প্রতারণা ও ব্ল্যাকমেল শিখে এআই কি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে
Published: 30th, June 2025 GMT
উন্নত মানের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলের আচরণে অস্বাভাবিক কিছু বৈশিষ্ট্য ধরা পড়ছে। গবেষকেরা বলছেন, এসব মডেল কেবল তথ্য বিশ্লেষণ বা নির্দেশনা পালনের মধ্যেই সীমাবদ্ধ নেই। এগুলো শিখছে প্রতারণা, হুমকি ও ব্ল্যাকমেলের মতো আচরণও।
সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, এআই মডেল এখন এমন সব আচরণ করছে, যা নিয়ন্ত্রণহীন হয়ে পড়ার ইঙ্গিত দিচ্ছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপিকে দেওয়া তথ্য ও সাক্ষাৎকারের ভিত্তিতে জানা গেছে, অ্যানথ্রপিকের তৈরি ক্লড–৪ নামের একটি চ্যাটবট মডেল এক প্রকৌশলীকে ব্ল্যাকমেল করেছে বলে অভিযোগ উঠেছে। ওই প্রকৌশলীর ব্যক্তিগত সম্পর্কের গোপন তথ্য ফাঁস করে দেওয়ার হুমকি দিয়েছিল চ্যাটবটটি। অন্যদিকে ওপেনএআইয়ের তৈরি আরেকটি শক্তিশালী মডেল ও১ গোপনে নিজেকে বাইরের সার্ভারে স্থানান্তরের চেষ্টা করে। বিষয়টি ধরা পড়লে মডেলটি তা অস্বীকার করে। এ দুই ঘটনাই কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপত্তা ও নৈতিকতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। গবেষকেরা বলছেন, শুধু তথ্যভিত্তিক ‘হ্যালুসিনেশন’ নয়, এখন এআইয়ের আচরণে দেখা যাচ্ছে কৌশলগত প্রতারণা ও উদ্দেশ্যপ্রসূত মিথ্যাচার।
প্রযুক্তিবিদদের মতে, এআই মডেলের এই আচরণ আকস্মিক নয়; বরং ‘রিজনিং’ সক্ষমতাসম্পন্ন যেসব মডেল ধাপে ধাপে চিন্তা করে সিদ্ধান্ত নেয়, তাদের মধ্যেই এমন প্রবণতা বেশি দেখা যাচ্ছে। হংকং বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক সাইমন গোল্ডস্টেইন বলেন, ‘চিন্তাশীল মডেলগুলোর ভেতরে এমন আচরণ দেখা যাচ্ছে, যা আমাদের শঙ্কিত করে তুলেছে।’ অ্যাপোলো রিসার্চ নামের একটি এআই পর্যবেক্ষণ প্রতিষ্ঠানের প্রধান মারিয়ুস হপবান জানান, ‘ও১ প্রথম বড় মডেল, যেখানে আমরা স্পষ্টভাবে লক্ষ করেছি, এটি মিথ্যা বলছে, তথ্য গোপন করছে এবং নিজের আচরণ ঢাকতে প্রমাণ জাল করছে।’
গবেষকেরা বলছেন, এসব আচরণ এখনো সীমিত পরিস্থিতিতে, মূলত চরম পরীক্ষার সময় প্রকাশ পাচ্ছে। কিন্তু ভবিষ্যতের আরও উন্নত মডেলগুলো কেমন আচরণ করবে, সেটা নিয়ে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। মেট্রো নামের একটি স্বাধীন মূল্যায়ন সংস্থার গবেষক মাইকেল চেন বলেন, ‘আমরা এখনো জানি না, ভবিষ্যতের এআই মডেলগুলো সত্যবাদী হবে, নাকি প্রতারণার পথেই এগোবে।’
