বন্দরে মুকুলের উপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
Published: 30th, June 2025 GMT
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুলকে মারধর ও লাঞ্চিত করার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে নাসিক ২৬নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মী ও তার অনুসারীরা।
সোমবার (৩০ জুন) বিকেল ৪টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দর উপজেলার মদনপুর অংশে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে নেতাকর্মীরা। এতে অংশ নেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির একাংশের নেতাকর্মীসহ বন্দর উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।
প্রায় একঘন্টা সড়ক অবরোধ করে রাখলে মহাসড়কের উভয় লেনে দীর্ঘ যানজট তৈরি হয়। খবর পেয়ে পুলিশ অপরাধীদের গ্রেপ্তার করার আশ্বাস দিলে বিকেল ৫টায় নেতাকর্মীরা অবরোধ তুলে নেয়। অবরোধ কর্মসূচি থেকে আগামী ৪৮ ঘন্টার মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করতে আল্টিমেটাম দেন মহানগর বিএনপির নেতাকর্মীরা। অন্যথায় ফের মহাসড়ক অবরোধ করার হুশিয়ারি দেন।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ বলেন, সাবেক চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে তার অনুসারীরা মহাসড়ক বন্ধ করেছিল। ফলে মহাসড়কের উভয় লেনে যানজট সৃষ্টি হয়। আমরা তাদের সঙ্গে কথা বলে সড়ক থেকে সরিয়ে দেই। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এর আগে গত ২৯ জুন দুপুরে বন্দর উপজেলার হরিপুর এলাকায় ৪১২ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র সংস্কারে শ্রমিক নিয়োগের টেন্ডার পেয়ে সেখানে কয়েকজন পুলিশসহ সাবেক চেয়ারম্যান মুকুল ও তার লোকজন যায়।
এসময় তারা গাড়ি থেকে নামার পরপরই সেখানে থাকা সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি বজলুর রহমানসহ লোকজন তাকে গালমন্দ করে মারধর শুরু করেন। একপর্যায়ে তারা তাকে বিবস্ত্র করে।
এসময় সেখানে থাকা পুলিশ তাদের বাধা দিয়ে মুকুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করায়। এরপর তাকে শহরের সিলভার ক্রিসেন্টে নামের বেসরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: র ন ত কর ম ন ত কর ম র ব এনপ র
এছাড়াও পড়ুন:
রূপগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে আমীর হোসেন (৫০) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক হুমায়রা তাসমিন এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আমীর হোসেন জামালপুর জেলার ইসলামপুরের মহলগিরী এলাকার শাহ জামালের ছেলে। রায় ঘোষণার সময়ে তিনি আদালতে অনুপস্থিত ছিলেন।
কোর্ট পুলিশ পরিদর্শক মো. কাইউম খান জানান, রূপগঞ্জের পশ্চিমগাঁও এলাকার মো. আবু তালেবের মেয়ে বিলকিছ বেগমের সঙ্গে আমীর হোসেনের বিয়ে হয়েছিল। কিন্তু বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক ঝগড়া-বিবাদ লেগে থাকত।
২০০৩ সালের ২৭ ফেব্রুয়ারি রাতে আমীর হোসেন বিলকিছ বেগমকে তাদের বাড়ির পাশে ডেকে নিয়ে হত্যা করে। এই ঘটনায় বিলকিছের বাবা আবু তালেব রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এই রায় দেন।