বন্দরে মুকুলের উপর সন্ত্রাসী হামলা, আমির হোসেনের নিন্দা
Published: 30th, June 2025 GMT
নারায়ণগঞ্জ বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুলের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে র্তীব্র নিন্দা জানিয়েছে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি ও বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি আমির হোসেনসহ যুবদল নেতৃবৃন্দ। সোমবার (৩০ জুন) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ নিন্দা জ্ঞাপন করেন।
সাবেক যুবদল নেতা আমির হোসেন জানান, মহানগর বিএনপি সাবেক নেতা ও বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুলের উপর সন্ত্রাসী হামলার ঘটনাটি অত্যান্ত নেক্কার জনক ঘটনা। এ সন্ত্রাসী হামলার ঘটনায় আমিসহ যুবদল নেতাকর্মীরা র্তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সে সাথে হামলাকারি ডন বজলুসহ তার সন্ত্রাসী বাহিনীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি জানাচ্ছি।
উল্লেখ্য, গত রোববার দুপুরে দাবিকৃত ১৫ লাখ টাকা চাঁদা না পেয়ে সোনারগাঁও এলাকার মূর্তিমান আতংক বজলু রহমান ওরফে ডন বজলুর নেতৃত্বে তার সন্ত্রাসী বাহিনী বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুলের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে বিবস্ত্র করে সম্মানহানী করে।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ য বদল রহম ন
এছাড়াও পড়ুন:
নারায়ণগঞ্জে নারী-পুরুষের মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক স্থান থেকে নারী ও পুরুষের দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৩ আগস্ট) সকালে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে।
সকাল ৯ টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ১ নম্বর ওয়ার্ডের ডিএনডি লেকে আনুমানিক ২১ বছর বয়সী একজন যুবকের মরদেহ পানিতে ভেসে উঠলে প্রত্যক্ষদর্শীরা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। তবে ওই যুবকের নাম-পরিচয় জানা যায়নি।
অপরদিকে, সকাল সাড়ে ৯টায় চিটাগাংরোডস্থ শিমরাইল মোড় এলাকায় গৃহবধূ লাকি আক্তারের গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হয়।
লাকি আক্তার (৩৫) শিমরাইল মোড় এলাকার রুবেল মিয়ার স্ত্রী।
স্থানীয়রা জানান, গৃহবধূ লাকি নিজের স্বামীকে রেখে নিরব নামে আরেক প্রতিবেশীর বাসায় স্বামী-স্ত্রী পরিচয়ে প্রায় ৬ মাস ধরে যাতায়াত করছিলেন। মঙ্গলবার রাতেও তিনি নিরবের বাসায় যান। ওই বাসার সামনেই মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
নিহত লাকি আক্তারের মরদেহ উদ্ধার করতে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, নিহত নারীর স্বামীর নাম রুবেল মিয়া। তিনি নিজের স্বামীর পরিবর্তে নিরব নামে আরেক যুবকের সঙ্গে থাকছিল। আমরা ওই নিরবের বাসা থেকে মরদেহটি উদ্ধার করেছি।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, “গৃহবধূ লাকি আক্তার নিরব নামক আরেক ব্যক্তির বাসায় ছিল। আশপাশের মানুষ জানিয়েছে, এই নারী দীর্ঘ ৬-৭ মাস ধরে নিরবের সঙ্গে পরকীয়া সম্পর্ক রেখে তার বাসায় যাতায়াত করতো। তার ধারাবাহিকতায় রাতেও এসেছিল।”
তিনি বলেন, “মরদেহ উদ্ধার হয়েছে। তবে পরকীয়া প্রেমিক নিরব পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তার করতে অভিযান শুরু হয়েছে।”
ঢাকা/অনিক/মেহেদী