বিএনপির সদস্য নবায়নে টিপুর হুঁশিয়ারি “স্বজনপ্রীতি চলবে না”
Published: 27th, June 2025 GMT
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু দলের নেতাকর্মীদের আহবান জানিয়ে বলেছেন, "আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত কোনো ব্যক্তির সাথে আপোষ করবেন না, তাদেরকে দলে আশ্রয় বা প্রশ্রয় দেবেন না। কোনোভাবেই স্বজনপ্রীতি করা যাবে না।"
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অন্তর্গত বন্দর থানা বিএনপির আওতাধীন ১৯নং ওয়ার্ড বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম কার্যক্রম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।
শুক্রবার ( ২৭ জুন ) বিকেল চারটায় মদনগঞ্জ বটতলায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
টিপু আরও বলেন, "গত ১৬ বছর ধরে আওয়ামী লীগের অঙ্গসংগঠনগুলো—যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ—জনগণের ওপর জুলুম-নির্যাতন চালিয়েছে। এমনকি আমরাও বউ বাচ্চা নিয়ে বাড়িতে শান্তিতে ঘুমাতে পারিনি। বিএনপির কোনো নেতাকর্মী যেন জনগণকে কষ্ট না দেয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।"
তিনি দলের সদস্যপদ নবায়নের ক্ষেত্রে কঠোর নীতির কথা উল্লেখ করে বলেন, "যারা দীর্ঘ ১৬ বছর ধরে বিএনপির বিরুদ্ধে শত্রুতা করে পুলিশ-প্রশাসনকে সহযোগিতা করেছে, তাদেরকে কোনোভাবেই দলে ঢুকতে দেওয়া হবে না।"
মহানগর ১৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো.
আরও উপস্থিত ছিলেন, বন্দর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির উল্লাহ টিপু, মহানগর ১৯নং ওয়ার্ড বিএনপির সিনিয়র মাসুদুর রহমানকে সিনিয়র সহ-সভাপতি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আ: সালাম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন পলু, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মিনহাজ মিঠু, সদস্য সম্রাট হাসান সুজন।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ ব এনপ র স র সদস য
এছাড়াও পড়ুন:
রূপগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে আমীর হোসেন (৫০) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক হুমায়রা তাসমিন এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আমীর হোসেন জামালপুর জেলার ইসলামপুরের মহলগিরী এলাকার শাহ জামালের ছেলে। রায় ঘোষণার সময়ে তিনি আদালতে অনুপস্থিত ছিলেন।
কোর্ট পুলিশ পরিদর্শক মো. কাইউম খান জানান, রূপগঞ্জের পশ্চিমগাঁও এলাকার মো. আবু তালেবের মেয়ে বিলকিছ বেগমের সঙ্গে আমীর হোসেনের বিয়ে হয়েছিল। কিন্তু বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক ঝগড়া-বিবাদ লেগে থাকত।
২০০৩ সালের ২৭ ফেব্রুয়ারি রাতে আমীর হোসেন বিলকিছ বেগমকে তাদের বাড়ির পাশে ডেকে নিয়ে হত্যা করে। এই ঘটনায় বিলকিছের বাবা আবু তালেব রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এই রায় দেন।