‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ অনুষ্ঠান ঘিরে যান চলাচল নিয়ন্ত্রণে ডিএমপির গণবিজ্ঞপ্তি
Published: 4th, August 2025 GMT
‘জুলাই গণ–অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আগামীকাল মঙ্গলবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জুলাই ঘোষণাপত্র পাঠ ও দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সংস্কৃতি মন্ত্রণালয়। এ আয়োজনকে ঘিরে ব্যাপক জনসমাগমের সম্ভাবনা রয়েছে। তাই জাতীয় সংসদ ভবন এলাকা ও মানিক মিয়া অ্যাভিনিউ দিয়ে চলাচলকারী গণপরিবহনকে বিকল্প সড়ক ব্যবহার করতে এবং নগরবাসীকে এসব এলাকার সড়ক এড়িয়ে চলতে অনুরোধ জানিয়েছে।
আজ সোমবার ডিএমপি কমিশনার শেখ মো.
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মানিক মিয়া অ্যাভিনিউয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে জুলাই গণ–অভ্যুত্থান দিবস উপলক্ষে মঙ্গলবার দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও ড্রোন শো অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় শুরু হয়ে রাত ১২টা পর্যন্ত এসব আয়োজন চলবে। বেলা ১১টা থেকে বিভিন্ন শিল্পগোষ্ঠীর সংগীত পরিবেশনা, বেলা সোয়া দুইটায় ফ্যাসিস্টের পলায়ন উদ্যাপন, পাঁচটায় ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ, সন্ধ্যা সাড়ে ৭টায় বিশেষ ড্রোন শো এবং রাত ৮টায় আর্টসেল ব্যান্ডের পরিবেশনা হবে। এ আয়োজন উপলক্ষে জাতীয় সংসদ ভবন এলাকা এবং মানিক মিয়ার অ্যাভিনিউয়ে প্রচুর জনসমাগম হবে। অনুষ্ঠান চলাকালে মানিক মিয়া অ্যাভিনিউ দিয়ে যানবাহন চলাচল করানো সম্ভব হবে না। এমতাবস্থায় নগরবাসীকে এই এলাকার সড়ক এড়িয়ে চলার জন্য অনুরোধ করা হচ্ছে।’
কোন পরিবহন কোন সড়ক দিয়ে চলবে
অনুষ্ঠান চলাকালে বিকল্প সড়ক ব্যবহার করার অনুরোধ জানিয়ে ডিএমপির নির্দেশনায় বলা হয়েছে, ‘মিরপুর বা মোহাম্মদপুর থেকে আসা যানবাহনকে আড়ং ক্রসিংয়ে বামে মোড় না নিয়ে সোজা ধানমন্ডি-২৭ হয়ে চলাচলের অনুরোধ করা হলো। এ ছাড়া সায়েন্সল্যাবের দিক থেকে আসা যানবাহনগুলো মানিক মিয়ার অ্যাভিনিউয়ের দিকে না গিয়ে সোজা গণভবন ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে বিজয় সরণি হয়ে চলাচল করবে।’
ফার্মগেটের এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে ধানমন্ডিগামী যানবাহনকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে না গিয়ে উড়োজাহাজ ক্রসিং ও লেক রোড হয়ে চলাচলের অনুরোধ করা হচ্ছে। সম্ভব হলে ফার্মগেট এক্সিট (বাহির) র্যাম্প এড়িয়ে এফডিসি (হাতিরঝিল) র্যাম্প ব্যবহার করতে বলা হয়েছে।’
ফার্মগেট থেকে মিরপুরের দিকে আসা গাড়িগুলো মানিক মিয়া এভিনিউয়ের দিকে না গিয়ে সোজা বিজয় সরণি হয়ে চলাচলের জন্য বলা হয়েছে। মিরপুর থেকে ফার্মগেটগামী যানবাহনকে লেক রোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি হয়ে চলাচলের পরামর্শ দেয়া হয়েছে। বিকল্প রুট হিসেবে আগারগাঁও থেকে শিশু মেলা পর্যন্ত এই সড়ক ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে পার্কিং নির্দেশনায় বলা হয়েছে, অনুষ্ঠানে আসা দর্শনার্থীদের গাড়ি আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে পার্কিং করতে অনুরোধ করা হয়।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: অন ষ ঠ ন ব যবহ র অন র ধ
এছাড়াও পড়ুন:
বেনাপোল দিয়ে ইলিশের প্রথম চালান গেল ভারতে
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩৭ দশমিক ৪৬ মেট্রিকটন ইলিশ রপ্তানি করা হয়েছে, যা প্রায় ৯৭৯ মণের সমান।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে সাতটি ট্রাকে করে প্রথম চালান ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করে।
বেনাপোল বন্দর পরিচালক শমীম হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ভারতের কলকাতার পাঁচটি আমদানিকারক প্রতিষ্ঠান- ন্যাশনাল ট্রেডিং, এফএনএস ফিশ, জয় শান্তসী, মা ইন্টারন্যাশনাল এবং আর জে ইন্টারন্যাশনাল এসব ইলিশ আমদানি করেছে। বাংলাদেশ থেকে রপ্তানি করেছে সততা ফিশ, স্বর্ণালি এন্টারপ্রাইজ, তানিশা এন্টারপ্রাইজ, বিশ্বাস এন্টারপ্রাইজ ও লাকী ট্রেডিং।
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ সরকার ভারতে মোট ১২০০ মেট্রিকটন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। ৩৭টি প্রতিষ্ঠানকে এ অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে একটি প্রতিষ্ঠানকে ৫০ টন, ২৫টি প্রতিষ্ঠানকে ৩০ টন করে মোট ৭৫০ টন, ৯টি প্রতিষ্ঠানকে ৪০ টন করে ৩৬০ টন এবং দুটি প্রতিষ্ঠানকে ২০ টন করে ৪০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে।
বেনাপোল মৎস্য কোয়ারেন্টিন কর্মকর্তা সজীব সাহা জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী ৫ অক্টোবরের মধ্যে ইলিশ রপ্তানি শেষ করতে হবে। প্রতিকেজি ইলিশের রপ্তানি মূল্য ১২ দশমিক ৫ মার্কিন ডলার বা ১৫০০ টাকা করে নির্ধারণ করা হয়েছে।
ঢাকা/রিটন/এস