অধিনায়ক না কোচ—এই মুহূর্তে ভারত ক্রিকেট দলের নেতৃত্বে কে? অধিনায়কের নাম মহেন্দ্র সিং ধোনি বা বিরাট কোহলি হলে হয়তো এই প্রশ্ন এখন উঠত না। কিংবা বর্তমানে ভারতের কোচ গৌতম গম্ভীর না হলেও হয়তো সরাসরি এমন প্রশ্ন আসত না।
তবে ভারতের টেস্ট অধিনায়ক তরুণ শুবমান গিল বলেই প্রশ্নটা জোরালো হয়ে উঠছে। বিশেষ করে ভারত–ইংল্যান্ড ‘অ্যান্ডারসন–টেন্ডুলকার ট্রফি’তে একাদশ বা মাঠে দল পরিচালনার বিভিন্ন সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে।
গম্ভীর অধিনায়ক হিসেবে দীর্ঘদিন আইপিএলে কলকাতা ও দিল্লিকে নেতৃত্ব দিয়েছেন। অধিনায়ক হিসেবে তিনি সব সময় নিজের পছন্দমতো একাদশ সাজাতেন বলেই শোনা যেত। এরপর মেন্টরের দায়িত্ব পালন করে তিনি ২০২৪ সালে কলকাতাকে চ্যাম্পিয়ন করেছেন। সেই মৌসুমে দলের নেতৃত্ব দেন শ্রেয়াস আইয়ার। পর্যাপ্ত কৃতিত্ব না পাওয়ায় যিনি পরের মৌসুমেই কলকাতা ছাড়েন। বোঝাই যাচ্ছে, গম্ভীর মেন্টর বা অধিনায়ক যা–ই হন না কেন, তাঁর পরিকল্পনাতেই দল চলে।
ভারতের কোচ হওয়ার পরও কি একইভাবে দল চালান গম্ভীর? হয়তো। কোচিং স্টাফে সে কারণেই নিজের পছন্দের লোকদের জায়গা দিয়েছেন তিনি। মরনে মরকেলকে বানিয়েছেন বোলিং কোচ, রায়ান টেন ডেসকাটেকে ফিল্ডিং কোচ। এর মধ্যে আবার টেস্ট দল থেকে রোহিত শর্মা ও বিরাট কোহলির মতো তারকারাও অবসর নিয়েছেন।
অধিনায়ককে নিয়েই তো আলোচনা হবে, অধিনায়কত্ব নিয়েই কথা উঠবে। তাই সিদ্ধান্তটা তাঁরই হওয়া উচিত।সুনীল গাভাস্কারমানে, বর্তমান দলে গম্ভীরকে চ্যালেঞ্জ জানানোর মতো কেউ নেই বললেই চলে।
এমন এক দাপুটে কোচকে কি গিল বলতে পারেন, এটা আমার দল। একাদশ আমি ঠিক করব! কুলদীপ যাদবকে টানা চার টেস্টে একাদশের বাইরে রাখার প্রসঙ্গে এই প্রশ্ন সুনীল গাভাস্কারের সামনে রেখেছিলেন ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: গম ভ র
এছাড়াও পড়ুন:
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনে কর্মকর্তা নিয়োগ, বেতন ৫১,০০০ টাকা
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ৩টি পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। স্থায়ী ভিত্তিতে এসব পদে নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ সময় ১৫ নভেম্বর ২০২৫।
পদের নাম ও বিবরণ
১. সহকারী ব্যবস্থাপক (সিস্টেম)
পদসংখ্যা: ০১
২. সহকারী ব্যবস্থাপক (সাইবার সিকিউরিটি অ্যান্ড নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন)
পদসংখ্যা: ০১
৩. সহকারী ব্যবস্থাপক (জিআইএস অ্যান্ড রিমোট সেন্সিং)
পদসংখ্যা: ০১
বেতন-ভাতা (সব পদের জন্য): ৫১,০০০ টাকা।
বয়সসীমা (সব পদের জন্য): সর্বোচ্চ ৩২ বছর।
আবেদনের শেষ সময়
১৫ নভেম্বর ২০২৫
আগ্রহী প্রার্থীগণকে উল্লিখিত পদগুলোর Terms of Reference (ToR) দেখার জন্য পিকেএসএফ ওয়েবসাইট ভিজিট করার অনুরোধ করা হয়েছে।
আরও পড়ুন৪৮তম বিশেষ বিসিএসে আর পদ বাড়ানোর সুযোগ নেই৩০ অক্টোবর ২০২৫আরও পড়ুন১০ ব্যাংক ও ১ আর্থিক প্রতিষ্ঠান নেবে ১৮৮০ অফিসার, ফি ২০০৩০ অক্টোবর ২০২৫