গবেষকেরা বলছেন, সমস্যা চিহ্নিত করলেও তার সমাধানে এখনো যথেষ্ট অগ্রগতি নেই। এর একটি বড় কারণ গবেষণার জন্য পর্যাপ্ত পরিমাণ কম্পিউটিং শক্তি ও স্বচ্ছতার অভাব। সেন্টার ফর এআই সেফটির গবেষক মান্টাস মাজেইকা জানান, ‘অলাভজনক গবেষণাপ্রতিষ্ঠানগুলোর হাতে বড় এআই কোম্পানিগুলোর তুলনায় কয়েক হাজার গুণ কম কম্পিউটিং রিসোর্স রয়েছে। এতে আমরা যথাযথভাবে মডেল পর্যবেক্ষণ ও মূল্যায়ন করতে পারছি না।’ অ্যানথ্রপিক ও ওপেনএআই তাদের তৈরি মডেলগুলোর জন্য নিরীক্ষক নিয়োগ করলেও স্বচ্ছতা ও গবেষণায় সহযোগিতার ক্ষেত্রে সেসব তেমন কার্যকর হচ্ছে না বলে দাবি গবেষকদের।
বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে এআই–সংক্রান্ত যে আইন ও নীতিমালা রয়েছে, সেগুলো মূলত মানুষের অপব্যবহার ঠেকানো নিয়েই বেশি চিন্তা করে। মডেল নিজেই যে বিপজ্জনক আচরণ করতে পারে, তা নিয়ে আইনগত কাঠামোয় এখনো তেমন কোনো সুনির্দিষ্ট নির্দেশনা নেই। ইউরোপীয় ইউনিয়নের নতুন এআই আইন প্রযুক্তির মানবিক ব্যবহার নিয়ে কিছু বিধিনিষেধ দিলেও মডেলগত বিচ্যুতি বা বিকৃতিবিষয়ক কোনো সুস্পষ্ট ধারা নেই।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রোনালদো কি সত্যিই বিশ্বকাপে ১-২ ম্যাচ মিস করবেন
পর্তুগাল আজ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে আর্মেনিয়ার বিপক্ষে। ম্যাচটা পর্তুগিজদের জন্য গুরুত্বপূর্ণ। জিতলে ২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত হবে, এমনকি ড্র করলেও সমূহ সম্ভাবনা। কিন্তু হারলে নেমে যেতে হতে পারে প্লে-অফের পরীক্ষায়। এমন গুরুত্বপূর্ণ ম্যাচটিতে ক্রিস্টিয়ানো রোনালদোকে পাচ্ছে না পর্তুগাল। বৃহস্পতিবার আয়ারল্যান্ডের বিপক্ষে লাল কার্ড দেখায় আজ দর্শক হয়ে থাকতে হচ্ছে তাঁকে।
তবে রোনালদো ও পর্তুগালের জন্য বড় বিপদ সামনে। লাল কার্ডের জন্য এক ম্যাচের নিষেধাজ্ঞা সবাইকেই কাটাতে হয়। শাস্তির মূল পরিমাণ ঠিক কত ম্যাচের বা দিনের, সেটি অপরাধের মাত্রার ওপর নির্ভর করে পরে ঘোষণা করা হয়। আর এখানেই শঙ্কা রোনালদোকে নিয়ে।
আইরিশ ফুটবলার দারা ও’শেয়ারকে আঘাতের দায়ে রোনালদো যদি দুই থেকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা পান, তাহলে পর্তুগাল বিশ্বকাপে উঠলে গ্রুপ পর্বের একটি বা দুটি ম্যাচই তিনি মিস করবেন। আর গ্রুপ পর্বে ম্যাচ যেহেতু মাত্র তিনটি, দল আগেভাগে খারাপ করে বিদায় নিশ্চিত হলে রোনালদোর বিশ্বকাপ শুরুর আগেই শেষ হয়ে যাবে।
প্রশ্ন হচ্ছে, এমন পরিস্থিতি কি সত্যিই তৈরি হতে পারে? রোনালদোর বিশ্বকাপে ১-২ মিস করার সম্ভাবনা কতটুকু? ২০২৬ বিশ্বকাপ শুরু হবে জুনে, যা এখনো ছয় মাসেরও বেশি সময় বাকি। এর মধ্যে পর্তুগাল ম্যাচও খেলবে। আর রোনালদোকে আসলে কত ম্যাচের নিষেধাজ্ঞা কাটাতে হবে, সেটি জানা যাবেই–বা কবে?
