অধিনায়ক না কোচ—এই মুহূর্তে ভারত ক্রিকেট দলের নেতৃত্বে কে? অধিনায়কের নাম মহেন্দ্র সিং ধোনি বা বিরাট কোহলি হলে হয়তো এই প্রশ্ন এখন উঠত না। কিংবা বর্তমানে ভারতের কোচ গৌতম গম্ভীর না হলেও হয়তো সরাসরি এমন প্রশ্ন আসত না।
তবে ভারতের টেস্ট অধিনায়ক তরুণ শুবমান গিল বলেই প্রশ্নটা জোরালো হয়ে উঠছে। বিশেষ করে ভারত–ইংল্যান্ড ‘অ্যান্ডারসন–টেন্ডুলকার ট্রফি’তে একাদশ বা মাঠে দল পরিচালনার বিভিন্ন সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে।
গম্ভীর অধিনায়ক হিসেবে দীর্ঘদিন আইপিএলে কলকাতা ও দিল্লিকে নেতৃত্ব দিয়েছেন। অধিনায়ক হিসেবে তিনি সব সময় নিজের পছন্দমতো একাদশ সাজাতেন বলেই শোনা যেত। এরপর মেন্টরের দায়িত্ব পালন করে তিনি ২০২৪ সালে কলকাতাকে চ্যাম্পিয়ন করেছেন। সেই মৌসুমে দলের নেতৃত্ব দেন শ্রেয়াস আইয়ার। পর্যাপ্ত কৃতিত্ব না পাওয়ায় যিনি পরের মৌসুমেই কলকাতা ছাড়েন। বোঝাই যাচ্ছে, গম্ভীর মেন্টর বা অধিনায়ক যা–ই হন না কেন, তাঁর পরিকল্পনাতেই দল চলে।
ভারতের কোচ হওয়ার পরও কি একইভাবে দল চালান গম্ভীর? হয়তো। কোচিং স্টাফে সে কারণেই নিজের পছন্দের লোকদের জায়গা দিয়েছেন তিনি। মরনে মরকেলকে বানিয়েছেন বোলিং কোচ, রায়ান টেন ডেসকাটেকে ফিল্ডিং কোচ। এর মধ্যে আবার টেস্ট দল থেকে রোহিত শর্মা ও বিরাট কোহলির মতো তারকারাও অবসর নিয়েছেন।
অধিনায়ককে নিয়েই তো আলোচনা হবে, অধিনায়কত্ব নিয়েই কথা উঠবে। তাই সিদ্ধান্তটা তাঁরই হওয়া উচিত।সুনীল গাভাস্কারমানে, বর্তমান দলে গম্ভীরকে চ্যালেঞ্জ জানানোর মতো কেউ নেই বললেই চলে।
এমন এক দাপুটে কোচকে কি গিল বলতে পারেন, এটা আমার দল। একাদশ আমি ঠিক করব! কুলদীপ যাদবকে টানা চার টেস্টে একাদশের বাইরে রাখার প্রসঙ্গে এই প্রশ্ন সুনীল গাভাস্কারের সামনে রেখেছিলেন ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: গম ভ র
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন