে আপোষ করবেন না, তাদেরকে দলে আশ্রয় বা প্রশ্রয় দেবেন না। কোনোভাবেই স্বজনপ্রীতি করা যাবে না।"
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অন্তর্গত বন্দর থানা বিএনপির আওতাধীন ১৯নং ওয়ার্ড বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম কার্যক্রম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।
শুক্রবার ( ২৭ জুন ) বিকেল চারটায় মদনগঞ্জ বটতলায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
টিপু আরও বলেন, "গত ১৬ বছর ধরে আওয়ামী লীগের অঙ্গসংগঠনগুলো—যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ—জনগণের ওপর জুলুম-নির্যাতন চালিয়েছে। এমনকি আমরাও বউ বাচ্চা নিয়ে বাড়িতে শান্তিতে ঘুমাতে পারিনি। বিএনপির কোনো নেতাকর্মী যেন জনগণকে কষ্ট না দেয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।"
তিনি দলের সদস্যপদ নবায়নের ক্ষেত্রে কঠোর নীতির কথা উল্লেখ করে বলেন, "যারা দীর্ঘ ১৬ বছর ধরে বিএনপির বিরুদ্ধে শত্রুতা করে পুলিশ-প্রশাসনকে সহযোগিতা করেছে, তাদেরকে কোনোভাবেই দলে ঢুকতে দেওয়া হবে না।"
মহানগর ১৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো.
আরও উপস্থিত ছিলেন, বন্দর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির উল্লাহ টিপু, মহানগর ১৯নং ওয়ার্ড বিএনপির সিনিয়র মাসুদুর রহমানকে সিনিয়র সহ-সভাপতি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আ: সালাম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন পলু, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মিনহাজ মিঠু, সদস্য সম্রাট হাসান সুজন।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ ব এনপ র স র সদস য
এছাড়াও পড়ুন:
মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহানগর ছাত্রদলের দোয়া মাহফিল
সাবেক মন্ত্রী, নৌবাহিনী প্রধান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুর রিয়ার অ্যাডমিরাল (অব.) মাহবুব আলী খানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী শাহাদাত হোসেন ভূঁইয়ার উদ্যোগে মহানগর ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ আগস্ট) বিকেলে সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোডে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় । উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠানে তার পরিবার এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং জিয়া পরিবারের জন্য দোয়া করা হয়।
দোয়া মাহফিল পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে শাহাদাৎ হোসেন ভূঁইয়া বলেন, মাহবুব আলী খান মরহুমের কর্মময় জীবনে তিনি একজন সৎ,নিষ্ঠাবান দেশপ্রেমিক ছিলেন এবং বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রনালয়ের দায়িত্ব পালন করেছেন।
তিনি নৌবাহিনীর প্রধান থাকাকালীন বাংলাদেশের সমুদ্র সীমা রক্ষা,জলদস্যু দমন, দক্ষিন তালপট্টি দ্বীপকে বাংলাদেশের সীমানার অভ্যন্তরীন রাখতে যথেষ্ট সাহসী ভূমিকা পালন করেন। মরহুম মাহবুব আলী খান সাহেব ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো গনতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী ছিলেন।
এসময়ে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যোগাযোগ বিষয়ক সম্পাদক সাজিদ আলম, সহ- সম্পাদক ইব্রাহিম, ছাত্রদল সদস্য জিসান, মনির, জোবায়ের, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদল নেতা আবির, রায়হান, আহসান, ৩নং ওয়ার্ড ছাত্রদলের সহ- সাংগঠনিক সম্পাদক মোহন,সদস্য ইমরান, অনু, মো খান, রনি, সালমান, জিসান, হাসিব, আপন, তানভীর, ৪নং ওয়ার্ড ছাত্রদল নেতা সুজন, জিহাদ, তোলরাম কলেজ ছাত্রদল নেতা আকাশ, হিমেল প্রমুখ।