রোনালদোর অপরাধ কী ছিলআয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের ৬১তম মিনিটে ও’শেয়ারকে কনুই দিয়ে মেরেছেন রোনালদো। রেফারি গ্লেন নাইবার্গ এ ঘটনায় তাঁকে হলুদ কার্ড দেখান। তবে ভিএআরে ঘটনা পর্যালোচনার পর রেফারি সিদ্ধান্ত পাল্টান, দেখান লাল কার্ড। রিপ্লে দেখে সিদ্ধান্ত বদলের অর্থ হচ্ছে, রেফারির কাছে ঘটনাটি গুরুতরই মনে হয়েছে।
শাস্তি কীলাল কার্ডের ন্যূনতম শাস্তি এক ম্যাচের নিষেধাজ্ঞা। এরপর ফিফার ডিসিপ্লিনারি কমিটি ঠিক করে সেটি এক ম্যাচে সীমাবদ্ধ থাকবে, নাকি বাড়বে। বাড়লে কতটা? ফিফা তাদের শৃঙ্খলাবিধির ১৪.১ ধারা অনুসারে নিষেধাজ্ঞা দেয়। এই ধারার ‘ই’ অনুচ্ছেদ অনুসারে, গুরুতর ফাউল খেলার জন্য দুই ম্যাচের নিষেধাজ্ঞা কার্যকর হবে। এই নিয়মটি বল দখলের জন্য অতিরিক্ত আক্রমণাত্মক চ্যালেঞ্জের আওতায় পড়ে।
উদাহরণ হিসেবে অঁরেলিয়ে চুয়ামেনির কথা বলা যেতে পারে। রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার সেপ্টেম্বরে ফ্রান্সের হয়ে আইসল্যান্ডের বিপক্ষে সরাসরি লাল কার্ড দেখেছিলেন। এ ঘটনায় তাঁকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়—একটি লাল কার্ডের জন্য, অন্যটি গুরুতর ফাউলের জন্য।
পর্তুগালের জন্য বিপদ হচ্ছে রোনালদোর পরিস্থিতি আরও গুরুতর হতে পারে। ফিফা আইনের অধীনে তাঁর কনুই মারাকে সহিংস আচরণ হিসেবে শ্রেণিবদ্ধ করা যেতে পারে। অনুচ্ছেদ ১৪.১ ধারার ‘এইচ’ এবং ‘আই’ অনুচ্ছেদে তিন ম্যাচের নিষেধাজ্ঞার কথা বলা আছে।
এইচ. সহিংস আচরণের জন্য কমপক্ষে তিন ম্যাচ।
আই. আক্রমণাত্মক আচরণের জন্য কমপক্ষে তিন ম্যাচ বা উপযুক্ত সময়ের জন্য নিষেধাজ্ঞা, যার মধ্যে কনুই মারা, ঘুষি মারা, লাথি মারা, কামড়ানো, থুতু দেওয়া, বা কোনো খেলোয়াড় বা রেফারি নন এমন কাউকে আক্রমণ করা অন্তর্ভুক্ত।
যেহেতু রোনালদো আইরিশ ডিফেন্ডারকে কনুই দিয়ে আঘাত করেছেন, তাই তিন ম্যাচের নিষেধাজ্ঞার খড়্গে পড়তে পারেন, যার ফলে বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচ মিস করবেন তিনি। এর আগে চলতি মৌসুমের শুরুতে আর্মেনিয়ার তিগরান বারসেঘিয়ানকে উত্তর আয়ারল্যান্ডের এক খেলোয়াড়কে সামান্য মাথা দিয়ে আঘাত করার দায়ে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছিল ফিফা।
