বাংলার জমিনকে চাঁদাবাজমুক্ত ঘোষণা করতে হবে: সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম
Published: 26th, July 2025 GMT
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ‘৫ আগস্টের পর এই দেশ গঠন করার সুন্দর একটি পরিবেশ তৈরি হয়েছে। এখন এই সুযোগে যদি আমরা সদ্ব্যবহার করতে না পারি, তাহলে আমাদের গ্রামের একটা প্রবাদবাক্য রয়েছে—যেই লাউ, সেই কদু। এখন সেই লাউ-কদু কি দেখতে চাই?’
আজ শনিবার বিকেলে খুলনার শিববাড়ী মোড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের খুলনা মহানগর ও জেলা শাখার আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘আমরা যেন আর কেউ চাঁদাবাজদের সহযোগী না হই, খুনিদের সহযোগী না হই, আয়নাঘরদের সহযোগী না হই, টাকা পাচারকারীদের সহযোগী না হই। বাংলার জমিনকে চাঁদাবাজমুক্ত ঘোষণা করতে হবে, বাস্তবায়ন করতে হবে।’
সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ও ইসলামী সমাজভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ‘যাঁরা দেশপ্রেমিক রয়েছেন, তাঁদের সকলকে নিয়ে এই দেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে আমরা কার্যক্রম পরিচালনা করব। তখন এক শ্রেণির স্বার্থান্বেষী মহল, যাদের ইতিহাস আমাদের সামনে পরিষ্কার, তারা কী করেছে, নতুন করে বোঝানোর কোনো প্রয়োজন নেই। তারা আজকে আমাদের বিরুদ্ধে, দেশ গড়ার লক্ষ্যে যারা কাজ করছে, তাদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।’
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, ‘আমি চাঁদাবাজ, খুনি ও স্বার্থান্বেষী মহলকে স্মরণ করিয়ে দিতে চাই—বাংলাদেশের মানুষ, ইসলামপ্রেমী মানুষ এবং দেশপ্রেমিক মানুষ আজকে রাস্তায় সর্বত্র ঐক্যবদ্ধ হয়েছে। এদের তোড়ে, এদের আওয়াজে আজকে এই চাঁদাবাজ, খুনি, টাকা পাচারকারীদের বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে।’
সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ‘এ দেশের টাকা পাচার করে বিদেশে বেগমপাড়া করেছে। সাবেক ভূমিমন্ত্রীর (সাইফুজ্জামান চৌধুরী) বিদেশে ৬২০টার মতো বাড়ির সন্ধান পাওয়া গেছে। ৫ হাজার ৭০০ কোটি টাকার বাড়ি এই সাবেক ভূমিমন্ত্রীর বাপের? আপনার আমার কষ্টে অর্জিত টাকা। সেই টাকা ট্যাক্স-ভ্যাটের মাধ্যমে সরকারি কোষাগারে জমা হয়, আর তারা ওইখানে ক্ষমতার মসনদে বসে এই টাকা বিদেশে পাচার করে।’
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির হাফেজ মাওলানা অধ্যক্ষ আবদুল আউয়াল, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ইসলামী আন্দোলনের মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুছ আহমাদ প্রমুখ।
সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলনের খুলনা মহানগর সভাপতি মুফতি আমানুল্লাহ। সঞ্চালনা করেন নগর সহসভাপতি শেখ মো.
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।
ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।
৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।
ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট