নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুলকে মারধর ও লাঞ্চিত করার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে নাসিক ২৬নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মী ও তার অনুসারীরা।

সোমবার (৩০ জুন) বিকেল ৪টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দর উপজেলার মদনপুর অংশে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে নেতাকর্মীরা। এতে অংশ নেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির একাংশের নেতাকর্মীসহ বন্দর উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।

প্রায় একঘন্টা সড়ক অবরোধ করে রাখলে মহাসড়কের উভয় লেনে দীর্ঘ যানজট তৈরি হয়। খবর পেয়ে পুলিশ অপরাধীদের গ্রেপ্তার করার আশ্বাস দিলে বিকেল ৫টায় নেতাকর্মীরা অবরোধ তুলে নেয়। অবরোধ কর্মসূচি থেকে আগামী ৪৮ ঘন্টার মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করতে আল্টিমেটাম দেন মহানগর বিএনপির নেতাকর্মীরা। অন্যথায় ফের মহাসড়ক অবরোধ করার হুশিয়ারি দেন।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ বলেন, সাবেক চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে তার অনুসারীরা মহাসড়ক বন্ধ করেছিল। ফলে মহাসড়কের উভয় লেনে যানজট সৃষ্টি হয়। আমরা তাদের সঙ্গে কথা বলে সড়ক থেকে সরিয়ে দেই। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এর আগে গত ২৯ জুন দুপুরে বন্দর উপজেলার হরিপুর এলাকায় ৪১২ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র সংস্কারে শ্রমিক নিয়োগের টেন্ডার পেয়ে সেখানে কয়েকজন পুলিশসহ সাবেক চেয়ারম্যান মুকুল ও তার লোকজন যায়।

এসময় তারা গাড়ি থেকে নামার পরপরই সেখানে থাকা সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি বজলুর রহমানসহ লোকজন তাকে গালমন্দ করে মারধর শুরু করেন। একপর্যায়ে তারা তাকে বিবস্ত্র করে।

এসময় সেখানে থাকা পুলিশ তাদের বাধা দিয়ে মুকুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করায়। এরপর তাকে শহরের সিলভার ক্রিসেন্টে নামের বেসরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: র ন ত কর ম ন ত কর ম র ব এনপ র

এছাড়াও পড়ুন:

আরাফাত রহমান কোকোর জম্মদিনে মহানগর বিএনপির দোয়া 

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র কনিষ্ঠ পুত্র এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছোট ভাই বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকো’র ৫৬তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত য়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) বাদ আসর শহরের নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির মসজিদ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এসময়ে প্রয়াত আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত ও বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত এবং বিএনপি'র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করা হয়। 

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক এড. সরকার হুমায়ূন কবির, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, যুগ্ম আহ্বায়ক ফহেত মোহাম্মদ রেজা রিপন, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এড. রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, মাসুদ রানা, এড. এইচ এম আনোয়ার প্রধান, বরকত উল্লাহ, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ,নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, বিএনপি নেতা আক্তার হোসেন, শেখ সেলিম, আলমগীর কবির চঞ্চল, নজরুল ইসলাম সরদার, সাইফুল ইসলাম বাবু, হিরা সরদার, আল আরিফ, গোগনগর বিএনপির সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মিয়াজী,  মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহাজাদা আলম রতন, বন্দর থানা ছাত্রদলের সাবেক সভাপতি আল আমিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
 

সম্পর্কিত নিবন্ধ

  • ভোলাগঞ্জের লুটকৃত ৪০ হাজার ঘনফুট পাথর ডেমরা থেকে উদ্ধার
  • নারায়ণগঞ্জে ত্বকী হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তাকে তলব আদালতের
  • সড়ক দুর্ঘটনায় সাংবাদিক মামুন ও রনি আহত 
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ড এর পরিচিতি সভা
  • জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক কমিটি ঘোষণা 
  • ফতুল্লায় ১৭ টন নিষিদ্ধ পলিথিন জব্দ, ৫ লাখ টাকা জরিমানা
  • বিদ্যানিকেতন হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ
  • নারায়ণগঞ্জে নারী-পুরুষের মরদেহ উদ্ধার
  • সিদ্ধিরগঞ্জে সওজ’র কলোনি থেকে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার
  • আরাফাত রহমান কোকোর জম্মদিনে মহানগর বিএনপির দোয়া