পর্তুগাল আজই বিশ্বকাপ নিশ্চিত করলে কী হবেআজ আর্মেনিয়ার বিপক্ষে জিতলে বা ড্র করলে বিশ্বকাপের টিকিট কাটা হয়ে যাবে পর্তুগালের। এর অর্থ হচ্ছে, পর্তুগাল তাদের পরবর্তী প্রতিযোগিতামূলক ম্যাচ খেলবে আগামী বছরের জুনে বিশ্বকাপের মূল পর্বে। সে ক্ষেত্রে রোনালদো গ্রুপ পর্বের প্রথম একটি বা দুটি ম্যাচ (মোট নিষেধাজ্ঞা দুই বা তিন ম্যাচ সাপেক্ষে) মিস করবেন। এর আগে মার্চে ফিফা উইন্ডো আছে। তবে সে সময় পর্তুগাল খেললেও তা হবে ‘প্রীতি ম্যাচ’। রোনালদোকে শাস্তি ভোগ করতে হবে প্রতিযোগিতামূলক ম্যাচেই।
কবে জানা যাবে রোনালদোর নিষেধাজ্ঞা কত ম্যাচেরঘটনার কত দিনের মধ্যে ফিফা ডিসিপ্লিনারি কমিটি শাস্তি ঘোষণা করবে, সে বিষয়ে কোনো বিধান নেই। সাধারণত, ঘটনার পরবর্তী মাসের শুরুতে রায় পাওয়া যায়। এখানে গুরুত্বপূর্ণ একটি দিন হচ্ছে আগামী ৫ ডিসেম্বর। সে দিন ওয়াশিংটন ডিসিতে ২০২৬ বিশ্বকাপের সূচি চূড়ান্ত (ড্র) হবে। এর কাছাকাছি সময়েই রোনালদো তাঁর নিষিদ্ধ ম্যাচসংখ্যার খবর পেয়ে যাবেন।
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলার কি কোনো উপায়ই থাকবে নাপ্রথম কথা, রোনালদো এখন পর্যন্ত নিষেধাজ্ঞা পাননি। যদি অন্তত দুই ম্যাচের নিষেধাজ্ঞা পান, তবেই বিশ্বকাপের প্রথম থেকে না খেলার প্রশ্ন আসবে। তবে অপরাধের ধরনের কারণে ধরে নেওয়া যায় নিষেধাজ্ঞা তিনি পেতে যাচ্ছেন। সে ক্ষেত্রে পর্তুগালের বিশ্বকাপে জায়গা করাও একটা বিষয়। আজ পর্তুগাল যদি আর্মেনিয়াকে হারাতে না পারে এবং একই গ্রুপে হাঙ্গেরি আয়ারল্যান্ডকে হারায়, তাহলে পর্তুগাল গ্রুপে পিছিয়ে ইউরোপিয়ান প্লে-অফে নেমে যাবে।
সে ক্ষেত্রে পর্তুগালের পরবর্তী দুটি প্রতিযোগিতামূলক ম্যাচ হবে প্লে-অফ সেমিফাইনাল এবং ফাইনাল। নিষেধাজ্ঞা পেলে রোনালদো এই ম্যাচগুলো মিস করবেন। দল বিশ্বকাপে গেলে সেখানে শুরু থেকেই খেলতে পারবেন ‘সিআরসেভেন’। কিন্তু যে প্লে-অফের ওপরে বিশ্বকাপে খেলা, না খেলা নির্ভর করবে, সেই ম্যাচে না খেলতে পারাও তো রোনালদো এবং পর্তুগালের জন্য ধাক্কা।